Class 10 Model Activity Task 2022 History Part 1 ( January ) | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 10 ইতিহাস উত্তর জানুয়ারী পার্ট ১ | Model Activity Task Class 10 2022 History Part 1 Answer ( January ) |
তোমরা যারা ক্লাস 10 এ পড়াশুনা করছো , তোমাদের জন্য এই বছর অর্থাৎ জানুয়ারী মাসে যে নতুন ( 2022 সাল ) Model Activity Task দেওয়া হয়েছে। তার সমস্ত উত্তর এখান থেকে দেখে নাও ।
Class 10 All Subject 2022 [ January ] | Answer Pdf |
Model Activity Task Class 10 2022 History Part 1 Answer ( January )
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দশম শ্রেণী
ইতিহাস
পূর্ণমান – ২০
১ ) শূন্যস্থান পূরণ করো ।
ক ) সোমপ্রকাশ ছিল ______ পত্রিকা ।
উঃ – সাপ্তাহিক ।
খ ) বেঙ্গল গেজেট নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন _______ ।
উঃ – জেমস অগাস্টাস হিকি ।
গ ) মোহনবাগান আই এফ এ শিল্ড জিতেছিল _________ খ্রিস্টাব্দে ।
উঃ – ১৯১১ ।
ঘ ) জীবনের ঝরাপাতা হল একটি ________ ।
উঃ – আত্মজীবনী ।
২ ) ঠিক ভুল নির্ণয় করো ।
ক ) ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাস চর্চার বিষয় ।
উঃ – ভুল ।
খ ) সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে ।
উঃ – ঠিক ।
গ ) সরকারি গুরুত্বপূর্ণ নথি পত্র মহাফেজখানায় সংরক্ষিত থাকে ।
উঃ – ঠিক ।
ঘ ) সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো ও বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পারিক সম্পর্কের ওপর জোর দেয় ।
উঃ – ঠিক ।
আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে –
Class 10 Geography Answer 2022
৩ ) স্তম্ভ মেলাও ।
সোমপ্রকাশ | দ্বারকানাথ বিদ্যাভূষণ |
বঙ্গদর্শন | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
সত্তর বৎসর | বিপিন চন্দ্র পাল |
জীবনস্মৃতি | রবীন্দ্রনাথ ঠাকুর |
৪ ) দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও ।
ক ) সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি ?
১ ) সাময়িক পত্র নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত পত্রিকা । কিন্তু সংবাদপত্র দৈনিক বা প্রত্যহ প্রকাশিত পত্রিকা ।
২ ) সাময়িক পত্র প্রকাশিত হয় দামি কাগজে । কিন্তু সংবাদপত্র প্রকাশিত হয়ে থাকে তুলনামূলক সস্তা দামের কাগজে ।
৩ ) সংবাদপত্রের উপশিরোনাম থাকে না কিন্তু সাময়িক পত্রিকা উপশিরোনাম থাকে ।
খ ) স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি ?
উঃ – স্থানীয় ইতিহাস চর্চার দ্বারা –
স্থানীয় অঞ্চলের সমাজ, অর্থনীতি, শিল্পকলা প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় ।জাতীয় ইতিহাস চর্চার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান পাওয়া যায় । আঞ্চলিক ইতিহাসের মাধ্যমেই জাতীয় ইতিহাস’ পূর্ণাঙ্গ রূপ নিতে পারে ।
গ ) ইন্দিরা কে চিঠি লেখার উদ্দেশ্য কি ছিল নেহেরুর ?
উঃ – নেহেরুর ইন্দিরা কে চিঠি লেখার প্রধান উদ্দেশ্য গুলি ছিল –
ভারতের অর্থনৈতিক বৈষম্য, খাদ্য সংকট, গরিবি প্রভৃতি বিভিন্ন দিক এবং তার কারণ তুলে ধরা ।বুদ্ধি কিভাবে মানুষকে অন্যান্য প্রাণীদের চেয়ে চতুর ও শক্তিশালী করে তুলল ।
কিভাবে ধর্ম বিশ্বাসের প্রচলন হলো, প্রাচীনকালের কিভাবে সমাজ, সভ্যতা, রাজতন্ত্র রাষ্ট্রের প্রতিষ্ঠা হল প্রভৃতি সহজ ভাবে তিনি ইন্দিরা গান্ধীকে এই পত্রের মাধ্যমে তুলে ধরেন ।
ঘ ) ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয় ?
উঃ – ফটোগ্রাফ বিভিন্নভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয় যেমন -ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনার একেবারে অবিকল তথ্য জানা যায় ফটোগ্রাফ থেকে ।
প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত সমাজ-সংস্কৃতি ও শিল্পচর্চাগত একাধিক বিবর্তনের পুঙ্খানুপুঙ্খ তথ্য ফটোগ্রাফের সাহায্যে নির্ধারণ করা যায় ।
আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে –
Class 10 Life Science Answer 2022
Class 10 Physical Science Answer 2022
Class 10 History 2022 Part 1 Answer | Class 10 History January Answer | Class 10 Model Activity Task History 2022 | Class 10 History January 2022 |
তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো। আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।
Class 10 Model Activity Task 2022 History Part 1 ( January ) | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 10 ইতিহাস উত্তর জানুয়ারী পার্ট ১ | Model Activity Task Class 10 2022 History Part 1 Answer ( January ) |
আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে।
এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।