Class 1 Model Activity Task 2021

Class 1 Model Activity Task 2021

পোস্টটি শেয়ার করুন

Class 1 Model Activity Task 2021 / Model Activity Task Class 1 Answer 2021

তোমরা যারা ক্লাস ১ এ পড়াশুনা করছো , তোমাদের জন্য এই বছর অর্থাৎ ( ২০২১ সাল ) জন্য Model Activity Task দেওয়া হয়েছে।  

তোমার ঘরে বসে এই Model Activity Task এর উত্তর গুলো তৈরি করো।  

বিঃদ্রঃ – অবশ্যই তোমরা আগে নিজেরা চেষ্টা করবে। কোনো প্রশ্ন যদি বুঝতে না পারো আমাদের কমেন্ট করে জানাতে পারো।  

সংযোগ স্থাপনে সক্ষমতা / Ability To Communicate / প্রথম শ্রেণী 

১ ) ক ) ঋ – খুঁজে গোল করো। 

উত্তর – ঋণ , ঋষি । 

খ ) বেছে নিয়ে ছবির নাম লেখো।  

উত্তর – ফুল , বল।  

গ ) কারা আম পারতে যেতে চান ? 

উত্তর – 

২ ) a ) Write small letters beside the Capital letter.

উত্তর – M – m , R – r , T – t , Y – y ,

b ) Write the name of any three colours.

উত্তর – White, Green, Black. 

৩ ) ক ) গুনে নিয়ে সংখ্যা ইংরেজিতে ও বাংলায় লেখো।  

উত্তর – 4 – ৪ , 5 – ৫ 

খ ) সবচেয়ে বড়ো ও সবচেয়ে ছোটোটি বেছে লেখো।  

উত্তর – ৯ , ০ 

গ ) বাড়লে যোগ না বিয়োগ করা হয় লেখো।  

উত্তর – যোগ করা হয়।  

৪ ) ক ) কথা বানিয়ে লেখো।  

উত্তর – দোকান , চক , ডালিম।  

খ ) Grass is green. 

উত্তর – 

গ ) একটি গাছে ৫ টি পাখি বসেছে।  আরও ৩ টি উড়ে এসে বসলো।  বাড়লো না কমলো ? কটা হলো লেখো।  

উত্তর – বাড়লো , ৮ টি পাখি হলো।  

সমন্বয় বা সম্পর্ক স্থাপনে সক্ষমতা / Ability To Correlate / প্রথম শ্রেণী 

১ ) ক ) Write any one or word with following the letter.

উত্তর – a – apple, b-ball, m – man. 

খ ) ডান ও বাম দিক মেলাও। সেটি দিয়ে একটি কথা লেখো।  

উত্তর – দাদা – আ, চুন – উ, দৌড় – ঔ ( কাপড়, কুল , গৌড় )

গ ) বড়ো থেকে ছোট সাজাও।  

উত্তর – ৭, ৪, ৩, ১।  ৯, ৮, ৫, ২। 

২ ) ক ) ফাঁকা ঘর পূরণ করো।  

উত্তর – ৫ = ৫, ৪ + ৩ = ৭, 

খ ) যে কোনো ৪ টি ইংরেজি সংখ্যা লেখো।  

উত্তর – 6, 5, 4, 3, 2, 1

গ ) কী কী যোগ করে ৫৪ বানাবে লেখো। 

উত্তর – ৪ = ১ + ৩, ৫ = ৪ + ১, ৫ = ৩ + ২

৩ ) ক ) Circle the letter with begining sound of the things the Pictures.

উত্তর – u, t 

খ ) Write capital letter beside small letter.

উত্তর – q – Q, r – R, d – D

গ ) শ্রেণী ঘরে থাকে না এমন কথাগুলো কাটো। 

উত্তর – Tree, Phone 

৪ ) ক ) মা দিয়ে দুটি কথা লেখো। 

উত্তর – মা – মালা , মা – মামা , মা – মাঠ 

খ ) দুটি নতুন কথা বানাও।  

উত্তর – কাঠি , বল , ইট 

গ ) ঐ – কার বসিয়ে একটি কথা লেখো।  

উত্তর – বৈরাগী , চৈতালী 

সমস্যা সমাধানে সক্ষমতা / Ability In Problem Solving 

১ ) ক ) তোমার কাছে ৪ টাকা ছিল।  তোমার বাবা তোমাকে ৫ টাকা দিলেন।  তোমার এখন কত টাকা হলো ? 

উত্তর – সব মিলে ৪ + ৫ = ৯ টাকা হলো। 

খ ) তালিকাটিতে ঠিক থাকলে রাইট চিহ্ন দাও, ভুল থাকলে ক্রস চিহ্ন দাও।  

উত্তর – বল –  চারকোনা ( ভুল ) , নিমকি – তিনকোনা ( ঠিক )

গ ) বাড়িতে ৮ টি ডিম ছিল।  আজ ৩ টি খাওয়া হলো।  কটি ডিম রইলো ? কোনটি ঠিক তার পশে রাইট চিহ্ন দাও। 

উত্তর – কমলো (  ঠিক ), বিয়োগ করবো ( ঠিক ) 

২ ) ক ) Circle all the ‘e’. Box all the ‘N’.

উত্তর – a, B, N, m – N ( Box ). r, N, d, b, e – N ( Box )- e ( Circle ). e, p, r, s, t – e ( Circle )

খ ) Pick and write words with same sound.

উত্তর – Van – fan – man, rat – cat – mat, ox – fox – box 

গ ) Fill in the blank to make sentence.

উত্তর – I read in class v.

৩ ) ক ) পড়ো ও জুড়ে জুড়ে কথা বানাও।  

উত্তর – আমাদের ইউটুবে ভিডিওটি দেখো। 

খ ) দাগ দিয়ে মেলাও।  

উত্তর – ঈ – ী, ঋ – ৃ , ও – ো 

৪ ) ক ) বেশি থেকে ও কম থেকে বেশি লেখো।  

উত্তর – ৬ – ৫- ৪ – ৩ , ৭ – ৬ – ৫ – ৪ 

খ ) দাগ দিয়া অংশ মিলিয়ে লেখো।  

উত্তর – এই বই পড়।  ঐ ঝড় এল।  

গ ) Write a sentence with the words.

উত্তর – That is sky. This is book. 

( Part – 2 ) সংযোগ স্থাপনে সক্ষমতা / Ability To Communicate / প্রথম শ্রেণী

১ ) ক ) বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো।  

উত্তর – ঢাকনা, ডালিম, দোকান।

খ ) শূন্য স্থানে বর্ণ বসিয়ে শব্দ লেখো।  

উত্তর – পীড়া, পান, পথ, পূজা, পিসি।  

গ ) শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও। 

উত্তর – Leaf is green. Lemon is yellow. 

২ ) ক ) গুনে নিয়ে সংখ্যায় বাংলা ও ইংরেজিতে লেখো।  

উত্তর – ৩ – 3, ৫ – 5 

খ ) কোন সংখ্যাটি সবচেয়ে ছোট ও কোন সংখ্যাটি সবচেয়ে বড়ো বাংলা ও ইংরেজিতে লেখো।  

উত্তর – ৫, ৪, ৮, ৬, ৭ – সবচেয়ে ছোট – ৪, সবচেয়ে বড়ো – ৮।  ৭, ৬, ৮, ৪, ৫ – সবচেয়ে ছোট – ৪, সবচেয়ে বড়ো – ৮। ৭, ৪, ৬, ৩, ৫ – সবচেয়ে ছোট – ৩, সবচেয়ে বড়ো – ৭। 

( Part – 2 )সমন্বয় স্থাপনে সক্ষমতা / Ability To Correlate / প্রথম শ্রেণী 

১) ক ) Write the missing letters :

উত্তর – J – K – L – M – N

খ ) উত্তর – দিদি – ি – গদি, দাদা – া – সাদা, ছোট – ো – বড়ো। 

গ ) Match capital letters with small letters :

উত্তর – L – l, T – t, B – b, M – m

২ ) ছোট সংখ্যা থেকে বড়ো সংখ্যা সাজাও। 

উত্তর – ৩ < ৪ < ৫ < ৬ < ৭ < ৮, ৪ < ৫ < ৬ < ৭ < ৮ < ৯, ৩ < ৪ < ৫ < ৬ < ৭ < ৮.

গ ) Which things given below are not found at home?

উত্তর – Blackboard, chalk 

( Part – 2 ) সমস্যা সমাধানে সক্ষমতা / Ability In Problem Solving

১ ) ক ) Choose words from the list and write beside the words with same sound.

উত্তর – Hut – But, Cat – fat – mat, Tin – bin – in

খ ) শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ বানিয়ে লেখো। 

উত্তর – মাছ, চিঠি 

২ ) ক ) গুনে দেখো ও লেখো।  

উত্তর – ৬ + ২ = ৮, ৬ + ৩ = ৯

খ ) Join words to make a sentence.

উত্তর – This is a girl. That is a star.

গ ) Find the words and circle them :

উত্তর – zebra, apple, ball, pen, table

তোমরা যদি ক্লাস 1 এর Model Activity Task টি নিজের মোবাইলে ডাউনলোড করতে চাও।  তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও।  


আরও দেখো –

Wbbse Model Activity Task Answer 2021


তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো।  আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।  

আমি এই পোস্টটিতে তোমার সাথে শেয়ার করেছি –  Class 1 Model Activity Task, Model Activity Task Class 1, Model Activity Task Class 1 Answer and question with pdf.

আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে। 

এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *