Class 9 Model Activity Task 2022 Geography Part 1 ( January )

পোস্টটি শেয়ার করুন

Class 9 Model Activity Task 2022 Geography Part 1 ( January ) | Class 9 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল জানুয়ারী ২০২২ মাসের উত্তর | Model Activity Task Class 9 Geography Part 1 2022 |

জানুয়ারী মাসে ভূগোলের যে নতুন ( ২০২২ সাল ) Model Activity Task দেওয়া হয়েছে। তার সমস্ত উত্তর এখান থেকে দেখে নাও । 

Model Activity Task Class 9 Geography Part 1 2022

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ( জানুয়ারী )
নবম শ্রেণী
ভূগোল
পূর্ণমান – ২০

১ ) বিকল্পগুলি থেকে উত্তরটি নির্বাচন করে লেখ । 

১.১ ) উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হল –  

উঃ – গ ) ৯০ ডিগ্রি । 

১.২ ) যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন তা হল – 

উঃ – খ ) সুমেরু বৃত্ত রেখা । 

১.৩ ) ঠিক জোড়াটি নির্বাচন করো – 

উঃ – খ ) সাবমেরিন চালনা – GPS 

২.১ ) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো । 

২.১.১ ) সৌরজগতের আটটি গ্রহের মধ্যে _______ গ্রহের ঘনত্ব সর্বাধিক । 

উঃ – পৃথিবী । 

২.১.২ ) পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন গ্রিক পন্ডিত _________ । 

উঃ – এরাটোস্থেনিস । 

আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে –

Class 9 Bengali Answer January 2022

Class 9 History Answer January 2022

২.২ ) একটি বা দুটি শব্দে উত্তর দাও । 

২.২.১ ) GPS এর পুরো কথাটি কি ? 

উঃ – গ্লোবাল পজিশনিং সিস্টেম । 

২.২.২ ) পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার ? 

উঃ – পৃথিবীর মেরু ব্যাস প্রায় ১২৭১৪ কিমি । 

২.২.৩ ) কোন বহিঃস্থ গ্রহের ব্যাস সর্বাধিক ? 

উঃ – বৃহস্পতি গ্রহের ব্যাস সর্বাধিক । 

৩ ) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও । 

৩.১ ) সৌরজগতের অন্তঃস্থ ও বহিঃস্থ গ্রহ গুলির মধ্যে এর মধ্যে দুটি পার্থক্য লেখ । 

অন্তঃস্থ গ্রহ গুলির আকার ও ক্ষেত্রমান ছোট হয় । বহিঃস্থ গ্রহ গুলির আকার ও ক্ষেত্রমান বড় । 
অন্তঃস্থ গ্রহ গুলির সূর্যের কাছাকাছি থাকায় উষ্ণতা বেশি । বহিঃস্থ গ্রহ গুলি সূর্য থেকে দূরে থাকায় উষ্ণতা কম । 
অন্তঃস্থ গ্রহ গুলি হল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল । বহিঃস্থ গ্রহ গুলি হল বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন । 

৩.২ ) ‘ বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় । ‘ – এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো । 

উঃ – পৃথিবীর সকল প্রান্তে একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না । পূর্বদিকের দেশগুলিতে সূর্যোদয় ও  সূর্যাস্ত হয় এবং পশ্চিমের দেশগুলোতে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় । পৃথিবীর গোলাকার আকৃতির জন্য এটি সম্ভব । পৃথিবী সমতল হলে একইসঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত হত । 

৪ ) নিচের প্রশ্নটির উত্তর দাও । 

প্রশ্ন – ‘ জিয়ড ‘ – এর ধারণাটি সংক্ষেপে আলোচনা করো । 

উত্তর – পৃথিবীর আকৃতি অভিগত গোলক এর মত হলেও পৃথিবীকে একটি আদর্শ অভিগত গোলক বলা যায় না । তার কারণ হলো সমুদ্রতল, পাহাড়, পর্বত এবং মালভূমি ভূপৃষ্ঠকে উঁচু-নিচু ঢেউ খেলানো এবং বন্ধুর রূপ দান করেছে । হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম অংশ আর প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্র তলে অবস্থিত মারিয়ানা খাত হলো পৃথিবীর নিম্নতম অংশ । অর্থাৎ পৃথিবীর বন্ধুরা তার প্রসার হল প্রায় ২০ কিমি । পৃথিবীপৃষ্ঠের উঁচু নিচু জায়গা গুলির অবস্থান সত্বেও পৃথিবীর আকৃতি গোলকের মতো নয় । পৃথিবী একটা বিশাল গোলক হওয়ায় তার গায়ে পাহাড়-পর্বত, নদী সাগর প্রভৃতি থাকা সত্ত্বেও পৃথিবীপৃষ্ঠ বেশ মসৃণ । 

কমলালেবু বা নাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতি কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতিকে অন্য কোন আকৃতির সঙ্গে মেলানো যায় না । তাই বলা হয় যে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো যাকে ইংরেজিতে বলা হয় জিয়ড । 

৫ ) নিচের প্রশ্নটির উত্তর দাও । 

প্রশ্ন – ‘ সৌরজগতের বিভিন্ন গ্রহ গুলির মধ্যে পৃথিবীই একমাত্র জীবজগতের আবাসস্থল ‘ – বক্তব্যটির যথার্থতা বিচার করো । 

উত্তর – আমরা জানি যে পৃথিবীতে বায়ুমণ্ডল, বারিমন্ডল এবং শিলামন্ডল ছাড়াও আরো একটি মন্ডল রয়েছে জীবমণ্ডল । পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল এই যে এই গ্রহে একমাত্র প্রাণের বিকাশ ঘটেছে । 

জীবমন্ডলের বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে শূন্যে ৩০০ মিটার গভীরে ১০ মিটার পর্যন্ত লক্ষ্য করা যায় । নিচের কারণগুলি উল্লেখ করা হলো- 

আদর্শ অবস্থান – সূর্য থেকে দূরত্বের বিচারে আমাদের গ্রহ ‘ পৃথিবী ‘ তৃতীয় স্থানে অবস্থান করছে । সূর্য থেকে পৃথিবীর অবস্থান এমনই যে এই গ্রহ বুধ বা শুক্রের মতো সূর্যের একেবারে নিকটে কিংবা ইউরেনাস বা নেপচুন এর মত অনেক দূরে অবস্থিত নয় । তাই পৃথিবীতে প্রাণের বিকাশ এর উপযোগী তাপমাত্রা গড়ে ১৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত । 

বায়ুমণ্ডলের উপস্থিতি – পৃথিবীতে প্রাণের বিকাশ এর অন্যতম কারণ হলো বায়ুমণ্ডলের অবস্থান ।  বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়েছে । কারণ – 

ক ) বায়ুমণ্ডলের প্রায় ৭৮.১ % নাইট্রোজেন এবং ২০.৯ % অক্সিজেন । অক্সিজেন প্রাণের বিকাশের জন্য একান্ত প্রয়োজনীয় । 

খ ) বৃহস্পতি বা ইউরেনাস এর মত বিষাক্ত হিলিয়াম ও মিথেন গ্যাসের প্রাধান্য নেই । 

গ ) ওজোন গ্যাসের স্তর প্রাকৃতিক সৌর পর্দার মতো অতিবেগুনি রশ্মির হাত থেকে জীবকুলকে রক্ষা করে । 

ঘ ) বায়ুমণ্ডল প্রাকৃতিক ছাতা বা চাদরের মতো পৃথিবীকে ঘিরে থাকায় পৃথিবীতে প্রাণের বিকাশ এর জন্য প্রয়োজনীয় উত্তাপ বিরাজ করে । 

জলচক্রের আবর্তন – পৃথিবীতে প্রাণের বিকাশ এর অন্যতম কারণ হলো জলচক্র আবর্তন । এর জন্যই জিপ কোড জীবনধারণের জন্য প্রয়োজনীয় জল পেয়ে থাকে । 

আরও দেখো ক্লিক করে –

Class 9 Life Science Answer January 2022

Class 9 Physical Science Answer January 2022

Class 9 Geography Part 1 January | Class 9 Geography Task Part 1 2022 | Class 9 Geography Task January Answer 2022 |


তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো।  আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।  

Class 9 Model Activity Task 2022 Geography Part 1 ( January ) | Class 9 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল জানুয়ারী ২০২২ মাসের উত্তর | Model Activity Task Class 9 Geography Part 1 2022 |

আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে। 

এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

1 thought on “Class 9 Model Activity Task 2022 Geography Part 1 ( January )”

Leave a Comment