Common Data Form Fill Up ( West Bengal AWC Wise )

পোস্টটি শেয়ার করুন

Common Data Form Fill Up ( West Bengal AWC Wise ) | কমন ডাটা ফর্ম কিভাবে ফিল আপ করবেন । Common Data Form west Bengal | Common Data form to be Collected at AWC Wise |

আপনি কি অনলাইনে সার্চ করছেন কমন ডাটা ফর্ম কিভাবে ফিল আপ করবো ?

যদি তাই হয়,

আপনি সঠিক পোস্টে এসে পৌঁছেছেন ।

এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর বিস্তারিত জেনে নিন ।

Common Data Form to be Collected at AWC Wise

আপনাদের নিজ নিজ এলাকা থেকে যে কমন ডাটা ফর্ম দেওয়া হয়েছে যে ফর্মটি সংগ্রহ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টার ওয়াইশ ।  

নিচে ফর্মটির ছবি দেওয়া হল –

Common Data Form west Bengal

আপনার পরিবারের প্রত্যেক সদস্যর আলাদা আলাদা ফর্ম ফিলাপ করতে হবে । যেমন ধরুন – আপনার পরিবারের চারজন সদস্য তাহলে চারটি ফর্ম লাগবে । ( আপনার বাড়ির স্বাস্থ্যসাথী কার্ড এর জেরক্স কপি সিগনেচার সমেত সমস্ত সদস্যর ফর্মের সাথে জুরে দেবেন )

কমন ডাটা ফর্মের সাথে কি কি লাগবে –

1 ) যার নামে ফর্মটি ফিলাপ হচ্ছে তার সাথে দিতে হবে আধার কার্ডের জেরক্স কপি সিগনেচার সমেত । 

2 ) স্বাস্থ্য সাথী কার্ড এর জেরক্স কপি এবং যার নামে স্বাস্থ্য সাথী কার্ড তার সিগনেচার সমেত ।

3 ) ডিজিটাল রেশন কার্ডের জেরক্স কপি সিগনেচার সমেত ।

4 ) কাস্ট সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটের নম্বর ফর্ম এর মধ্যে লিখে দেবেন আর ফর্মের সাথে একটি জেরক্স কপি সিগনেচার সমেত দিয়ে দেবেন । 

ফর্মটির প্রথমে আছে AWC Name / No. – 

AWC Name আর নম্বরটা ফর্মটি আপনাকে যে দিচ্ছে ( অঙ্গনওয়াড়ি দিদিমণিরা ) তাদের কাছ থেকে জেনে নিয়ে লিখবেন । 

কিভাবে ফিলাপ করবেন নিচের ইউটিউব ভিডিওটি দেখে আরও ভালো করে বুঝে নিন । ( সরকারি সুবিধা , সরকারি প্রকল্প, শিক্ষামূলক ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ।


Common Data Form Fill Up ( West Bengal AWC Wise ) | কমন ডাটা ফর্ম কিভাবে ফিল আপ করবেন । Common Data Form west Bengal | Common Data form to be Collected at AWC Wise |

আশা করি এই পোস্টটি আপনার অনেক উপকারে এসেছে ।

এই পোস্টটি আপনার উপকারে আসলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল । 


পোস্টটি শেয়ার করুন

Leave a Comment