কম্পিউটার রচনা PDF
আপনি কি অনলাইনে কম্পিউটার রচনা PDF , দূরদর্শন রচনা , কম্পিউটার রচনা গুরুত্ব, কম্পিউটার রচনা পয়েন্ট, Computer Bengali Rachana খুঁজছেন,
যদি তাই হয়,
আপনি সঠিক পোস্টে এসেছেন।
omputer Bengali Rachana পোস্টটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ার অনুরোধ রইল।
Computer Bengali Rachana ( Pdf )
ভূমিকা
আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়ের বিস্ময় কম্পিউটার। মানসিক ও বুদ্ধিগত কাজকে যে যন্ত্র আজ দক্ষভাবে সম্পন্ন করে চলেছে, মানুষকে দিয়েছে স্বস্তির নিশ্বাস, সে এ যুগে বিজ্ঞানের বরপুত্র কম্পিউটার,—বাংলায় ‘যন্ত্রগণক’। এ যন্ত্র আবিষ্কারের সঙ্গে সঙ্গে আমরা প্রযুক্তিবিদ্যায় এক নূতন যুগের দ্বারপ্রান্তে পৌঁছেছি।
আবিষ্কারের অতীত ইতিহাস
কমপিউটার আবিষ্কারের সম্ভাবনা নিহিত ছিল একটি সরল শিক্ষণ-সহায়ক যন্ত্রের মধ্যে। যার নাম ছিল অ্যাবাকাস। তার থেকে আবিষ্কৃত হল ক্যালকুলেটর। এটি নড়াচড়া করানো যায় এমন একটি পুঁতির বোর্ড ছিল এর আধার। কিন্তু কমপিউটারের জনক বলা হয় কেম্ব্রিজের অধ্যাপক চার্লস ব্যারেজ নামে এক বিজ্ঞানীকে। ১৯১২ খ্রিস্টাব্দে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে তিনি একটি যন্ত্র আবিষ্কার করেন যা সরল অঙ্ক সরল ভাবেই করতে পারত।
১৯৩৭ খ্রিস্টাব্দে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে হাওয়ার্ড আইকেন নামে এক বিজ্ঞানী একটি যন্ত্র আবিষ্কার করেন যা মার্ক টু নাম দিয়ে আই. বি. এম কর্পোরেশন নামে একটি সংস্থা বাজারে বিক্রি শুরু করে। তারপর থেকেই কমপিউটারের জয়যাত্রা শুরু হয়।
আরও পড়ুন ক্লিক করে –
ডাউনলোড পিডিএফ ( কম্পিউটার রচনা )
কম্পিউটারের বৈচিত্র্য ও ব্যবহারিক দিক
কমপিউটার কয়েকটি দশকের মধ্যে যথেষ্ট পরিবর্তন এবং পরিবর্ধন লাভ করেছে। মাঝারি ধরনের কমপিউটার P. C. বা পার্সোনাল কমপিউটার থেকে শুরু করে অতিকায় সুপার কমপিউটার অবধি নানা ধরনের কমপিউটার বর্তমানে রয়েছে। সম্প্রতি ভারতে বসানো হয়েছে সুপার কমপিউটার ‘পরম’, এছাড়া আছে মিনি, সুপার-মিনি বা ল্যাপ-টপ কমপিউটার বা বহনযোগ্য ছোটো কমপিউটার। সৃষ্টি হয়েছে কমপিউটারের নানা ভাষা, বেসিক, কোবল, ফরটার্ন, লোটাস ইত্যাদি।
আধুনিক জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে কমপিউটারের প্রয়োগ নেই। যে-কোনো ধরনের করণিকের এবং হিসাব নিকাশের কাজ এই যন্ত্রগণক করে থাকে। যেমন, ব্যাঙ্কের টাকা লেনদেন, ইলেকট্রিক, টেলিফোন, জীবনবীমা প্রভৃতির বিল প্রণয়ন প্রভৃতিতে সারা বিশ্বজুড়ে কমপিউটারের ব্যবহার হচ্ছে। কলকারখানাগুলিতে বিভিন্ন কাজকর্ম, টেলিযোগাযোগ, বিপজ্জনক এবং স্বাস্থ্যের ঝুঁকিজনিত কাজ প্রভৃতি কমপিউটার দক্ষতার সঙ্গে করতে পারে।
অপরিহার্যতা
রোগনির্ণয়, চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রেও কমপিউটারের অবদান কম নয়। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নানা স্তরে কমপিউটার অপরিহার্য হয়ে উঠেছে। অপরিহার্যতা যে-কোনো ধরনের নথি, যেমন পুলিশ রেকর্ড, ডাটা-ব্যাঙ্ক প্রভৃতির ক্ষেত্রেও কমপিউটার অসাধারণ দক্ষতা লাভ করেছে।
সাময়িক ও প্রতিরক্ষা ক্ষেত্রে এবং মুদ্রণযন্ত্রের ক্ষেত্রেও কমপিউটার বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। খেলাধুলা এবং সংগীত জগতেও এমনকি জ্যোতিষচর্চাতেও কমপিউটার এক নতুন উৎকর্ষ লাভ করেছে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিকে উন্নত করে তুলেছে।
প্রযুক্তির জগতে বিপ্লব
কমপিউটার বিজ্ঞান ও প্রযুক্তির জগতে প্রকৃত অর্থেই এক বিপ্লবের সূচনা করেছে। প্রথমত প্রযুক্তির জগতে কমপিউটার বিভিন্ন কাজের ব্যাপারে অবিশ্বাস্য সময়-সংক্ষেপ করেছে। এর ফলে সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে দ্রুত পরিবর্তন হচ্ছে এবং অগ্রগতি ত্বরান্বিত হচ্ছে।
দ্বিতীয়ত, কমপিউটারের নির্ভুলতা এবং দক্ষতা মানুষের চেয়ে অনেক বেশি হওয়ায় প্রযুক্তির উৎকর্ষ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয়ত, কমপিউটার কোনো কোনো ক্ষেত্রে শ্রমিক-খরচ কমিয়ে মূল্যহ্রাস ঘটিয়েছে এবং পণ্যদ্রব্যকে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে এনেছে। ফলে, বিজ্ঞান ও প্রযুক্তির সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারছে। আবহাওয়া, চিকিৎসা প্রভৃতি কয়েকটি ক্ষেত্রে কমপিউটারের সহায়তায় মানুষ এমন পূর্বাভাস সৃষ্টি করতে পারছে, যা অনেক সম্ভাব্য বিপদ থেকে মানুষকে রক্ষা করা যাচ্ছে।
কুপ্রভাব
কমপিউটার কিন্তু কুপ্রভাবও কম বিস্তার করেনি। তৃতীয় বিশ্বের গরিব দেশগুলিতে কমপিউটার প্রয়োগের ফলে বেকার সমস্যা তীব্র আকার ধারণ করেছে। কারণ কমপিউটার মানব-শ্রমিকের স্থান নেওয়ায় নিয়োগের ক্ষেত্র সংকুচিত হয়ে পড়েছে।
প্রথম-বিশ্বের দেশগুলিতে কমপিউটার নির্ভরশীলতা এমন পর্যায়ে গেছে, যেখানে মানুষ নিজের স্বাভাবিক দক্ষতা হারিয়ে ফেলেছে। বিদেশের ডাক্তারেরা জরুরি অবস্থায় কমপিউটারের সাহায্য ছাড়া রোগীর চিকিৎসা করতে পারছে না।
উপসংহার
বর্তমান যুগ তাই কম্পিউটারের যুগ হয়ে পড়েছে। কারণ, কম্পিউটার ছাড়া এ যুগ অচল। হয়তো এমন একদিন আসবে—যেদিন মানুষই কম্পিউটার দ্বারা পরিচালিত হবে। মানুষের শুভ বুদ্ধির ফসল কম্পিউটার পৃথিবীতে মঙ্গলের পথ রচনা করে মানবসভ্যতাকে অগ্রগতি দান করবে বলেই বিশ্বাস।
আরও পড়ুন ক্লিক করে –
বিজ্ঞান ও কুসংস্কার রচনা Pdf Download
মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান রচনা
কম্পিউটার রচনা PDF | কম্পিউটার রচনা গুরুত্ব | কম্পিউটার রচনা পয়েন্ট | Computer Bengali Rachana |
আপনাকে জানাই অনেক ধন্যবাদ রচনার এই পোস্টটি পড়ার জন্য।
এই পোস্টটি আপনার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।