জাতীয় সংহতি প্রবন্ধ রচনা ( Free Pdf )

পোস্টটি শেয়ার করুন

জাতীয় সংহতি প্রবন্ধ রচনা | Jatiya Songhiti Rachana | জাতীয় সংহতি রক্ষার প্রয়োজনীয়তা |

আপনি কি অনলাইনে জাতীয় সংহতি প্রবন্ধ রচনা , জাতীয় সংহতি রক্ষার প্রয়োজনীয়তা, জাতীয় সংহতি রক্ষায় উদ্দেশ্য গুলি বর্ণনা করো, Jatiya Songhiti Rachana  খুঁজছেন,

যদি তাই হয়, 

আপনি সঠিক পোস্টে এসেছেন।

Best জাতীয় সংহতি রচনা Bangla PDF

ভূমিকা

একটি জাতির উন্নতির মূলকথা হল জাতীয় সংহতি। জাতি-ধর্ম-বর্ণ-দলমতনির্বিশেষে একটি দেশের প্রত্যেকটি মানুষ যদি এক মন্ত্রে দীক্ষিত হয়, যদি একসূত্রে গ্রথিত হয় সহস্র কোটি মন, তবেই দেখা দেবে জাতীয় সংহতি। তখন বিভেদ ভুলে হৃদয় মেলে সকলে হাতেহাত ধরে চলে। রচিত হয় মহামিলনের মানব শৃঙ্খল।

জাতীয় সংহতির স্বরূপ

জাতীয় সংহতি হচ্ছে জাতির অর্থাৎ দেশের জনগণের আন্তরিক ঐক্যচেতনা বা ঐক্যানুভূতি । নানা ভাষা নানা মত ও নানা পরিধানের বাধা সত্ত্বেও কোনো দেশের অধিবাসীদের মধ্যে মিলনের ও ঐক্যবোধের চেতনার বিকাশ ঘটলেই জাতীয় সংহতির বিকাশ ঘটে।

কোনো জাতির সকল মানুষ যখন জাতিভেদের সীমা, ভৌগোলিক সীমা,অর্থ-সংগতির সীমা, সাম্প্রদায়িকতার সীমা, নানা বিশ্বাস ও সংস্কারের সীমাকে উপেক্ষা করে নিজেদের মধ্যে ঐক্যবোধ ও চেতনাকে জাগিয়ে তোলে, তখনই এক সূত্রে সহস্র জীবন গ্রথিত হয়ে জাতীয় সংহতির ছবি পরিষ্কার হয়ে ওঠে। শিক্ষাবিদ্রা জাতীয় সংহতিকে সুদৃঢ় ও সুরক্ষিত করার জন্য শিক্ষাকে প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করতে উপদেশ দেন।

আরও পড়ুন ক্লিক করে –

দৈনন্দিন জীবনে বিদ্যুৎ রচনা

জাতীয় সংহতি প্রবন্ধ রচনা | Jatiya Songhiti Rachana | জাতীয় সংহতি রক্ষার প্রয়োজনীয়তা |

ডাউনলোড পিডিএফ

সংহতির বাধা

এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে, জাতীয় সংহতির পথের বাধা সৃষ্টিকারী মূল বিষয়গুলি হল : 

(১) ধর্মীয় আবেগ ও সাম্প্রদায়িকতা, 

(২) জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা ও বর্ণ-বৈষম্য, 

(৩) বহু ভাষা, সেই ভাষাগুলির যথাযথ মর্যাদা দরকার। সাধারণের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কেনো একটি বিশেষ সর্বজনগ্রাহ্য ভারতীয় ভাষারও দরকার, 

(৪) সংকীর্ণ প্রাদেশিকতা এবং উপদলীয় কোন্দল,(৫) বহুদল প্রথার গণতন্ত্র, 

(৬) দেশবিভাগজনিত উদ্বাস্তু সমস্যা ও জনসংখ্যা বৃদ্ধি, 

(৭) অর্থনৈতিক অসাম্য, 

(৮) দেশের বৃহৎ সংখ্যক মানুষের নিরক্ষরতা এবং (৯) আমাদের দেশে দীর্ঘদিন ইংরেজ প্রদত্ত পুঁথিকেন্দ্রিক কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা। এছাড়াও হতাশাগ্রস্ত বৃহত্তর জনসমাজ, বেকারি, উদ্দেশ্যবিহীন শিক্ষা, সমাজবিরোধীদের প্রাদুর্ভাব, ক্ষমতাস্পৃহা, বিদেশি শক্তির মদত প্রভৃতি আমাদের দেশে জাতীয় সংহতি বিনষ্ট করতে বিশেষ সক্ষম।

জাতীয় শিক্ষার প্রয়োজনীয়তা

এই পরিস্থিতির মোকাবিলা করে জাতীয় সংহতিকে মূর্ত করে তুলতে সর্বাগ্রেই দরকার একটি আদর্শ জাতীয় শিক্ষা পরিকল্পনা। বাস্তবায়ন এবং তার একটি উদার জাতীয় শিক্ষানীতি গ্রহণ করে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চার করলে জাতীয় সংহতি স্থাপনের পথ প্রশস্ত হতে পারে। 

পাঠক্রমে এমনভাবে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে দেশের প্রতিটি অঞ্চলের শিক্ষার্থীর মনে উদার জাতীয় দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। প্রতিটি শিক্ষককে দেশপ্রেমে ও উদার জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়।

নিরক্ষরতা দূরীকরণ ও সমাজ সেবা

দেশের অগণিত নিরক্ষর জনসাধারণের অজ্ঞতা, কুসংস্কারাচ্ছন্ন মনোভাব, ধর্মান্ধতা ও প্রাদেশিকতা হল জাতীয় সংহতির প্রধান বাধা। এগুলির দূর করতে বিদ্যালয়ের মাধ্যমে কিছু সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করে তাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা দূর করা সম্ভব হতে পারে। 

এরজন্য শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকরা যদি সপ্তাহে কিংবা মাসে একদিন পার্শ্ববর্তী এলাকার নিরক্ষর জনসাধারণের মধ্যে সভা-সমিতি করার কর্মসূচি গ্রহণ করেন, তাদের জানা বিষয় নিয়ে সুষ্ঠু আলোচনা করেন, তাদের বক্তব্য শোনেন এবং নিরক্ষরতা অবসানের উপায় বুঝিয়ে দেন, তাহলে জাতীয় সংহতিমূলক কাজের পথ প্রশস্ত হয়। পারস্পরিক মিলনের পথকে সুদৃঢ় করে একসাথে চলার মন্ত্রে দীক্ষিত করে তোলাই প্রধান কাজ ।

উপসংহার

সুতরাং আপামর জনগণকে হীন-সংকীর্ণ স্বার্থ, বুদ্ধি বিসর্জন দিয়ে ব্যাপক, উদার ও সংস্কারমুক্ত মানসিকতার মাধ্যমে আন্তরিকভাবে উপলব্ধি করতে হবে,—‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।’ বিবিধের মাঝে মহান মিলনের আদর্শ গ্রহণ করতে হবে ঐতিহ্যের জাগরণ এবং ‘এক জাতি এক প্রাণ’ মন্ত্রে দীক্ষিত হতে হবে। আমাদের ভারতবর্ষ হল বহু ভাষাভাষী, বহু ধর্মাবলম্বী এবং বহু বিচিত্র জীবনযাত্রায় অভ্যস্ত মানুষের বসবাসের দেশ। 

এখানে প্রাকৃতিক বৈচিত্র্য যেমন অফুরন্ত, অফুরন্ত তেমনি মানুষের বৈচিত্র্য। জাতীয় সংহতির নামে ওই বৈচিত্র্যকে কখনো জোর করে সমান করা সম্ভব নয়। আমাদের উদ্দেশ্য হবে, “Unity in diviristy’ – বৈচিত্র্যের মধ্যে ঐক্য তৈরি করাই হল আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। সকলের বৈশিষ্ট্যকে বজায় রেখেই তৈরি করতে হবে জাতীয় সংহতি। নইলে জাতীয় সংহতি কোনো দিনই সফল হবে না।

আরও পড়ুন ক্লিক করে –

কম্পিউটার রচনা PDF 

দূরদর্শনের ভালো মন্দ রচনা 


জাতীয় সংহতি প্রবন্ধ রচনা | Jatiya Songhiti Rachana | জাতীয় সংহতি রক্ষার প্রয়োজনীয়তা |

আপনাকে জানাই অনেক ধন্যবাদ রচনার এই পোস্টটি পড়ার জন্য।

এই পোস্টটি আপনার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

Leave a Comment