দূরদর্শনের ভালো মন্দ রচনা
আপনি কি অনলাইনে দূরদর্শনের ভালো মন্দ রচনা, দূরদর্শন রচনা , বিজ্ঞান ও কুসংস্কার প্রবন্ধ, দূরদর্শন এর সুবিধা ও অসুবিধা, Durodorson Rachana খুঁজছেন,
যদি তাই হয়,
আপনি সঠিক পোস্টে এসেছেন।
দূরদর্শন রচনা পোস্টটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ার অনুরোধ রইল।
দূরদর্শন রচনা
দূরদর্শনের ভূমিকা
টেলিভিশন—যার অপর নাম দূরদর্শন। বলা বাহুল্য, এই দূরদর্শন বর্তমান বিজ্ঞানের এক বিস্ময়, অন্ধকারের মাঝে এক দিব্য জ্যোতি, বৈজ্ঞানিক প্রযুক্তির এক সাফল্য সৌধ।
‘টেলিভিশন’ একটি মিশ্র শব্দ। গ্রীক ‘টেলি’ শব্দের অর্থ ‘দূর’। আর, ইংরেজি ‘ভিশন’ শব্দের অর্থ ‘দৃশ্য’। এই দুইয়ের মিলনে গড়ে উঠেছে ‘টেলিভিশন’—যার অর্থ দূরদর্শন । জন বেয়ার্ড টেলিভিশনের আবিষ্কর্তা।
গুরুত্ব ও কার্যকারিতা
দূরদর্শনের গুরুত্ব ও কার্যকারিতা অপরিসীম। এর কারণ হল দূরদর্শনের মাধ্যমে কথা, চিত্র, রঙ, শব্দ ও গতি একসঙ্গে প্রতিফলিত করা যায়। আসলে এটি হল একই সঙ্গে চোখে দেখার গুরুত্ব ও কার্যকারিতা এবং কানে শোনার। দূরদর্শনের সাহায্যে যে-কোনো অনুষ্ঠানের ‘লাইভ ব্রডকাস্ট’ অথবা কোনো অনুষ্ঠানের সরাসরি রিলে দেখানো সম্ভব।
দূরদর্শন অশিক্ষিত ও স্বল্প শিক্ষিত শ্রোতাদের পক্ষে খুব উপকারী। অনেক অমনোযোগী ছাত্রও ছবির আবেদনে মনোযোগী হয়। গণপ্রচারের পক্ষে দূরদর্শন খুবই অনুকূল। বই বা সংবাদপত্র একসঙ্গে একাধিক লোক পড়তে পারে না। কিন্তু দূরদর্শন একসঙ্গে অনেকের পক্ষে দেখা সম্ভব। এছাড়া কোনো উদ্ভাবনকে দূরদর্শনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে দূরদূরান্তরে পৌঁছে দেওয়া সম্ভব।
আরও পড়ুন ক্লিক করে –
তথ্য প্রচার ও বিনোদন
দূরদর্শন শিক্ষা, তথ্যপ্রচার ও বিনোদনের এক শক্তিশালী এবং ব্যক্তি-মর্যাদার প্রতীকরূপে সারা বিশ্বে স্বীকৃত। কিন্তু সেই সঙ্গে দূরদর্শনের বিরূপ প্রতিক্রিয়া সমাজে পরিলক্ষিত হচ্ছে।
(১) দূরদর্শন শিশুমনে অপরাধ প্রবণতা বৃদ্ধি করে।
(২) দূরদর্শন শিক্ষার্থীর তথ্য প্রচার ও বিনোদন পড়ার সময় কেড়ে নিয়েছে, সাধারণ মানুষের অবসর সময়ও গ্রাস করেছে।
(৩) দূরদর্শন মানুষের বাস্তববোধকে নষ্ট করে তার মানসিকতাকে অসুস্থ করে তুলেছে। বিপর্যয়, ধ্বংস, হত্যা আর বিশৃঙ্খলার দৃশ্য দূরদর্শনে বেশি করে দেখানো হয়।
(৪) দূরদর্শন মুখ্যত বিনোদন মাধ্যম। এটাই দর্শকদের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে।
উপসংহার
বর্তমান যুগে দূরদর্শন যেমন অবসর বিনোদনের আনন্দদায়ক মাধ্যম, তেমন এটি অনেকের মতে ‘ইডিয়ট বক্স’। এ যেন কপালে চন্দনতিলক ও কলঙ্কচিহ্ন। দূরদর্শন আমাদের কাছ থেকে ‘চোখ’ আর ‘মন’ কেড়ে নিয়ে চিন্তাশক্তির লোপ ঘটিয়েছে।
টিভির নগ্ন বিজ্ঞাপন ও ছবি দেখে শিশু ও তরুণ মন কলুষিত হচ্ছে। বই পড়ার অভ্যাস আজ আর তেমন নেই। তাই, টিভিকে সুস্থ সংস্কৃতি ও শিক্ষামূলক কাজে ব্যবহার করতে পারলে টিভির জীবন সার্থক হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম উন্নত হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।
আরও পড়ুন ক্লিক করে –
বিজ্ঞান ও কুসংস্কার রচনা Pdf Download
মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান রচনা
দূরদর্শনের ভালো মন্দ রচনা | দূরদর্শন রচনা | বিজ্ঞান ও কুসংস্কার প্রবন্ধ | দূরদর্শন এর সুবিধা ও অসুবিধা | Durodorson Rachana |
আপনাকে জানাই অনেক ধন্যবাদ রচনার এই পোস্টটি পড়ার জন্য।
এই পোস্টটি আপনার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।