Best বাংলা অনুচ্ছেদ রচনা লেখার নিয়ম

পোস্টটি শেয়ার করুন

বাংলা অনুচ্ছেদ রচনা লেখার নিয়ম | অনুচ্ছেদ রচনা কাকে বলে | অনুচ্ছেদ রচনা উদাহরণ | প্রবন্ধ লেখার নিয়ম |

আপনি কি অনুচ্ছেদ কি এবং অনুচ্ছেদ রচনা লেখার নিয়ম সম্পর্কে জানতে চান,

যদি জানতে চান, তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন।

আমরা অনেকেই অনুচ্ছেদ রচনা কিভাবে লিখতে হয় তা সঠিকভাবে জানি না।

আশা করি এই পোস্টটি আপনার অনেক উপকারে আসবে।

অনুচ্ছেদ কি জানুন

কোনো একটি ভাব বা বিষয়কে পরপর কয়েকটি বাক্যতে প্রকাশ করলেই একটি অনুচ্ছেদ হয়।  এই রকম কয়েকটি ভাব বা বিষয়কে একাধিক অনুচ্ছেদে সাজিয়ে লিখলে একটি প্রবন্ধ বা রচনা লেখা হয়।

প্রবন্ধ লেখার নিয়ম

অনুচ্ছেদ লেখার নিয়ম

১।  একটি অনুচ্ছেদে শুধুমাত্র একটি বিষয় থাকবে।  

২।  অনুচ্ছেদে যে বাক্যগুলি থাকবে তাদের একটির সঙ্গে আরেকটির মিল থাকা চাই।  অর্থাৎ, বক্তব্য বিষয়ের যোগ থাকা দরকার।  এলোমেলোভাবে কয়েকটি বাক্য লিখে দিলেই অনুচ্ছেদ হয় না। 

৩।  একই কথার পুনরুক্তি যেন না হয়।  অর্থাৎ একই কথা বার বার লেখা উচিত নয়।  

৪।  ছোট ছোট সহজ বাক্যতে অনুচ্ছেদ লেখার চেষ্টা করতে হবে।  

৫।  বাক্য গঠনে এবং বানানে যেন কোনো ভুল না থাকে। 

৬।  অনুচ্ছেদ যেন সাধু অথবা চলিত যে কোনো একটি ভাষায় হয়।  

৭।  প্রত্যেক অনুচ্ছেদের ওপরে একটি শিরোনাম দিতে হবে। 

৮।  এক একটি অনুচ্ছেদে দশ থেকে পনেরোটি বাক্য থাকবে। 

৯।  নতুন অনুচ্ছেদঃ নির্দেশ করার জন্য একটি অনুচ্ছেদের শেষে সামান্য ফাঁক রেখে বামদিকের ধারে অল্প জায়গা রেখে পরের অনুচ্ছেদ লিখতে হয়। এই ভাবে অভ্যাস করতে করতে ধীরে ধীরে সুন্দর রচনা লিখতে পারবে।  


আরও পড়ুন – ইংরেজি রচনা লেখার নিয়ম

আরও পড়ুন – পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনা

আরও পড়ুন ক্লিক করে – মা মাদার তেরেসার জীবনী পড়ুন বাংলাতে

বাংলা অনুচ্ছেদ রচনা লেখার নিয়ম | অনুচ্ছেদ রচনা কাকে বলে | অনুচ্ছেদ রচনা উদাহরণ | প্রবন্ধ লেখার নিয়ম | 

আপনাকে অনেক ধন্যবাদ এই পোস্টটি পড়ার জন্য। 

পোস্টটি উপকারে আসলে শেয়ার করার অনুরোধ রইলো।


পোস্টটি শেয়ার করুন

Leave a Comment