ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা
আপনি কি ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, খেলাধুলার প্রয়োজনীয়তা ( Kheladhular Proyojonita ) সম্পর্কে জানতে চান,
যদি সেটাই হয়,
আপনি সঠিক পোস্টে এসেছেন।
আমার এই পোস্টটিকে আপনি খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা, খেলাধুলার প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা, ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা, খেলাধুলার উপকারিতা রচনার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। এবং এই পোস্টটি খেলাধুলার প্রয়োজনীয়তা রচনার দারুন নোট।
এই পোস্টটি প্রথম থাকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ার অনুরোধ রইলো।

খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা
ভূমিকা –
জীবন কর্মময়। কিন্তূ একটানা কর্মের মধ্যে যখন অবসাদ ও একঘেয়েমি আসে, তখন কর্মে ছেদ পড়ে, বিরক্তি জাগে। এই বিরক্তি ও একঘেয়েমির হাত থেকে মুক্ত হতে চাই খেলাধুলা। খেলাধুলা মানুষের কর্মে উৎসাহ আনে, মনে আনন্দ দেয় ও দেহে সজীবতা সঞ্চার করে।
আরও পড়ুন ক্লিক করে – ইংরেজি রচনা লেখার নিয়ম
জীবনে খেলাধুলার স্থান
খেলাধুলা জীবনের অঙ্গ। জীবন থেকে খেলাধুলাকে বর্জন করলে জীবনে অসার ও নীরস হয়ে পড়ে। তখন উৎসাহ, উদ্যম ও প্রাণচাঞ্চল্য হারিয়ে মানুষ জীবনিশক্তিহীন, নিস্তেজ ও জড়বৎ হয়ে পড়ে। খেলাধুলার মাধ্যমে দেহ ও মন উভয়ই সজীব হয়।
শৈশবে শিশু যে খেলায় মত্ত থাকে তা তার দেহকে দৃঢ় ও মজবুত করে। কৈশোরে ও যৌবনে সাধারণত শরীরচর্চার মাধ্যমে মানুষ দেহকে গঠন করে। শরীরচর্চার মতো খেলাধুলাও দেহগঠনের সহায়ক। সেইজন্য খেলাধুলাকে জীবনের অপরিহার্য অঙ্গরুপে বিবেচনা করা হয়।
খেলাধূলার মাধ্যমে শৃঙ্খলা
পরস্পরের সঙ্গে সহযোগিতার শিক্ষা আমরা খেলাধুলার মাধ্যমে লাভ করি।
জীবনের ক্ষেত্রে সহযোগিতার মূল্য অসাধারণ। সাফল্য এবং অসাফল্য, জয় ও পরাজয় উভয়কেই সমান ভাবে গ্রহন করবার মহৎ শিক্ষা আমরা খেলাধুলা থেকে অর্জন করি। কারণ খেলার মধ্যে এটাই হলো প্রকৃত খেলোয়াড় সুলভ মনোবৃত্তি বা ” স্পোর্টসম্যান স্পিরিট” ।
আরও পড়ুন – ছাত্র জীবন সৌজন্য ও শিষ্টাচার রচনা
খেলাধূলা শিক্ষার অঙ্গ
খেলাধুলা শিক্ষার অপরিহার্য অঙ্গ। শিক্ষার্থীর দেহ-মন উভয়ই উপযুক্ত রূপে গঠিত হতে পারে খেলাধুলায় মাধ্যমে। শিশুমন স্বভাবতই চঞ্চল। তাই বিদ্যালয়ের রুটিন বাধা পড়াশোনার মাধ্যমে বিরাম দিতে হলে লেখাপড়ার সঙ্গে খেলাধুলার ব্যবস্থা রাখা অপরিহার্য।
যে ছাত্র সর্বক্ষণ পড়াশোনায় নিমগ্ন থাকে, কোন রকম খেলাধুলায় অংশ গ্রহণ করে না, সে কখনো সুস্থ ও মেধাবী হতে পারে না।
উপসংহার
জীবনের সর্বক্ষেত্রেই খেলাধুলার উপযোগিতা ও প্রয়োজনীয়তা আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
আমাদের কর্মমুখর জীবনে উৎসাহ ও আনন্দলাভের জন্য খেলাধুলার প্রয়োজন হয়। জীবনে সাফল্য লাভের যে লক্ষ্য আমাদের কাছে, তা সাধন করতে হলে খেলাধুলাকে জীবন থেকে বর্জন করা চলে না। খেলাধুলা জীবনের লক্ষ্য নয়, আমাদের উদ্দেশ্য সিদ্ধির উপলক্ষ মাত্র।
আরও পড়ুন ক্লিক করে – বাংলা অনুচ্ছেদ লেখার নিয়ম
আরও পড়ুন – সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা
আশা করি আপনি এই পোস্টটি থেকে ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
আপনি যে সমস্ত প্রশ্নের উত্তর এই পোস্টটি থেকে পেয়েছেন তা হলো – খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা, খেলাধুলার প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা, ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা, খেলাধুলার উপকারিতা রচনা ইত্যাদি।
আশা করি এই পোস্টটি আপনার অনেক উপকারে এসেছে।
উপকারে আসলে ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কিত এই পোস্টটি বন্ধু – বান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইলো।
Very Good