Class 7 Model Activity Task 2022 Bengali Part 1 ( January )

পোস্টটি শেয়ার করুন

Class 7 Model Activity Task 2022 Bengali Part 1 ( January ) | Class 7 মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা উত্তর জানুয়ারী পাট ১ ২০২২ | Model Activity Task Class 7 Bengali Answer 2022 Part 1 ( January )

জানুয়ারী মাসে ক্লাস ৭ বাংলার যে নতুন ( ২০২২ সাল ) Model Activity Task দেওয়া হয়েছে। তার সমস্ত উত্তর এখান থেকে দেখে নাও ।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
সপ্তম শ্রেণী
বাংলা ( জানুয়ারী ২০২২ )
পূর্ণমান – ২০

Model Activity Task Class 7 Bengali Part 1 January 2022

১ ) ঠিক উত্তর বেছে নিয়ে লেখো । 

১.১ ) ছন্দে বাঁধা – 

উঃ – খ ) রাত্রি – দিন । 

১.২ ) জীবন হবে – 

উঃ – ঘ ) পদ্যময় । 

১.৩ ) দিন দুপুরে ________ ডাকে । 

উঃ – খ ) পাখির । 

২ ) নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও । 

২.১ ) ‘ ছন্দে শুধু কান রাখো ‘ কবিতায় কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন ? 

উঃ – ‘ ছন্দে শুধু কান রাখো ‘ কবিতায় কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন । 

২.২ ) ‘ শব্দ শোনা যায় নাকো  । ‘ – কখন ছন্দ শোনা যায় না ? 

উঃ – কবি বলেছেন সমস্ত ঝগড়া-দ্বন্দ্ব ভুলে ছন্দের প্রতি মন দিতে হবে । মন না দিলে ছন্দ শোনা যায় না । 

২.৩ ) ‘ কেউ লেখেনি আর কোথাও । ‘ – কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন ? 

উঃ – মনের মধ্যে যদি নদীর স্রোতের ছন্দ শুনতে পাওয়া যায়, তাহলে বোঝা যাবে সেরকম অপরূপ ছন্দ আর কোথাও লেখা হয়নি । এই প্রসঙ্গেই কবি কথাটি বলেছেন । 

আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে –

Class 7 Poribesh Task Answer 2022

Class 7 History Task Answer 2022

৩ ) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও । 

৩.১ ) ‘ মনের মাঝে জমবে মজা । ‘ – মনের মধ্যে কিভাবে মজা জমে ওঠে ? 

উঃ – পৃথিবীর সবকিছুই ছন্দময় । ঝড় বৃষ্টি, পাখির ডাক, জ্যোৎস্না কিংবা নদীর স্রোতে যেমন ছন্দ আছে, ঠিক সেই রকমই মটরের চাকায়, রেলগাড়ি কিংবা নৌকো জাহাজের চলায়, ঘড়ির কাঁটা তেও ছন্দ রয়েছে । এই ছন্দ বোঝার জন্য আমাদের সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে মন দিয়ে শুনতে হবে । কান পেতে আর মন দিয়ে ছন্দ ও সুর শুনে জীবন ও পৃথিবীকে চিনলে মনের মধ্যে মজা জমে ওঠে । 

৩.২ ) ‘ পদ্য লেখা সহজ নয় ‘ – পদ্ম লেখা কখন কঠিন হয়ে ওঠে ? 

উঃ – মন্দ কথায় কান না দিয়ে ঝগড়া বিবাদ ভুলে কান পাতলে আর মন দিয়ে শুনলে পৃথিবীর প্রতিটি জিনিসের মধ্যে যে ছন্দ রয়েছে তা অনুভব করা যাবে । তবেই পৃথিবীর ছন্দময় রূপ জানা সম্ভব । তাই কবি মনে করেছেন, যদি কেউ এই ছন্দে কান না দেয়, তখন তার পক্ষে পদ্য লেখা কঠিন হয়ে উঠবে । 

৩.৩ ) ‘ চিনবে তার ভুবনটাকে ‘ – কিভাবে ভুবনকে চেনা সম্ভব হবে ? 

উঃ – পৃথিবীর সবকিছুর মধ্যে থাকা ছন্দ যারা কান পেতে আর মন দিয়ে শুনবে, তারাই এই ছন্দের সাহায্যে জগৎ ও জীবনের সব কিছুকে বুঝতে ও অনুভব করতে পারবে । এভাবেই তারা ভুবনটাকে চিনতে পারবে । 

৪ ) নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখ । 

প্রশ্ন – ‘ কিছুটা নয় ছন্দহীন ।’ – ‘ ছন্দে শুধু কান রাখো ‘ কবিতায় কবি সমস্ত কিছুর মধ্যে কিভাবে ছন্দের সন্ধান পেয়েছেন তা বিশ্লেষণ করো । 

উত্তর – কবি অজিত দত্ত ‘ ছন্দে শুধু কান রাখো ‘ কবিতায় মন্দ কথায় কান না দিয়ে ছন্দে শুধু মন দিতে বলেছেন । এই পৃথিবীর সবকিছুই ছন্দময় । ঝড়-বৃষ্টিতে, জ্যোৎস্নায়, দিনেদুপুরে পাখির ডাকে, গভীর রাতে ঝিঝির শব্দে, নদীর স্রোতে, মটরের চাকায়, রেলগাড়ির ছুটে চলায়, নৌকা জাহাজের ভেসে চলায় কিংবা ঘড়ির কাঁটার ঘোরাতে, দিনরাত্রির আবর্তনে সর্বত্র কবি সেই ছন্দের গভীর প্রভাব লক্ষ্য করেছেন । কবি অনুভবে জীবনের সব কিছুর মধ্যেই সেই ছন্দ ধরা পড়েছে । তার মতে ছন্দের প্রতি অনুরাগী হয়ে উঠলে সমগ্র জগতকেই ছন্দ সুরের সঙ্কেতে চেনা যাবে । মনে জেগে উঠবে আনন্দ । জীবন হয়ে উঠবে পদ্মের মতো ছন্দময় ও সুন্দর । তাই কবি বলেছেন আর মন দিয়ে চারপাশকে যদি শোনা ও উপলব্ধি করা যায় তাহলে প্রকৃতি আর জীবনের ছন্দকে অনুভব করা যাবে । 

Class 7 All Subject Part 1 2022 [ জানুয়ারী উত্তর ]উত্তর দেখো ( ক্লিক করো )

আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে –

Class 7 English Task Answer 2022

Class 7 Geography Task Answer 2022

Class 7 Bengali Task January 2022 Answer | Class 7 Bengali Task Part 1 January 2022 | Class 7 Bengali Task January Answer 2022 |


তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো।  আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।  

Class 7 Model Activity Task 2022 Bengali Part 1 ( January ) | Class 7 মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা উত্তর জানুয়ারী পাট ১ ২০২২ | Model Activity Task Class 7 Bengali Answer 2022 Part 1 ( January )

আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে। 

এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

Leave a Comment