Class 10 Model Activity Task Physical Science 2021

পোস্টটি শেয়ার করুন

Class 10 Model Activity Task Physical Science 2021 Part 7 [ 4th Part 2021 ] |Model Activity Task Class 10 Physical Science Part 4 Part 5 Part 6 Part 7 | মডেল আক্টিভিটি টাস্ক Class 10 ভৌতবিজ্ঞান উত্তর |

তোমরা যারা ক্লাস 10 এ পড়াশুনা করছো , তোমাদের জন্য এই বছর অর্থাৎ অক্টোবর মাসে যে ভৌতবিজ্ঞানের নতুন ( ২০২১ সাল ) Model Activity Task দেওয়া হয়েছে। তার সমস্ত উত্তর এখান থেকে দেখে নাও ।

Class 10 Life Science Part 7Answer Click
Class 10 All Subject All Part Part 7Answer Pdf

[ 4th Part ] Model Activity Task Class 10 Physical Science Part 7 October

Class 10 Model Activity Task Physical Science Part 7

১ ) ঠিক উত্তর নির্বাচন করো । 

১.১ ) আধানের SI একক হল – 

উঃ – ঘ ) কুলম্ব । 

১.২ ) ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের – 

উঃ – খ ) চার গুণ হবে । 

১.৩ ) গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্যে মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে – 

উঃ – ঘ ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই । 

২ ) নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো । 

২.১ ) স্থির উষ্ণতায় নাইট্রোজেন সাপেক্ষে কোন গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেন সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি । 

উঃ – মিথ্যা । 

২.২ ) ধাতুর তড়িৎ পরিবহনের ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্যর গলিত অবস্থার তড়িৎ পরিবাহিতার চেয়ে কম । 

উঃ – মিথ্যা । 

২.৩ ) কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তড়িৎদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবণে কিউপ্রিক আয়নের গাড়ত্ব একই থাকে । 

উঃ – সত্য । 

৩ ) সংক্ষিপ্ত উত্তর দাও । 

৩.১ ) লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটিকে প্রকাশ করো । 

উঃ – নিচের ছবি থেকে উত্তরটি দেখে নাও – 

Model Activity Task Class 10 Physical Science Part 7 October

৩.২ ) ইলেকট্রিক ফিউজ কিভাবে কাজ করে ? 

উঃ – ইলেকট্রিক ফিউজ এর কার্যনীতি – ইলেকট্রিক ফিউজকে বৈদ্যুতিক লাইনের লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় । ফিউজ তারের গলনাঙ্ক কম এবং রোদ বেশি হওয়ায় তার একটি নির্দিষ্ট মানের বেশি প্রবাহমাত্রা সহ্য করতে পারেনা । কোন কারনে বৈদ্যুতিক লাইনে তড়িৎপ্রবাহ হঠাৎ খুব বেড়ে গেলে বা লাইনে শর্ট-সার্কিট হলে ফিউজ তারটি গলে গিয়ে বর্তনী ছিন্ন করে দেয় । এতে দুর্ঘটনা ঘটতে পারে না । 

৩.৩ ) একটি বাল্বের গায়ে লেখা আছে 220V – 100W ।  এর অর্থ ব্যাখ্যা করো

উঃ – একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে ‘ 220V – 100W ‘ লেখা থেকে জানা যায়,বাল্বটিকে 220 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট বৈদ্যুতিক লাইনে যোগ করলে বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে এবং ওই অবস্থায় বাল্বটির উজ্জ্বাল্য সর্বাধিক হবে । 

৩.৪ ) একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যর সংকেত লেখ । 

উঃ –  একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য – NaOH

একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য – CH3COOH

৪ ) নিচের প্রশ্নগুলির উত্তর দাও । 

৪.১ ) শক্তির নিত্যতা সূত্ররুপে লেঞ্জের সূত্র এর ব্যাখ্যা দাও । 

উঃ – শক্তির নিত্যতা সূত্ররুপে লেঞ্জের সূত্র – একটি দন্ডচুম্বকের N মেরুকে একটি বদ্ধকুন্ডলীর দিকে গতিশীল করলে, লেঞ্জের সূত্র অনুসারে কুন্ডলীতে আবিষ্ট প্রবাহমাত্রা দন্ডচুম্বকের N মেরুর গতিকে বাধা দেবে অর্থাৎ বিকর্ষণ করবে । তাই বলা যায় কুন্ডলীর যে তলে চুম্বকের  N মেরু আছে ওই তলেই N মেরুর সৃষ্টি হয় । সমমেরুর মধ্যে বিকর্ষণ বাধা অতিক্রম করে দন্ডচুম্বকটিকে গতিশীল রাতে বাইরে থেকে যে যান্ত্রিক কার্য করতে হয় সেটিই ওই বদ্ধকুন্ডলীর বর্তনীতে তড়িৎ শক্তি উৎপন্ন করে । অর্থাৎ এ ক্ষেত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় । 

সুতরাং লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্র হিসাবেই ভাবা যেতে পারে । 

৪.২ ) লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5g হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50%  বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় করো । ( Zn – 65.5, O – 16, S – 32, H – 1 ) 

উঃ – নিচের ছবি থেকে উত্তরটি দেখে নাও – 

4th Part Class 10 Model Activity Task Physical Science

আরও দেখো নিচের লিঙ্কে (Task Answer ) ক্লিক করে –

Class 10 Bengali Part 7Task Answer
Class 10 Geography Part 7Task Answer
Class 10 History Part 7Task Answer

Class 10 Physical Science Part 7 Answers | Class 10 Physical Science October Answers | 4th Part Class 10 Model Activity Task Physical Science 2021 | Class 10 Physical Science 4th Part October 2021 |

[ 3rd Part ] Model Activity Task Class 10 Physical Science Part 6 September

১ ) ঠিক উত্তর নির্বাচন করো । 

১.১ ) যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে ২ তার গ্রাম আণবিক গুরুত্ব হলো – 

উঃ – ঘ ) 64 g / mol

১.২ ) গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় – 

উঃ – খ ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে । 

১.৩ ) 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হল – 

উঃ – গ ) 2 ওহম । 

২ ) একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও । 

২.১ ) কোন বস্তুতে সোনার প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয় ? 

উঃ – পটাশিয়াম আরোসায়ানাইড । 

২.২ ) কিলোওয়াট ( KW ) ও কিলোওয়াট ( kwh ) ঘন্টার মধ্যে কোনটি ক্ষমতার একক ? 

উঃ – কিলোওয়াট ( KW ) 

২.৩ ) DC অপেক্ষা AC র একটি ব্যবহারিক সুবিধা লেখ । 

উঃ – অনেক কম শক্তি ক্ষয় হয় এবং অনেক কম খরচে পরবর্তী প্রবাহকে ( AC ) অনেক দূরবর্তী স্থানে প্রেরিত করা যায় । 

৩ ) সংক্ষিপ্ত উত্তর দাও । 

৩.১ ) ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখ । 

উঃ – ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি হল – বামহস্তের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে । 

৩.২ ) 50g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো ( Ca = 40, C = 12, O = 16 ) 

উঃ – নিচের ছবি থেকে উত্তরটি দেখে নাও – 

Class 10 Model Activity Task Physical Science Part 6

৪ ) নিচের প্রশ্নটির উত্তর দাও । 

৪.১ ) দুটি ধাতব তারের দৈর্ঘ্যর অনুপাত 2 : 1, ব্যাসার্ধের অনুপাত 1 : 2 এবং রোধাঙ্ক এর অনুপাত 3 : 4 হলে তার দুটি রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করো ।  

উঃ – নিচের ছবি থেকে উত্তরটি দেখে নাও –

মডেল আক্টিভিটি টাস্ক Class 10 ভৌতবিজ্ঞান উত্তর Part 6
Model Activity Task Class 10 Physical Science Part 6

Class 10 Model Activity Task Physical Science Part 6 | Model Activity Task Class 10 Physical Science Part 6 | মডেল আক্টিভিটি টাস্ক Class 10 ভৌতবিজ্ঞান উত্তর Part 6 |

Class 10 Model Activity Task Physical Science 2021 Part 5

১ ) ঠিক উত্তর নির্বাচন করো

১.১ ) যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হল – 

উঃ – ঘ ) অ্যাসেটিক অ্যাসিড। 

১.২ ) আমোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হল –

উঃ – ঘ ) CaO

১.৩ ) তাপ পরিবাহিতাঙ্কের SI একক হল –

উঃ – গ ) Wm-1k-1

২ ) নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা তা নিরূপণ করো

২.১ ) তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন। 

উঃ – মিথ্যা। 

২.২ ) ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য। 

উঃ – সত্য। 

২.৩ )  দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের এককে দৈর্ঘ্যর একক নেই –

উঃ – সত্য।  

৩ ) সংক্ষিপ্ত উত্তর দাও 

৩.১ ) ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো ( Ca = 40 ) 

উঃ – CaCO3 এর গ্রাম আণবিক ভর 

= [ 40 + 12 + ( 16 গুণ 3 ) ] g

= [ 40 + 12 + 48 ] g

= 100 g

Ca এর গ্রাম আণবিক ভর = 40 g

100 g CaCO3 এর মধ্যে Ca এর পরিমাণ 40 g

সুতরাং ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ 40 %

৩.২ ) আমোনিয়া সালফার ট্রাই অক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ চূর্ণ আকারে রাখা হয় কেন ?

উঃ – অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে হেবার পদ্ধতিতে অ্যালুমিনা ও K20 মিশ্রিত আয়রন চূর্ণ এবং সালফার ট্রাই অক্সাইড এর শিল্প উৎপাদনে আসবেস্টস বা সিলিকা জেলের ওপর বসানো প্লাটিনাম চূর্ণ বা V205 অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়। 

উভয় শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ চূর্ণ আকারে রাখা হয় কারণ – 

i ) অনুঘটকগুলি চূর্ণীকৃত অবস্থায় ব্যবহার করলে অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় ফলে বেশি সংখ্যক বিক্রিয়ক অনু বা পরমাণু অধিশোষিত হওয়ার সুযোগ পায়। 

ii ) বিক্রিয়ার কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে বিক্রিয়ার হার তথা উৎপাদন হার বাড়তে থাকে। 

৪ ) নীচের প্রশ্নটির উত্তর দাও 

৪.১ ) একটি তড়িৎকোষের তড়িৎচালক বল 10 V ও অভ্যন্তরীণ রোধ 2 ওহম।  তড়িৎ কোষটিকে.8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো। রোধকটিকে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো। 

উঃ – নিচের ছবি থেকে উত্তরটি দেখে নাও – 

class 10 model activity task physical science part

Class 10 Physical Science Part 5 Answers | Class 10 Physical Science August Answers | 2nd Part Class 10 Model Activity Task Physical Science 2021 | Class 10 Physical Science 2nd Part August 2021 |

Class 10 Model Activity Task Physical Science Part 1

নিচের প্রশ্নগুলির উত্তর লেখো : 

১ ) মাত্রীয় বিশ্লেষণ থেকে ‘ R ‘ এর একক কি হওয়া উচিত তা নির্ণয় করো। 

উত্তর – নিচের ছবি থেকে উত্তরটি দেখে নাও।

২ ) STP তে একটি গ্যাসের 112 mL আয়তনের ভর 0.22 g ।  ঐ নমুনায় কটি অণু আছে  ? গ্যাসটির মোলার ভর কত ?

উত্তর – নিচের ছবি থেকে উত্তরটি দেখে নাও।

Class 10 Model Activity Task Physical Science Part 1

৩ ) প্রধানত কি কি কারনে বাস্তব গ্যাস গুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয় ?

উত্তর – গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাস অণুগুলি বিন্দু ভর এবং তাদের মোট আয়তন গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য।  কিন্তু বাস্তবে সামান্যতম হলেও অনুগুলির আয়তন আছে।  শুধুমাত্র এই ধারণা খুব উষ্ণতা নিম্নচাপের ক্ষেত্রে প্রযোজ্য হলেও অন্য ক্ষেত্রে সঠিক নয়। 

৪ ) দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন ? বিবর্ধক কাচ রূপে ব্যবহার করতে হলে বস্তুকে উত্তল লেন্স সাপেক্ষে কোথায় রাখতে হবে ?

উত্তর – রালির বিক্ষেপণ সূত্র অনুযায়ী আলোর তীব্রতা তরঙ্গ দৈর্ঘ্যর চতুর্ঘাতের ব্যস্তনুপাতিক।  অর্থাৎ যে আলোর তরঙ্গদৈর্ঘ্য কম সেই আলোর বিক্ষেপণ বেশি।  বেগুনি এবং নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, বিক্ষেপণ বেশি হয় সুতরাং রালির সূত্র অনুযায়ী আকাশকে বেগুনি দেখার কথা ছিল কিন্তু বেগুনী ও নীল আলোর মধ্যে মানুষের চোখ নীল বর্ণের প্রতি আকর্ষিত হয় ফলে আকাশকে নীল দেখায়। 

বিবর্ধক কাচ রূপে ব্যবহার করতে হলে বস্তুকে উত্তল লেন্স সাপেক্ষে আলোক কেন্দ্র ও ফোকাস দৈর্ঘ্যের মাঝখানে বস্তুকে রাখতে হবে। 

৫ ) পর্যায় সারণিতে গ্রুপ 1 ভুক্ত মৌলদের ধাতু বলা হয় কেন ? একটি ইউরেনিয়াম উত্তর মৌলের চিহ্ন      লেখো। 

উত্তর – গ্রুপ 1 মৌলগুলির মধ্যে H ও  Fr বাদে বাকি মৌলগুলি তীব্র তড়িৎ ধনাত্মক এবং এদের অক্সাইড গুলো তীব্র ক্ষারীয়। তাই এই ধাতুগুলিকে ক্ষার ধাতু বলে। 

NP ( নেপচুনিয়াম ) 

Class 10 Model Activity Task Physical Science Part 2

নিচের প্রশ্নগুলির উত্তর লেখো : 

১ ) ‘ M ‘ রাশির একক কি হবে তা মাত্রীয় বিশ্লেষণ করে দেখাও। 

উত্তর –  নিচের ছবি থেকে উত্তরটি দেখে নাও।

Class 10 Model Activity Task Physical Science Part 2

২ ) গ্রীন হাউস এফেক্টের কারণ ব্যাখ্যা করো। 

উত্তর – যে প্রাকৃতিক প্রক্রিয়া সাহায্যে বায়ুমন্ডলে উপস্থিত কয়েকটি পদার্থ ( যেমন – Co2, CH4, CFC, N2O, O3 ) পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত হয়ে তাদের একাংশ মহাশূন্যে ফিরে যেতে না দিয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমন্ডলকে উত্তপ্ত রাখে তাকে গ্রীন হাউস এফেক্ট বলে।  

গ্রীন হাউস এফেক্টের কারণ – 

i ) ক্রমাগত অরণ্য নিধনের ফলে উদ্ভিদ দ্বারা কার্বন-ডাই-অক্সাইড শোষণ এর পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে।  এর ফলে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। 

ii ) বায়ুমন্ডলে কল কারখানা ও মোটর গাড়িতে জীবাশ্ম জ্বালানির দহনের ফলে। 

iii ) সিমেন্ট উৎপাদন শিল্পে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে বায়ুতে মেশে। 

৩ ) কাঁচের আলো আপতিত হলেও নির্গমনের সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না কেন ?

উত্তর – মনে করি একটি আয়তকার কাঁচের স্ল্যাব PQRS এর PQ পাশে সাদা আলো আপতিত হল।  এই আলো অসংখ্য রশ্মির সমষ্টি। সাদা আলোর সাতটি বর্ণের জন্য কাচের প্রতিসরাঙ্ক আলাদা হওয়া PQ বিভেদতলে প্রতিটি রশ্মির বিচ্ছুরণ হবে।  এখন কাচের স্ল্যাবটি আয়তকার হওয়ায় এই বর্ণালীগুলি স্ল্যাবের অপর পাশ দিয়ে নির্গত হওয়ার সময় একে অন্যের ওপর সমপতিত হয়ে পুনরায় সাদা আলো গঠন করে। 

কেবলমাত্র একেবারে দুই প্রান্তের একদিকে লাল ও অপরদিকে বেগুনি বর্ণের আলো প্রতিসৃত হয়।  যার পরিমাণ প্রতিসৃত সাদা আলোর তুলনায় নগন্য।  তাই কাঁচের স্ল্যাবে আলো বর্ণালীতে বিভক্ত হয় না।

৪ ) আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটির চেয়ে সংকেত ওজন কথাটি ব্যবহার যুক্তিযুক্ত কেন ?

উত্তর – একটি আয়নীয় যৌগের কেলাস অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন দ্বারা গঠিত একটি সুস্থিত নিমার্ত্রিক আকারবিশিষ্ট হওয়ায় আয়নীয় যৌগে কোন অণুর অস্তিত্ব থাকে না।  তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটির চেয়ে সংকেত ওজন কথাটি ব্যবহার করা যুক্তিযুক্ত। 


তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো।  আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।  

Class 10 Model Activity Task Physical Science 2021 Part 7 [ 4th Part 2021 ] |Model Activity Task Class 10 Physical Science Part 4 Part 5 Part 6 Part 7 | মডেল আক্টিভিটি টাস্ক Class 10 ভৌতবিজ্ঞান উত্তর |

আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে। 

এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

1 thought on “Class 10 Model Activity Task Physical Science 2021”

Leave a Comment