[ A to Z ] লক্ষীর ভান্ডার প্রকল্প কি কি লাগবে | বয়স | কারা পাবে | আবেদন পত্র | নিয়ম |

পোস্টটি শেয়ার করুন

Lakhir Bhandar |লক্ষীর ভান্ডার প্রকল্প কি কি লাগবে | বয়স | কারা পাবে | আবেদন পত্র | নিয়ম | লক্ষীর ভান্ডার প্রকল্প কমপ্লেন নাম্বার |

আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে লক্ষীর ভান্ডার প্রকল্প । Lakhir Bhandar Prokolpo চালু করেছেন। 

লক্ষীর ভান্ডার প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ার অনুরোধ রইল। 

লক্ষীর ভান্ডার প্রকল্প

Lakhir Bhandar Prokolpo

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প দ্রুত চালু করার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া লক্ষীর ভান্ডার প্রকল্প সম্পর্কে এই রাজ্যের মহিলাদের জানানোর জন্য সব রকম প্রচার ব্যবস্থা করেছেন। এছাড়া এই প্রকল্পের যোগ্যপ্রার্থী যাতে কেউ না বাদ পড়ে সেই দিকে প্রশাসনিক কর্মকর্তাদের লক্ষ্য রাখতে বলেছেন। 

লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য কে কত টাকা পাবে

লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের যারা তপশিলি জাতি ও উপজাতি মহিলা আছে তারা মাসে ১০০০ টাকা করে পাবে আর যারা সাধারণ শ্রেণীর মহিলা আছে তারা মাসিক ৫০০ টাকা করে পাবে।

লক্ষীর ভান্ডার প্রকল্পের বয়স

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই রাজ্যের যেসব মহিলার বয়স 25 থেকে 60 বছর তারা  Lakshmi Bhandar প্রকল্পের অন্তর্ভুক্ত হবে। 

লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা কবে কিভাবে পাব 

Lakshmi ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি মহিলাদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এই প্রকল্পের টাকা মহিলারা ১ সেপ্টেম্বর ২০২১ সাল থেকে পাবে। 

লক্ষীর ভান্ডার ফর্ম ডাউনলোড

লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন পত্র

লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম আপনারা অন্য কোন জায়গা থেকে সংগ্রহ করবেন না । লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম একমাত্র দুয়ারে সরকার ক্যাম্পে পাবেন । আপনার এলাকায় যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখানে চলে যাবেন আর লক্ষীর ভান্ডার Counter থেকে ফর্ম সংগ্রহ করবেন ।

প্রতিটি ফর্মে একটি করে ইউনিক নাম্বার থাকবে ।

লক্ষীর ভান্ডার প্রকল্পের হেল্পলাইন নাম্বার

লক্ষীর ভান্ডার নিয়ে আপনার যদি কোন অভিযোগ থাকে তাহলে নিচের নাম্বার এ ফোন করে জানাতে পারবেন অথবা লক্ষীর ভান্ডার কাম্পের অফিসার কে জানাতে পারবেন ।

Help Line Number – 1070 / 22143526

লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস লাগবে

  • স্বাস্থ্য সাথী কার্ড
  • আধার কার্ড
  • SC / ST হলে তার কাস্ট সার্টিফিকেট
  • ব্যাংকের পাসবুক
  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি
  • ফর্মে মোবাইল নাম্বার দিতে হবে 
  • WB Official Website

লক্ষীর ভান্ডার কিভাবে ফর্ম ফিলাপ করবো

লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম কিভাবে ফিলাপ করবেন তার বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল Online Shikkha Site দিয়ে দেবো সেখান থেকে সমস্ত কিছু ভালো করে বুঝে নেবেন। 

আরও পড়ুন ক্লিক করে –

স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্প 

Lakhir Bhandar |লক্ষীর ভান্ডার প্রকল্প কি কি লাগবে | বয়স | কারা পাবে | আবেদন পত্র | নিয়ম | লক্ষীর ভান্ডার প্রকল্প কমপ্লেন নাম্বার | 

আশা করি এই পোস্টটি আপনার অনেক উপকারে এসেছে। 

আপনাকে অনেক ধন্যবাদ এই পোস্টটি পড়ার জন্য। 

পোস্টটি উপকারে আসলে নিচে শেয়ার বটনে ক্লিক করে পোস্টটি শেয়ার করুন। 


পোস্টটি শেয়ার করুন

Leave a Comment