Class 9 Model Activity Task Life Science 2022 Part 1 ( January )

পোস্টটি শেয়ার করুন

Class 9 Model Activity Task Life Science 2022 Part 1 ( January ) | Class 9 Life Science | Model Activity Task Class 9 Life Science Part 1 2022 ( January ) | মডেল আক্টিভিটি টাস্ক Class 9 Life Science Answer 2022 | মডেল আক্টিভিটি টাস্ক Class 9 জীবন বিজ্ঞান উত্তর |

তোমরা যারা ক্লাস 9 এ পড়াশুনা করছো , তোমাদের জন্য এই বছর অর্থাৎ ( ২০২২ সাল ) জানুয়ারী মাসে Model Activity Task দেওয়া হয়েছে। তার সমস্ত উত্তর এখান থেকে দেখে নাও ।

Model Activity Task Class 9 Pdf All SubjectAnswer Pdf

( January ) Model Activity Task Class 9 Life Science Part 1 2022

মডেল আক্টিভিটি টাস্ক
নবম শ্রেণী ( জানুয়ারী )
জীবনবিজ্ঞান
পূর্ণমান – ২০

১ ) প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ । 

১.১ ) যে পর্বের প্রাণীদের রেচন অঙ্গ ফ্লেম কোষ তা শনাক্ত করো – 

উঃ – গ ) প্ল্যাটি হেলমিনথেস  । 

১.২ ) নিচের যে জোড়টি সঠিক তা স্থির করো – 

উঃ – ঘ ) টিনোফোরা – কম্বপ্লেট উপস্থিত । 

১.৩ ) নিচের যে বৈশিষ্ট্যটি প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য নয় সেটি নির্বাচন করো – 

উঃ – খ ) কোশ প্রোক্যারিওটিক প্রকৃতির । 

২ ) শূন্যস্থান পূরণ করো । 

২.১ ) নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে _______ কোশ উপস্থিত থাকে । 

উঃ – নিডোক্লাস্ট  । 

২.২ ) ________ উভচর উদ্ভিদ বলা হয় । 

উঃ – কলমি শাক । 

২.৩ ) প্ল্যানটি রাজ্যের সদস্যদের কোষ _______ প্রকৃতির । 

উঃ – ইউক্যারিওটিক । 

২.৪ )  _______ পর্বের প্রাণীদের দেহে কোয়ানোসাইট কোষ উপস্থিত থাকে । 

উঃ – পরিফেরা । 

আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে –

Class 9 Bengali Answer January 2022

Class 9 History Answer January 2022

৩ ) দুই – তিন বাক্যে উত্তর দাও ।

৩.১ ) মনেরা রাজ্যের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো । 

উঃ – ক )  এরা এককোষী কলোনিয়াল । 

খ ) এদের কষে রাইবোজোম আছে । 

৩.২ ) নিম্নলিখিত বৈশিষ্ট্যর ওপর ভিত্তি করে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য নিরূপণ করো । মূল, পাতার শিরাবিন্যাস। 

একবীজপত্রী উদ্ভিদের মূল অস্থানিক প্রকৃতির হয় । দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল স্থানিক প্রকৃতির হয় । 
পাতা সমাঙ্গপৃষ্ঠ ও শিরা বিন্যাস সমান্তরাল । পাতা বিষমপৃষ্ঠ এবং শিরা বিন্যাস জালকাকার ।  

৩.৩ ) জীব বৈচিত্রর উৎস কি কি ?  

উঃ – জীব বৈচিত্রের উৎস গুলি হল – 

পরিব্যক্তি – কোন জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন । এই জিনগত বৈচিত্র্য বা বিভিন্ন তার ফলে একই প্রজাতিভুক্ত বিভিন্ন জীবের কিংবা এক প্রজাতির সঙ্গে অন্য প্রজাতির মধ্যে ভিন্নতা দেখা যায় । এই পরিবর্তনকে মিউটেশন বা পরিব্যক্তি বলে । 

প্রকরণ – প্রকরণ গুলি জীবের একজনু থেকে অপর জনু তে স্থানান্তরণ ঘটে । প্রকরণের উপস্থিতি দ্বারাই জীব নিজেদের পরিবর্তিত পরিবেশের সাথে অভিযোজিত করে । যার ফলে প্রাকৃতিক নির্বাচন ঘটে । এর ফলে নতুন প্রজাতির সৃষ্টি হয় ।  

অভিযোজন – বিভিন্ন স্থানের পরিবেশ ও আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের সঙ্গে জীব নিজেদেরকে পরিবর্তন ঘটিয়েছে । অর্থাৎ প্রকরণ ঘটিয়েছে যাকে আমরা অভিযোজন বলি । 

৩.৪ ) নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কনড্রিকথিস ও অসটিকথিস এর পার্থক্য নিরূপণ করো । অন্তঃকঙ্কাল, আঁশ ।  

অন্ত কঙ্কালটি তরুণাস্থি নির্মিত । অন্ত কঙ্কালটি অস্থি নির্মিত । 
প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত । সাইক্লয়েড, টিনয়েড আঁশ দ্বারা আবৃত । 

৪ ) নিচের প্রশ্নটির উত্তর দাও । 

৪.১ ) উভচর শ্রেণীর তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো । ” এই পর্বের প্রাণীদের দেহে সন্ধিল উপাঙ্গ উপস্থিত থাকে ” – পর্বের প্রাণীদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ । 

ক ) এরাস শীতল রক্তের প্রাণী । 

খ ) এদের দেহ, মস্তক ও দেহ কাণ্ড নিয়ে গঠিত । তবে গ্রীবা অনুপস্থিত । এদের দেহত্বক নগ্ন প্রকৃতির ও আঁশবিহীন হয় । 

গ ) অগ্রপদের চারটি এবং পশ্চাত্পদে পাঁচটি আঙ্গুল থাকে । 

পর্বের নাম হল অথ্রপোডা বা সন্ধিপদ । 

ক ) এদের দেহ দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম । প্রতিটি দেহ খণ্ডে একজোড়া সন্ধিল উপাঙ্গ বর্তমান । 

খ ) দেহ কাইটিন নির্মিত পুরু ও শক্ত কিউটিকল দ্বারা আবৃত থাকে । 

গ ) দেহ সাধারণত তিনটি প্রধান অংশে বিভক্ত – মস্তক, বক্ষ ও উদর । 

আরও দেখো ক্লিক করে –

Class 9 Physical Science Answer January 2022

Class 9 Life Science Part 1 January | Class 9 Life Science Task Part 1 2022 | Class 9 Life Science Task January Answer 2022 |


তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো।  আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।  

Class 9 Model Activity Task Life Science 2022 Part 1 ( January ) | Class 9 Life Science | Model Activity Task Class 9 Life Science Part 1 2022 ( January ) | মডেল আক্টিভিটি টাস্ক Class 9 Life Science Answer 2022 | মডেল আক্টিভিটি টাস্ক Class 9 জীবন বিজ্ঞান উত্তর |

আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে। 

এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

Leave a Comment