আপনি কি অনলাইনে ঘর্ঘরার যুদ্ধ | ঘর্ঘরার যুদ্ধ কত সালে হয়েছিল |ঘর্ঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল | ঘর্ঘরার যুদ্ধের ফলাফল |( Ghorghorar Juddho) সম্পর্কে জানতে চাইছেন,
যদি তাই হয়,
আপনি সঠিক পোস্টে এসেছেন।
আমার এই পোস্টটি ঘর্ঘরার যুদ্ধ ( ইতিহাসের ) দারুন নোট ( Free Pdf )। আপনি পরীক্ষায় যদি এই নোটটি লিখতে পারেন তাহলে আপনি ফুল মার্কস পাবেন।
পোস্টটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ার অনুরোধ রইল।
ঘর্ঘরার যুদ্ধের পটভূমি
রাজপুতদের শক্তি খর্ব করার পর বাবর আফগানদের শক্তি খর্ব করার জন্য সচেষ্ট হন। তখন ইব্রাহিম লোদির ভাই মামুদ লোদি আফগান সর্দারদের সংঘবদ্ধ করে বাবরের বিরোধিতা করার জন্য প্রস্তুত হচ্ছিলেন।
বাংলার সুলতান নসরৎ শাহ এবং বিহারের শের খাঁ মামুদকে সাহায্যের প্রতিশ্রুতি দেন এবং একযোগে দিল্লি আক্রমণের পরিকল্পনা নেন।
আরও পড়ুন ক্লিক করে –
ঘর্ঘরার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল
বাবরের বাহিনী কনৌজ, বারাণসী, এলাহাবাদ দখল করে বিহারের সীমান্তে ঘরঘরা নদীর তীরে উপনীত হলে বাংলার নসরৎ শাহ, বিহারের শের খাঁ এবং জৌনপুরের মামুদ লোদি বাবরকে বাধা দেন। ১৫২৯ খ্রিস্টাব্দে পাটনার উত্তরে গঙ্গা ও ঘরঘরা নদীর সংগমস্থলে মোগল ও আফগান বাহিনীর সংঘর্ষ হয়। সুশিক্ষিত মোগল বাহিনী আফগানদের ছত্রভঙ্গ করে দেয়।
বাবরের সঙ্গে বাংলার নসরৎশাহ, বিহারের শের খাঁ এবং জৌনপুরের মামুদ লোদি-এর মধ্যে ১৫২৯ খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধ হয়েছিল। ঘরঘরার যুদ্ধে আফগানরা পরাজিত হয়।
ঘর্ঘরার যুদ্ধের ফলাফল
(i) নসরৎ শাহ বাবরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে নিজের সিংহাসন রক্ষা করেন। স্থির হয়, নসরৎ শাহ মোগল-আফগান যুদ্ধে নিরপেক্ষ থাকবেন। তিনি বাবরের শত্রুদের আশ্রয় না দেওয়ার অঙ্গীকার করেন এবং বশ্যতা স্বীকার করেন। এর বিনিময়ে বাবর নসরৎ শাহের রাজ্যের সীমা মেনে নেন এবং অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতি নেন। কোসি-গণ্ডক নদী উভয় পক্ষের রাজ্যসীমা হিসেবে নির্দিষ্ট হয়।
(ii) বাবরের নেতৃত্বে মোগল সাম্রাজ্য পশ্চিমে অক্ষু নদী থেকে পূর্বে ঘরঘরা নদী এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে গোয়ালিয়র পর্যন্ত প্রসারিত হয়। ঘরঘরা যুদ্ধের পরেই বাবর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন (১৫৩০ খ্রিঃ)।
আরও পড়ুন ক্লিক করে –
পানিপথের প্রথম যুদ্ধের কারণ ও ফলাফল
আশা করি এই পোস্টটি থেকে আপনি – ঘর্ঘরার যুদ্ধ | ঘর্ঘরার যুদ্ধ কত সালে হয়েছিল |ঘর্ঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল | ঘর্ঘরার যুদ্ধের ফলাফল |( Ghorghorar Juddho)| সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
আপনাকে জানাই অনেক ধন্যবাদ এই পোস্টটি পড়ার জন্য।
এই পোস্টটি আপনার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।