স্টেট আর্কাইভ কলকাতা

স্টেট আর্কাইভ কলকাতা, স্টেট আর্কাইভ

পোস্টটি শেয়ার করুন

স্টেট আর্কাইভ কলকাতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একনাগাড়ে প্রচার চালাচ্ছেন এ রাজ্যে এনআরসি হবে না। তবুও আতঙ্ক যাচ্ছে না।

বিভিন্ন জেলার মানুষেরা এসে ভিড় জমাচ্ছেন ডায়রেক্টরেট অফ স্টেট আর্কাইভ কলকাতা দফতরে।

 বিভিন্ন জেলা থেকে লোক আসছেন দলে দলে। 

 আর এই ভিড় সামাল দিতে অনলাইনে ১৯৫২, ১৯৫৬, ১৯৬১, ১৯৬৬, ১৯৬৮, ১৯৭১, ১৯৭৫ সালের ভোটার তালিকা দেওয়ার উদ্যোগ নিচ্ছে স্টেট আর্কাইভ দফতর। 

সার্টিফাই কপি অফ ভোটার এর কপি পাওয়ার পদ্ধতি প্রসঙ্গে ওই অধিকারিক বলেন, ওই সালগুলির মধ্যে যে ‘ ভোটার লিস্ট ‘ স্টেট আর্কাইভ কলকাতা দফতরে এসেছে সেই তালিকার নামই পাবেন আবেদনকারীরা। 

সার্টিফিকেট দফতরে এসেই নিতে হবে। 

তালিকায় নাম আছে কিনা সেই বিষয়টি অনলাইনেই খুঁজে নিতে পারবেন প্রার্থীরা। একইসঙ্গে সার্টিফাই কপির জন্য আবেদনও অনলাইনে করা যাবে।

 আবেদনের জন্য ফি নেওয়ার বিষয়টি নিয়েও ভাবনাচিন্তা চলছে।

আবেদন করার পর আর্কাইভ দফতরে ২০ – ৩০ দিন সময় নেবে।

সেই সময়ের মধ্যেই সার্টিফিকেট ইস্যু করা হবে। সার্টিফিকেট নেওয়ার সময় লাগবে পাঁচ টাকা এবং ২ টাকা দামের কোর্ট ফি।

এই উদ্যোগ প্রসঙ্গে ওই অধিকারিক বলেন, দফতরে কর্মীসংখ্যা খুব কম। তাই একদিনে ২০ – ৩০ জনের বেশি মানুষকে সার্চিংয়ের সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।

তাই অনলাইনের ব্যবস্থা করা হচ্ছে।

তবে এখন সার্টিফাই কপি অফ ভোটারের আবেদন দফতরে এসে করতে হচ্ছে। তিনি বলেন, স্টেট আর্কাইভ কলকাতা দফতরে এসে ফর্ম নিতে হবে।

আবেদনকারীরা তা পূরণ করে জমা দেবেন।

একইসঙ্গে ২০ টাকা সার্চিং ফিও জমা দিতে হবে। ভোটার তালিকায় নাম আছে কিনা তা জানার জন্যই এই ফি লাগবে। 

আবেদনকারীদেরই ভোটার তালিকায় নাম খুঁজতে হবে। তালিকায় নাম থাকলে সিরিয়াল নম্বর, ফাইল নম্বর লিখে জমা দিতে হবে দফতরে। 

দফতরে সেই ফাইল নম্বর দেখে তা টাইপ করে সার্টিফিকেট প্রস্তুত করবে। 

সার্টিফিকেট প্রস্তুত প্রক্রিয়ার জন্য আবেদনকারীরা ২০ – ৩০ দিনের মধ্যে দফতরে এসে সার্টিফিকেট নেওয়া যাবে। সার্টিফিকেট নেওয়ার দিনে কোর্ট ফি স্ট্যাম্পের সঙ্গে পাঁচ টাকা লাগবে।

প্রতিদিন কতজনকে দেওয়া হয় এই প্রসঙ্গে ওই আধিকারিক বলেন, এজন্য কোনো সরকারি নির্দিষ্ট নিয়ম নেই।

কোনও দিন ২০ টা, কোনও দিন আবার তারও বেশি দেওয়া হচ্ছে। দফতরে কর্মীরা সংখ্যা খুব কম।

তাই গ্রুপ ডি কর্মীদের এই কাজে সহযোগিতার জন্য লাগানো হয়েছে।

আবেদনের সময় আবেদনকারীর ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা আধার কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে।

পাশাপাশি তার ফোটোকপিও লাগতে পারে।

আবেদনকারী নিজে আসতে না পারলে যে আসবেন, তাঁরও এই সমস্ত ডকুমেন্ট সঙ্গে আনতে হবে। বাবা বা মায়ের সার্টিফিকেট নিতে এলে ছেলে বা মেয়ে ভোটার কার্ড সঙ্গে আনবেন।

 দূর সম্পর্কের হলে ডকুমেন্ট এর পাশাপাশি ‘ অথোলাইজ লেটার ‘ আনতে হবে। 

কলকাতা মল্লিকবাজার সংলগ্ন কলামন্দিরের বিপরীত দিকে অর্থাৎ শেক্সপিয়ার সারণিতে ডায়রেক্টরেট অফ স্টেট আর্কাইভ এর দফতরে এসে আবেদন জমা দেওয়া ও সার্টিফিকেট পাবেন আবেদনকারীরা। 

প্রয়োজনীয় তথ্যের জন্য ২২৪১১০৪৪ / ২২৪১৩৯৬৬ / ২২১৪১৩৩৯ / ২২৮১০০৬১ অথবা [email protected] – এর মাধ্যমে অথবা https://wbsadte.gov.in ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন – ভারতের জাতীয় জিনিসের নাম 

আশা করি এই পোস্টটি আপনার অনেক উপকারে এসেছে।

অনেক ধন্যবাদ পড়ার জন্য।

উপকারে আসলে শেয়ার করতে ভুলবেন না।


পোস্টটি শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *