Class 9 Model Activity Task Physical Science All Part 2021

পোস্টটি শেয়ার করুন

Class 9 Model Activity Task Physical Science All Part 2021|Class 9 Physical Science | Model Activity Task Physical Science Class 9 Part 6 Part 5 Part 4 Part 2 Part 1 | মডেল আক্টিভিটি টাস্ক Class 9 Physical Science Answer 2021

তোমরা যারা ক্লাস 9 এ পড়াশুনা করছো , তোমাদের জন্য এই বছর অর্থাৎ ( ২০২১ সাল ) জন্য Model Activity Task দেওয়া হয়েছে।  

তোমার ঘরে বসে এই Model Activity Task এর উত্তর গুলো তৈরি করো।  তারপর আমার দেওয়া এই উত্তরগুলো দেখে নাও ।

Class 9 All Subject All Part 2021Answer Pdf

[ 3rd Part ] Model Activity Task Class 9 Physical Science Part 6

class 9 model activity task physical science part 6

১ ) ঠিক উত্তর নির্বাচন করো । 

১.১ ) কোন স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হল – 

উঃ – ঘ ) N / m

১.২ ) গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হল –

উঃ – গ ) NO2

১.৩ ) একটি বলকে খাড়াভাবে ওপরের দিকে ছোঁড়া হলো ।  যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির –

উঃ – খ ) স্থিতিশক্তি সর্বাধিক । 

২ ) নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো । 

২.১ ) ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে । 

উঃ – সত্য। 

২.২ ) যে দ্রবণে মিথাইল অরেঞ্জ এর রং হলুদ তার pH > 7

উঃ – সত্য।

২.৩ ) কার্য একটি ভেক্টর রাশি । 

উঃ –  মিথ্যা । 

৩ ) সংক্ষিপ্ত উত্তর দাও । 

৩.১ ) জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অণুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কি তা ব্যাখ্যা করো । 

উঃ – নিচের ছবি থেকে উত্তরটি দেখে নাও – 

class 9 model activity task physical science part 6

৩.২ ) কোন বস্তুর ভর m ও গতিশক্তি E হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হল ( 2 mE ) 1/2

উঃ – নিচের ছবি থেকে উত্তরটি দেখে নাও –

Model Activity Task Class 9 Physical Science Part 6

৪ ) নিচের প্রশ্নটির উত্তর দাও । 

৪.১ ) একটি জৈব যৌগে ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে । যদি ওই যৌগটির একটি অণুতে একটিই ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো ( তোমাকে দেওয়া আছে P = 31 ) যৌগটির একটি অনুর আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারো ? 

উঃ – নিচের ছবি থেকে উত্তরটি দেখে নাও –

3rd part class 9 physical science september 2021

Class 9 Physical Science Part 6 2021 | 3rd Part Class 9 Physical Science Part 6 2021 |

Model Activity Task Physical Science Class 9 Part 5 ( August )

১ ) ঠিক উত্তর নির্বাচন করো। 

১.১ ) জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হল –

উঃ – ঘ ) জলের পৃষ্ঠটান। 

১.২ ) নিচে যে মিশ্রণটি একটি অবদ্ৰৰ বা ইমালশনের উদাহরণ সেটি হলো – 

উঃ – গ ) দুধ। 

১.৩ ) শক্তির মাত্রীয় সংকেত হলো – 

উঃ – গ ) ML2T2

২ ) একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :

২.১ ) SI এককে এক মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইডের ভর কত ?

উঃ – নীচের ছবি থেকে উত্তরটি দেখে নাও 

model activity task class 9 physical science part 5

২.২ ) রাবার ও ইস্পাত এর মধ্যে কোনটির ইয়ং গুনাঙ্কের মান বেশি হবে ?

উঃ – রাবার ও ইস্পাত এর মধ্যে ইস্পাত এর ইয়ং গুনাঙ্কের মান বেশি। 

২.৩ ) একটি অ্যাসিড লবণের সংকেত লেখ। 

উঃ – NaHCO3

৩ ) সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ ) এক লিটার দ্রবণে 18 g গ্লুকোজ ( আণবিক ওজন 180  ) আছে। দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো। 

উঃ – নীচের ছবি থেকে উত্তরটি দেখে নাও 

class 9 model activity task physical science 2021

৩.২ ) লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে। একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কি বিকারক ব্যবহার করবে ? সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটির উল্লেখ করো। 

উঃ – নীচের ছবি থেকে উত্তরটি দেখে নাও 

class 9 physical science model activity task

৪ ) নিচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ ) একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে m ও M বস্তু দুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো। 

উঃ – নীচের ছবি থেকে উত্তরটি দেখে নাও 

class 9 physical science

Class 9 Model Activity Task Physical Science All Part 2021|Class 9 Physical Science | Model Activity Task Physical Science Class 9 Part 1- Part 2 Part 4 Part 5 | মডেল আক্টিভিটি টাস্ক Class 9 Physical Science Answer 2021

Class 9 Model Activity Task Physical Science Part -1

নিচের প্রশ্নগুলির উত্তর লেখো :

১ ) ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। 

উত্তর – নিচের ছবি থেকে উত্তরটি দেখে নাও। 

২ ) একটি নিস্তড়িৎ পরমাণুর K কক্ষে 2 টি, L কক্ষে 8 টি ও M কক্ষে 2 টি ইলেকট্রন আছে। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত ? মৌলের পরমাণুটির M কক্ষের ইলেকট্রন দুটি সরিয়ে নিলে যে আয়ন তৈরি হবে তার সংকেত লেখ । 

উত্তর –  নিচের ছবি থেকে উত্তরটি দেখে নাও। 

৩ ) একটি মাপনি চোঙের সাহায্যে কিভাবে তুমি এক ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে?

উত্তর –  নিচের ছবি থেকে উত্তরটি দেখে নাও। 

৪ ) রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখ। 

উত্তর – ঘূর্ণায়মান ইলেকট্রন নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করলে পরমাণুর নিরবিচ্ছিন্ন বর্ণালী উৎপন্ন হওয়ার কথা। কিন্তু পরমাণু প্রকৃতপক্ষে রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালি সৃষ্টি করে।  এই ঘটনাটি রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে সঙ্গতিপূর্ণ নয়। 

৫ ) একটি খেলনা গাড়ি 20 cm/s বেগে চলছিল।  1 মিটার দূরত্ব যাবার পরে ওই গাড়ির বেগ দাঁড়ালো 50 cm/s । গাড়ির ত্বরণ নির্ণয় করো। 

উত্তর –  নিচের ছবি থেকে উত্তরটি দেখে নাও। 

Class 9 Model Activity Task Physical Science Part -1

আরও দেখো –

Class 9 Model Activity Task Life Science


Class 9 Model Activity Task PHYSICAL SCIENCE Part – 2

নিচের প্রশ্নগুলির উত্তর লেখো :

১ ) সত্য-মিথ্যা বিচার করো – আইসোবারগুলোর ভর সংখ্যা সমান হলেও ভর সমান নয়। 

উত্তর – আইসোবারগুলির ভর সংখ্যা সমান এবং পরমাণু ক্রমাঙ্ক আলাদা। এদের নিউক্লিয়াসের বিভিন্ন সংখ্যক প্রোটন ও নিউট্রন থাকে।  কিন্তু তাদের যোগফল সমান হয়। এজন্য তাদের ভর সংখ্যা সমান হয়।  কিন্তু u এককে প্রোটনের ভর 1.00728u এবং নিউট্রনের ভর 1.00867u । এজন্য তাদের ভর সংখ্যা সমান হলেও u এককের ভরের সামান্য পার্থক্য হয়ে থাকে। 

২ ) ওজন বাক্সের বাটখারাগুলির ভর 5 : 2 : 2 : 1  অনুপাতে রাখার কারণ কি ?

উত্তর – সাধারণ তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলির ভর 5 : 2 : 2 : 1 রাখা হয় যাতে 10 mg থেকে 211.11g পর্যন্ত যে কোন মানের ভর এদের সাহায্যে মাপা হয়। 

৩ ) বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উড়তে পারে না কেন ?

উত্তর – আকাশে ওড়ার সময় এরোপ্লেন ডানার সাহায্যে বায়ুর ওপর একটি বলপ্রয়োগ করে এবং বায়ুও  এরোপ্লেনের ওপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের জন্য এরোপ্লেন আকাশে উড়তে পারে। বায়ুশূন্য স্থানে এইরুপ প্রতিক্রিয়া বলের উদ্ভব হয় না। তাই বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উড়তে পারে না। 

৪ ) রাদারফোর্ডের পরীক্ষা থেকে কিভাবে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা ?

উত্তর – রাদারফোর্ড একটি বায়ুশূন্য আবদ্ধ নলে অবস্থিত 0.0000004m পুরু সোনার পাতের উপর থেকে নির্গত তীব্রগতিবেগ যুক্ত  a কণা চালনা করেন।  একটি বৃত্তাকার জিঙ্ক সালফাইট প্রলিপ্ত পর্দা সোনার পাতের পিছন দিকে রাখা হয়। এই পর্দার ওপর কোনো a কণা আঘাত করলে একটি উজ্জ্বল কিছু উৎপন্ন হয়। উৎপন্ন স্ফলিঙ্গের অবস্থান থেকে  a কণার গতিপথ জানা যায়। 

পর্যবেক্ষণ – 

i ) অধিকাংশ আলফা কণা অবিক্ষিপ্তভাবে নির্গত হয়ে পর্দায় আঘাত করে। অল্প সংখ্যক আলফা-কণা সামান্য কনে

ii ) অল্প সংখ্যক আলফা-কণা সামান্য কোণে বিক্ষিপ্ত হয়ে সোনার পাতে ভেদ করে বেরিয়ে আসে। 

iii ) মাত্র কয়েকটি আলফা-কণা প্রায় 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয় বা সম্পূর্ণ ফিরে আসে । 

সিদ্ধান্ত – 

i ) সোনার পাত সোনার পরমাণুর সমন্বয়ে গঠিত। অধিকাংশ আলফা-কণা এই পরমাণুগুলিকে ভেদ করে সোজা বেরিয়ে যায়। সুতরাং পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। 

ii ) আলফা-কণা ইলেকট্রনের চেয়ে 7500 গুন ভারি হওয়ায় পরমাণু ভেতর দিয়ে যাওয়ার সময় নগন্য ভরযুক্ত ইলেকট্রনের দ্বারা আলফা কণার গতিবেগ একেবারেই প্রভাবিত হয় না।  এজন্য অধিকাংশ আলফা কণা পরমাণুগুলিকে ভেদ করে সোজা বেরিয়ে যায়। 


আরও দেখো –

Class 9 Model Activity Task English


তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো।  আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।  

আমি এই পোস্টটিতে তোমার সাথে শেয়ার করেছি –  Class 9 Model Activity Task Physical Science All Part 2021|Class 9 Physical Science | Model Activity Task Physical Science Class 9 Part 6 Part 5 Part 4 Part 2 Part 1 | মডেল আক্টিভিটি টাস্ক Class 9 Physical Science Answer 2021

আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে। 

এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

Leave a Comment