জায়গীরদার প্রথা

পোস্টটি শেয়ার করুন

আপনি কি অনলাইনে জায়গির প্রথা কি, জায়গীরদার প্রথা সম্পর্কে জানতে চাইছেন,

যদি তাই হয়, 

আপনি সঠিক পোস্টে এসেছেন।

আমার এই পোস্টটি জায়গিরদার প্রথার  ( ইতিহাসের ) দারুন নোট।  আপনি পরীক্ষায় যদি এই নোটটি  লিখতে পারেন তাহলে আপনি ফুল মার্কস পাবেন।

পোস্টটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ার অনুরোধ রইল।

জায়গীরদার প্রথা কি

জায়গির হল একপ্রকার শর্তাধীনে ভূমি বন্দোবস্ত বা ভূমি অনুদান। প্রাচীনকাল থেকেই ভারতে জায়গির প্রথা চালু ছিল। 

মুসলিম যুগে জায়গির ব্যবস্থা বিশেষ গুরুত্ব পায়। সুলতানি যুগের ইক্তা প্রথা রূপে পরিবর্তন ঘটিয়ে জায়গির ব্যবস্থার প্রচলন হয়েছে বলে অনুমান করা হয়। 

প্রধানত নির্দিষ্ট শর্তে, কর্মের বিনিময় এবং বেতনের ভিত্তি হিসেবে সরকারি কর্মীরা নির্দিষ্ট জমি বন্দোবস্ত পেতেন। এই অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা এবং রাজস্ব আদায় জায়গিরদারের কর্তব্যের অন্তর্ভুক্ত ছিল। 

সুলতানের প্রয়োজন জায়গীরদার নির্দিষ্ট সেনাবাহিনী দ্বারা সাহায্য করতে দায়বদ্ধ ছিলেন। এছাড়া কিছু মানুষ বংশানুক্রমে কিছু জমির ওপর জায়গির ভোগ করতেন এদের বলা হতো ” ওয়াতন জায়গীর “। 

সুলতান সমাজের বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের পুরসভার বা সম্মানী স্বরূপ কিছু জমি ভোগ করতে দিতেন এদের বলা হতো ” ইনাম জায়গীর “। ওয়াতন জায়গির ছাড়া সমস্ত জায়গির জমির ওপর সুলতানের অবাধ নিয়ন্ত্রণ বলবৎ ছিল।


আরও পড়ুন ক্লিক করে –

নুরজাহান চক্র 

শেরশাহের ভূমি রাজস্ব ব্যবস্থা


আশা করি এই পোস্টটি থেকে আপনি –  জায়গির প্রথা কি, জায়গীরদার প্রথা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

আশা করি  জায়গীরদার প্রথার  এই পোস্টটি আপনার অনেক উপকারে এসেছে।

আপনাকে জানাই অনেক ধন্যবাদ এই পোস্টটি পড়ার জন্য।

এই পোস্টটি আপনার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

Leave a Comment