ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ

ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ

পোস্টটি শেয়ার করুন

ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ

আপনি কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ সম্পর্কে জানতে চান

যদি চান, তাহলে আপনি সঠিক পোস্টে এসেছেন। 

আমার এই পোস্টটি প্রশ্নের উত্তরের জন্য দারুন নোট। 

ভূমিকা

মোগল সম্রাট শাহ আলমের সঙ্গে কোম্পানির একটি পৃথক শর্তানুসারে কারা ও এলাহাবাদ জেলা দুটি মোগল সম্রাট লাভ করেন। 

ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা – বিহার – ওড়িশার দেওয়ানি দান করে দ্বিতীয় শাহ আলম একটি ফরমান জারি করেন।

১৭৬৫ সালে ১২ ই আগস্ট দ্বিতীয় শাহ আলম বছরে ২৬ লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি কোম্পানিকে দেয়।

১৭৬৫ সালে দেওয়ানী লাভ করে বাংলার রাজনীতিতে কোম্পানির কর্তৃত্ব সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের রাজনৈতিক গুরুত্ব

প্রথমত

দেওয়ানি লাভ করার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমকালীন ভারতে অন্যান্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির তুলনায় অনেকটাই এগিয়ে যায়।

দ্বিতীয়ত

দেওয়ানি লাভের পর কোম্পানি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়।

তৃতীয়ত

দেওয়ানি লাভের পর কোম্পানি এতটা শক্তিশালী হয় যে তাঁদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের দ্বারা অন্যান্য ইউরোপীয় বণিক কোম্পানি গুলোকে ভারত ছাড়তে বাধ্য করে।

চতুর্থত

কোম্পানি দেওয়ানি লাভের মাধ্যমে বাংলার রাজস্বের ওপর পূর্ণ অধিকার লাভ করেছিল।

পঞ্চমত

ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের মাধ্যমে ফরাসি ও ওলন্দাজদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পেরেছিল।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের অর্থনৈতিক গুরুত্ব

প্রথমত

দেওয়ানি লাভের ফলে কোম্পানির আর্থিক স্বচ্ছলতা অনেক গুণে বেড়ে যায়।

দ্বিতীয়ত

দেওয়ানি লাভের ফলে কোম্পানির বাণিজ্য বৃদ্ধি পায়, কোম্পানি সেনাবাহিনী গঠন করে। 

তৃতীয়ত

দেওয়ানি লাভের ফলে কোম্পানি এদেশের মূলধনের অতিরিক্ত নিজেদের দেশে পাঠাতে থাকে।

চতুর্থত

দেওয়ানি লাভের ফলে বাংলার রাজকোষ শূন্য হয়ে যায়।

পঞ্চমত

কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার কুটিরশিল্পের অর্থনীতি একেবারে ভেঙে পড়ে। ফলে অনেক শিল্পী কারিগর কর্মহীন হয়ে যায়।


আরও পড়ুন – মুঘল যুগের সাহিত্যের বিবরণ 

আরও পড়ুন – হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ 

আশা করি আপনি এই পোস্টটি থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। 

আপনাকে অনেক ধন্যবাদ দেওয়ানি লাভের পোস্টটি পড়ার জন্য। 

উপকারে আসলে পোস্টটি শেয়ার করার অনুরোধ রইলো 


পোস্টটি শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *