কৃত্রিম পাতা |বিজ্ঞানীদের নতুন আবিষ্কার |

পোস্টটি শেয়ার করুন

বায়ুদূষণ কমাবে ” কৃত্রিম পাতা ” :

কার্বন ডাইঅক্সাইডকে জ্বালানিতে পরিণিত করবে, এমনই এক ধরনের কৃত্রিম পাতা আবিস্কার করেছেন বিজ্ঞানীরা। 

শিকাগোর ইলিনয় ইউনিভার্সিটির অধ্যাপক ও গবেষকরা এই অসাধ্য সাধন করেছে। 

তাঁদের গবেষণালব্ধ উদ্ভাবন বলছে , নতুন প্রযুক্তির প্রভাবে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড বিশেষ করে গ্লুকোজ এবং অক্সিজেন সরবরাহ করে। এই পদ্ধতি অনুসরণ করে কৃত্রিম পাতা কিউপ্রাস অক্সাইড বা লাল পাউডার, মিথাইল এবং অক্সিজেন উৎপাদনে সাহায্য করে।

আমেরিকার ওয়াটারলু ইউনিভার্সিটির উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক ও গবেষক ইয়েমিন ইউদ বলেন, এই প্রযুক্তি ১০ শতাংশ কার্যকরী সৌরশক্তি উৎপাদনে সক্ষম।

তাই এই অভিনব পদ্ধতিকেই এখন সালোকসংশ্লেষণের থেকেও গুরুত্ব – পূর্ণ বলে মনে করেছেন বিজ্ঞানীরা। 

কারণ এই আবিষ্কার পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন ঠেকাতে সহায়তা করেছে। তাঁর কথায়, যেহেতু উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের প্রধান দুটি সমস্যা, তাই বিকল্প পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড নির্গমনের মাত্রা প্রতিহত করতেই হবে।

ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ক্যামেরন হেপবার্ন বলেন, এই কৃত্রিম পাতা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমাতে সাহায্য করে। 

যদিও গাছগাছালির সহজাত প্রক্রিয়ায় নিয়ন্ত্রণের ক্ষমতা এই পাতার নেই। কিন্তু বৃক্ষরাজি থেকে নিঃসৃত কার্বন ডাই অক্সাইডকে বেশ খানিকটা শুষে নিতে পারে এই কৃত্রিম পাতা। 

তার থেকেও বড় কথা হল, গাছের পাতার থেকে ১০ গুণ বেশি কার্বন ডাই অক্সাইডকে জ্বালানিতে রূপান্তরে সক্ষম এই পাতা। 

১.৭ মিটার লম্বা ও ০.২ মিটার চওড়া এই পাতা কার্বন ডাই অক্সাইডকে কার্বন মনো অক্সাইড ও অক্সিজেনে রূপান্তরিত করবে।


আরও পড়ুন – হাইব্রিড ও দেশি মাগুর মাছ চেনার উপায়

আরও পড়ুন – হাত ধোয়ার প্রয়োজনীয়তা

বিজ্ঞানীরা এই কৃত্রিম পাতাটি আবিস্কার করেছেন।‌ এই কৃত্রিম পাতাটি বায়ুদূষণ কমাতে সাহায্য করবে। 

তা আমি উপরে এই কৃত্রিম পাতাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। 

আশা করি এই পোস্টটি আপনার অনেক উপকারে আসবে। 

অনেক ধন্যবাদ বায়ুদূষণ কমাবে কৃত্রিম পাতা বিজ্ঞানীদের নতুন আবিষ্কারবিজ্ঞানীদের নতুন কিছু আবিস্কার সম্পর্কিত এই পোস্টটি পড়ার জন্য।

ভালো লাগলে শেয়ার করতে পারেন


পোস্টটি শেয়ার করুন

Leave a Comment