মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান রচনা

মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান রচনা

পোস্টটি শেয়ার করুন

আপনি কি অনলাইনে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান রচনা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা অর্জন রচনা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা রচনা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Matrivasar Madhome Sikkhadan Rachana খুঁজছেন,

যদি তাই হয়, 

আপনি সঠিক পোস্টে এসেছেন।

তোমার জীবনের লক্ষ্যর  পোস্টটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ার অনুরোধ রইল।

মাতৃভাষার মাধ্যমে শিক্ষা অর্জন রচনা

ভূমিকা

শিক্ষার উদ্দেশ্যকে সুন্দর ও সার্থক করতে হলে আমাদের বিদ্যালয় ও কলেজের শিক্ষাটা মাতৃভাষার মাধ্যমে হওয়া দরকার । কারণ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দান ও গ্রহণ সহজসাধ্য হয়। শিক্ষার উদ্দেশ্যে যদি মানুষ তৈরি করা হয় তাহলে অতি অবশ্যই মাতৃভাষাকে অবহেলা করা চলবে না । এ বিষয়ে বিভিন্ন শিক্ষাবিদরা একমত যে মাতৃভাষায় শিক্ষার উপযুক্ত মাধ্যম। 

মাতৃভাষা সমস্যা

ভারত নানা ভাষার দেশ । বহু ভাষাভাষী এদেশের মানুষ । যদি শুধুমাত্র মাতৃভাষায় শীক্ষালাভে আগ্রহী হয়, তাহলে একে অপরের সাথে যোগসূত্র কিভাবে রক্ষিত হবে? ভারতে 15 টি ভাষা সংবিধানে স্বীকৃত পেলেও ভারতে ভাষার সংখ্যা ১৭৯ এবং উপভাষার সংখ্যা ৫৪৪, তাই সর্বভারতীয় ক্ষেত্রে শিক্ষার বাহনের কথা চিন্তা করা উচিত। 

আরও পড়ুন ক্লিক করে –

তোমার বিদ্যালয় জীবন রচনা

ডাউনলোড ফ্রী পিডিএফ রচনা

শিক্ষার বাহন

এত সত্বেও আমরা দাবি করব মাতৃভাষায় হবে আমাদের শিক্ষার বাহন । ভারতবর্ষে যদি ভাষার সংখ্যা ১৫৭০ হয়, তবুও এই ১৫৭০ ভাষাভাষী মানুষের জন্য তাদের মাতৃভাষাতেই শিক্ষার ব্যবস্থা করতে হবে । ছাত্র সংখ্যা ক্রমবর্ধমান । প্রাইমারি অর্থাৎ শিক্ষার প্রাথমিক স্তর থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত ওই বহু ভাষাভাষী মানুষকে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া আদৌ সহজ কাজ নয় । তবে আমাদের বাংলা ভাষা অনেক সমৃদ্ধ । এখানে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া কঠিন নয় বরং অনেকখানি সম্ভব।

 রবীন্দ্রনাথ তার ‘ শিক্ষার বাহন ‘ প্রবন্ধে যদিও মাতৃভাষার মাধ্যমে শিক্ষার কথা বলেছিলেন ।‌ তবু তিনি ইংরেজি ভাষাকে সরাসরি উড়িয়ে দিতে পারেননি । তিনি গঙ্গা-যমুনার মতো উভয় ভাষার মাধ্যমকে এই শিক্ষার পরিপূর্ণতা চেয়েছিলেন এবং তিনি ইংরেজির জন্য বিশেষ একটি ঠাঁই করে দিয়েছেন।

ইংরেজি ভাষা

ইংরেজি ভাষার মাধ্যমে উন্নততর জ্ঞান বিজ্ঞানের পরিচয় আমরা নিয়মিত পাই । জ্ঞান-বিজ্ঞানের বিষয়ে ইউরোপ ও আমেরিকা যেভাবে এগিয়ে চলেছে তার সঙ্গে যদি আমরা তাল রাখতে না পারি, তবে প্রগতি থেকে পিছিয়ে পড়া ছাড়া আর আমাদের কোনো গতি থাকে না।

বাঁচবার জন্যই একটি ইউরোপীয় ভাষা শেখা এখন আমাদের পক্ষে জরুরী । বৃহত্তর বিশ্বে এই ভাষায় হবে আমাদের পাসপোর্ট । এদিকে ভারতীয় ভাষাগুলির সঙ্গে যোগসূত্র রাখতে গেলে হিন্দি ভাষা শেখে আমাদের পক্ষে অনুরূপ জরুরী।  সুতরাং ভারতবর্ষের বাসিন্দা হিসাবে এবং সার্থক ভারতীয় নাগরিক হিসেবে তিনটি ভাষার সূত্র আমাদের মেনে চলা দরকার। তবে পূর্ব ভারতের অধিবাসী হিসেবে আমাদের উচিত দক্ষিণ ভারতীয় একটি ভাষা শেখা । জাতীয় সংহিতির প্রয়োজনে একটি খুবই দরকার। 

উপসংহার

উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা একথা বলতে পারি যে সাধারণ শিক্ষার জন্য শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষায় যথেষ্ট । কিন্তু উচ্চতর শিক্ষা, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা আছে। তা নাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতার যুদ্ধে আমরা হেরে যাব । আমাদের দেশের উন্নতির পথ রুদ্ধ হবে। ভারত বিশ্ব সভার আসন থেকে বঞ্চিত হবে।

আরও পড়ুন ক্লিক করে –

একটি উৎসবের স্মৃতি প্রবন্ধ রচনা

অনুচ্ছেদ লেখার নিয়ম 


আশা করি এই পোস্টটি থেকে আপনি –  মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান রচনা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা অর্জন রচনা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা রচনা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Matrivasar Madhome Sikkhadan Rachana সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

আশা করি তোমার জীবনের লক্ষ্য অনুচ্ছেদ রচনার এই পোস্টটি আপনার অনেক উপকারে এসেছে।

আপনাকে জানাই অনেক ধন্যবাদ রচনার এই পোস্টটি পড়ার জন্য।

এই পোস্টটি আপনার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *