Class 9 Model Activity Task 2022 Bengali Part 1 ( January )
Class 9 Model Activity Task 2022 Bengali Part 1 ( January ) | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 9 বাংলার উত্তর 2022 পার্ট ১ জানুয়ারী | Model Activity Task Class 9 Bengali Part 1 2022 |
তোমরা যারা ক্লাস 9 এ পড়াশুনা করছো , তোমাদের জন্য এই বছর অর্থাৎ জানুয়ারী মাসে বাংলার যে নতুন ( ২০২২ সাল ) Model Activity Task দেওয়া হয়েছে। তার সমস্ত উত্তর এখান থেকে দেখে নাও ।
[ January ] Model Activity Task Class 9 Bengali [ Part 1 2022 ]
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ( জানুয়ারী )
নবম শ্রেণী
বাংলা ( প্রথম ভাষা )
পূর্ণমান – ২০
১ ) ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ ।
১.১ ) অম্বিকামঙ্গল গান শ্রী কবিকঙ্কন । অম্বিকা হলেন –
উঃ – গ ) দেবী চণ্ডী ।
১.২ ) ‘ সঘনে চিকুর পড়ে বেঙ্গ – তড়কা বাজ ‘ । – এক্ষেত্রে চিকুর শব্দের অর্থ –
উঃ – গ ) বিদ্যুৎ ।
১.৩ ) যার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয় বলে মানুষের বিশ্বাস তিনি হলেন –
উঃ – খ ) জৈমিনি ।
২ ) কমবেশি ২০ টি শব্দে উত্তর লেখ ।
২.১ ) ‘ দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার ‘ । – কেন এমন পরিস্থিতি হয়েছিল ?
উঃ – ‘ কলিঙ্গদেশের ঝড়-বৃষ্টি ‘ নামক কবিতায় চারিদিকের আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হওয়ায় সমগ্র কলিঙ্গদেশে অন্ধকারে ঢাকা পড়ে, ফলে কলিঙ্গবাসী নিজেদের শরীর পর্যন্ত দেখতে পাচ্ছে না ।
২.২ ) ‘ বিপাকে ভবন ছাড়ি প্রজা দিলো রড় । ‘ – প্রজারা কোন বিপাকে পড়েছিল ?
উঃ – মুষলধারায় বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তান্ডবে আসন্ন বিপদের কথা ভেবে ও যারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালান ।
২.৩ ) কলিঙ্গদেশে একটানা কত দিন বৃষ্টি চলেছিল ?
উঃ – কলিঙ্গদেশে একটানা সাত দিন বৃষ্টি চলেছিলছিল ।
Class 9 All Subject Answer 2022 [ January ] | Answer Pdf |
আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে –
৩ ) প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০ টি শব্দে উত্তর লেখ ।
৩.১ ) ‘ চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ ‘ । – চারিমেঘ বলতে কী বোঝো ? অষ্ট গজরাজের পৌরাণিক অনুষঙ্গটি কী ?
উঃ – চারিমেঘ বলতে চার ধরনের মেঘের কথা বলা হয়েছে । এরা হলো সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ ।
পৌরাণিক মতে উক্ত চার রকম মেঘের বাহন হল অষ্ট গজরাজ ঐরাবত, পুণ্ডরীক, বামন, কুমুদ, অজ্ঞান, পুষ্পদন্ড, সার্বভৌম ও সুপ্রতীক এরা দিকগজ নামে পরিচিত । কবিতা অনুসারে বলা যায় এই আটটি হাতি চার রকমের সাহায্যে কলিঙ্গদেশে প্রবল বৃষ্টিপাত ঘটায় । ফলে সমগ্র কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে পড়ে ।
৩.২ ) ‘ ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল ‘ । – কোন প্রসঙ্গে উদ্ধৃতিটি অবতারণা করা হয়েছে ?
উঃ – কবি মুকুন্দরাম চক্রবর্তীর রচিত ‘ কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি ‘ কাব্যাংশে কলিঙ্গদেশে ভয়াবহ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল । বৃষ্টি ও বজ্রপাতের সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয় । অত্যন্ত বড় আকৃতির শিলাগুলি প্রজাদের ঘরবাড়ির ওপর আছরে পরে । তাদের চাল ভেদ করে মেঝেতে এসে পড়তে থাকে ঠিক যেভাবে ভাদ্র মাসের পাকা তাল পরে । ঘরবাড়ি, অট্টালিকা ধ্বংসকারী বিশাল শিলাগুলির আকৃতি বোঝাতে কবি উদ্ধৃতিটির অবতারণা করেছেন ।
৩.৩ ) ‘ চণ্ডীর আদেশ পান বীর হনুমান ‘ । – চণ্ডীর আদেশে বীর হনুমান কি করেছিল ?
উঃ – ঝড়-বৃষ্টি বজ্রপাতের পাশাপাশি শিলাবৃষ্টির দাপট কলিঙ্গদেশের জীবন তছনছ করে দেয় । কবি তুলনা করে বলে দেবী চণ্ডীর আদেশে শিলাবৃষ্টি জানো বীর হনুমানের শক্তি পেয়েছে । বিরহ শক্তি ধরে শিলাবাটি দেশের সমস্ত মঠ, অট্টালিকা, ঘরবাড়ির চাল ভেঙ্গে ধুলিস্যাৎ করেছে ।
৪ ) কমবেশি ১৫০ শব্দে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখ ।
প্রশ্ন – কলিঙ্গদেশের ঝড়-বৃষ্টি কাব্যাংশে অনুসরণে প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন এর ছবি কিভাবে ফুটে উঠেছে, তা আলোচনা করো ।
উত্তর – দেবী চণ্ডীর ইচ্ছায় কলিঙ্গদেশে নেমে এসেছিল ঘোরতর প্রাকৃতিক বিপর্যয় । সাত দিন ধরে ক্রমাগত চলা ঝড়-বৃষ্টি সহ বিপর্যয় কলিঙ্গের জীবনযাত্রাকে করে তুলেছিল নানাভাবে বিপন্ন ।
হঠাৎ করে ঈশানের কালো অন্ধকারের মতো অধিবাসীদের দুর্যোগ যা প্রজাদের বাসভূমি ছাড়তে বাধ্য করে ।
কলিঙ্গদেশে আগত বিপর্যয় পরিস্থিতি প্রজাদের সারাবছরের আহারের উৎস বন্ধ করে দেয় । প্রবল ঝড়ে গতিক দেখে কলিঙ্গবাসী দেবতা জৈমিনিকে স্মরণ করতে থাকে । সাত দিন নিরন্তর প্রবল বর্ষণ কলিঙ্গ অধিবাসীদের সর্বনাশ করে দেয় । সাতদিন ধরে সূর্যের আলো না পেয়ে জলজ পরিস্থিতিতে মজুত শস্য নষ্ট হয় ।
আরও দেখো ক্লিক করে –
Class 9 Physical Science October Answer 2022
Class 9 Life Science Answer 2022
Class 9 Bengali Task Part 1 2022 | Class 9 Bengali Task Part 1 January | Class 9 Bengali Task January 2022 |
তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো। আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।
Class 9 Model Activity Task 2022 Bengali Part 1 ( January ) | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 9 বাংলার উত্তর 2022 পার্ট ১ জানুয়ারী | Model Activity Task Class 9 Bengali Part 1 2022 |
আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে।
এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।