Model Activity Task Class 3 2022

Model Activity Task Class 3 2022 Part 2 ( February ) All Subject

পোস্টটি শেয়ার করুন

Model Activity Task Class 3 2022 Part 2 ( February ) All Subject | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3 বাংলা পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3 আমাদের পরিবেশ পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3 স্বাস্থ্য ও শারীরশিক্ষা পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | Class 3 Model Activity Task 2022 ( January, February )

প্রিয় ছাত্র – ছাত্রীরা তোমরা জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসের নতুন টাস্কের উত্তর এখান থেকে দেখে নাও ।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ( ফেব্রুয়ারী )
তৃতীয় শ্রেণি
বাংলা
পূর্ণমান – ১৫

Class 3 Model Activity Task Bengali 2022 Part 2 ( February )

১ ) ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ।

১.১ ) ডাক্তার বাবুর হাতে ছিল – 

উঃ – খ ) ব্যাগ ।

১.২ ) ট্রেন এসে দাঁড়িয়েছিল যে স্টেশনটিতে –

উঃ – গ ) কারমাটার ।

১.৩ ) কুলি যে নামে নিজের পরিচয় দিয়েছিল –

উঃ – ঘ ) ঈশ্বর চন্দ্র শর্মা ।

২ ) নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও ।

২.১ ) ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন কেন ?

উঃ – ডাক্তারবাবুর নিজ হাতে ব্যাগ বইতে লজ্জা বোধ করায় ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন ।

২.২ ) কুলি ডাক্তারবাবুর ব্যাগ কোথায় পৌঁছে দিয়েছিল ?

উঃ – কলি ডাক্তারবাবুর ব্যাগ স্টেশনের বাইরে থাকা পালকিতে পৌঁছে দিয়েছিল ।

২.৩ ) ‘ তিনি প্রতিজ্ঞা করলেন…’ – ডাক্তারবাবু কি প্রতিজ্ঞা করলেন ?

উঃ – ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন যে তিনি নিজের কাজ নিজে হাতে করতে আর কখনো সংকুচিত হবেন না ।

পরবর্তী মাসের টাক্সের উত্তর জানার জন্য ( আমাদের ইউটিউব চ্যানেল Online Shikkha Site ) সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল আইকনে ক্লিক করে রাখো )

৩ ) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ।

৩.১ ) ‘ একটি ট্রেন এসে দাঁড়ালো ‘ । – এরপর কি দেখা গেল ?

উঃ – কারমাটার রেল স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়ানোর পর দেখা গেল ট্রেন থেকে এক বাঙালি ডাক্তার বাবু নামলেন । তার হাতে একটি ব্যাগ ছিল । নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হওয়ায় তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন ।

৩.২ ) কলি বললো, পয়সা লাগবে না – কেন সে একথা বলেছিল ?

উঃ – ট্রেন থেকে ডাক্তারবাবু নেমে নিজের হাতে ব্যাগটি বইতে লজ্জা বোধ করছিলেন । তাই তাকে সাহায্য করার জন্যে ঈশ্বর চন্দ্র শর্মা ব্যাগটি বইয়ে দিয়েছিলেন, পারিশ্রমিক নেওয়ার জন্য নয় । এই কারণে তিনি বলেছিলেন যে তার পয়সা লাগবে না ।

৩.৩ ) ‘ নাম শুনে ডাক্তারবাবুর চমকে উঠলেন ‘ । – তার চমকে ওঠার কারণ কি ?

উঃ – ডাক্তারবাবু চমকে উঠলেন কারণ ডাক্তারবাবু যাকে কুলি ভেবে ব্যাগ বইতে দিয়েছিলেন তিনি স্বয়ং পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । 

৪ ) নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখ ।

প্রশ্ন – ‘ ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো ‘ । – ডাক্তারবাবু কিভাবে উচিত শিক্ষা লাভ করলেন ? 

উত্তর – ট্রেন থেকে নামার পর ডাক্তারবাবু তার নিজের ব্যাগ নিজের হাতে নিয়ে যেতে লজ্জা বোধ করলেন । তাই তিনি কুলি কুলি বলে ডাক দিলেন । কুলি তাঁর ব্যাগ পালকিতে তুলে দেওয়ার পর ডাক্তারবাবু তাকে পারিশ্রমিক দিতে গিয়ে জানতে পারেন যে তিনি কুলি নন,  তিনি হলেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । এই ঘটনায় ডাক্তারবাবু খুবই নিজেকে লজ্জিত বোধ করলেন এবং নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন । এভাবেই তিনি উচিত শিক্ষা  পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে লাভ করলেন।

Class 3 Bengali Task Part 2 Full Marks 15 | Class 3 Bengali Task February 2022 Full Marks 15 | Model Activity Task Class 3 Bengali Part 2 February 2022 |

মডেল অ্যাক্টিভিটি টাস্ক (ফেব্রুয়ারী )
তৃতীয় শ্রেণি
আমাদের পরিবেশ
পূর্ণমান – ১৫

Class 3 Model Activity Task Amader Poribesh 2022 Part 2 ( February )

১. বামে স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।

১.১ ) পেঁয়াজখ ) কান্ড
১.২ ) কাঁচকলাগ ) রক্তাল্পতা
১.৩ ) ফুলকপিক ) কুঁড়ি

২ ) একটি বাক্যে উত্তর দাও ।

২.১ ) লালার প্রধান কাজ কি ?

উঃ – মুখের লালা রস আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে ।

২.২ ) খাদ্য কাকে বলে ?

উঃ – যেসব খাদ্য খেলে আমরা সহজেই হজম করতে পারি তাই হল খাদ্য ।

২.৩ ) কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম লেখ ।

উঃ – পেঁয়াজ ।

৩ ) একটি বা দুটি বাক্যে উত্তর দাও ।

৩.১ ) অনেক সময় আমরা খাবার হজম করতে পারি না কেন ?

উঃ – অনেক সময় আমরা খাবার হজম করতে পারি না কারণ – আমরা যদি অতিরিক্ত খাবার খেয়ে ফেলি তখন হজমের সমস্যা হয় ।বাসি খাবার, খারাপ খাবার খেলে আমাদের হজমের সমস্যা হয় ।

৩.২ ) এমন দুটি আনাজের নাম লেখ যা মাটির নিচে হয় ।

উঃ – আলু ও গাজর ।

৩.৩ ) নিমপাতা ও মোচা খাওয়ার উপকারিতা কি কি ?

উঃ – নিম পাতা খাওয়ার উপকারিতা হলো – নিম পাতা খেলে আমারা খোস পাঁচড়া বিভিন্ন রোগ হতে দূরে থাকি।

মোচা খাওয়ার উপকারিতা হলো – মোচা আমাদের শরীরের রক্ত অল্পতার সমস্যা মেটায় ‌।

৪ ) দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও ।

প্রশ্ন – ফল শরীরের জন্য খুব দরকারি – এ বিষয়ে তোমার মতামত লেখ ।

উওর – ফলে থাকা বিভিন্ন উপাদান আমাদের শরীর ভালো রাখতে সাহায্য করে যা ফল ছাড়া অন্য কোন খাবারে পাওয়া যায় না। এছাড়া অসুখ বিসুখ হলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে সেই সময় ফল খেলে আমাদের শরীরের অনেক উপকার হয় । এছাড়াও ফল খেলে আমরা বিভিন্ন রোগ হইতে দূরে থাকি । ফল আমাদের শরীরের জলের ঘাটতিতে সাহায্য করে ।

Class 3 Amader Poribesh Task Part 2 Full Marks 15 | Class 3 Amader Poribesh Task February 2022 Full Marks 15| Model Activity Task Class 3 Amader Poribesh Part 2 February 2022 |

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ( ফেব্রুয়ারী )
তৃতীয় শ্রেণি
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পূর্ণমান – ১৫

Class 3 Model Activity Task 2022 Sasto O Sarir Sikha

১ ) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ।

ক ) প্রতিদিন সু অভ্যাস পালন করলে কি কি সুবিধা হয় ?

উঃ – প্রতিদিন সু অভ্যাস পালন করলে আমাদের শরীর ও মন ভাল থাকে তার সাথে আমরা বিভিন্ন রোগ থেকে দূরে থাকি।

খ ) প্রতিদিন বাড়িতে তুমি কি কি কাজ করো তার তালিকা তৈরি করো ।

উঃ – এটি তোমরা নিজেরা করো ।

গ ) প্রতিদিন কি অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে ?

উঃ – প্রতিদিন ব্যায়াম করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে ।

ঘ ) তুমি নিজে অনুশীলন করো এমন যেকোন দুটি যোগাসনের নাম লেখ ।

উঃ – আমি নিজে অনুশীলন করি এমন দুটি যোগাসনের নাম হল পদ্মাসন ও হলাসন ।

ঙ ) স্কুলে কি কি শেখা যায় ?

উঃ – স্কুলে পড়াশোনা ছাড়াও শৃঙ্খলা, ভদ্রতা, শিষ্টচার প্রভৃতি শেখা যায় ।

চ ) কারা কারা তোমার গুরুজন তা লেখ ।

উঃ – যারা আমার থেকে বয়সে বড় তারা সকলে আমার গুরুজন । যেমন – পিতা-মাতা, চাচা চাচি, শিক্ষক সকলেই গুরুজন ।

ছ ) কোন কোন কাজ তোমাদের নিজেদের করা উচিত তা তালিকাভুক্ত করো ।

উঃ – পড়াশোনার পর বই পত্র গুছিয়ে রাখা, নিজের জামা কাপড় গুছিয়ে রাখা, নিজের কাপড় নিজে কাচা প্রভৃতি কাজ আমাদের নিজেদের করা উচিত।

জ ) কোন সময়ের চেয়ে জীবন অনেক মূল্যবান বলে তুমি মনে করো তা লেখ ।

উঃ – সময়ের চেয়ে আমাদের জীবন অনেক বেশি মূল্যবান । কারণ সময় বাঁচাতে গিয়ে আমরা দুর্ঘটনার কবলে পরে যদি আমরা মারা যায় তা আর কখনো ফেরত পাওয়া যাবে না । তাহলে সেই সময় তার আর কোনো কাজেই আসবে না ।

ঝ ) খাবার কেন ঢেকে রাখতে হয় তা লেখো ।

উঃ – খাবার ঢেকে না রাখলে সেই খাবারে ধুলোবালি, ময়লা এবং বিষাক্ত পোকামাকড় বসে খাবারকে রোগের আধারে পরিণত করতে পারে । তাই আমাদের সবসময় খাবার ঢেকে রাখা উচিত ।

ঞ ) থুথু অতি নোংরা জিনিস ব্যাখ্যা করো ।

উঃ – থুথুতে নানারকম জীবাণু থাকে । থুথু থেকেই যক্ষা, কাশি, টিভি প্রভৃতি রোগ ছড়ায় ।

ট ) প্রতিদিন শোয়ার আগে আমাদের কি কি করতে হবে ?

উঃ – প্রতিদিন শোয়ার আগে আমাদের ভালো করে দাঁত মাজতে হবে তারপর মশারি টাঙিয়ে বিছানায় শুতে হবে ।

ঠ ) খেলাধুলো করলে আমাদের কি কি উপকার হয় তা লেখ ।

উঃ – খেলাধুলা করলে আমাদের শরীরের অনেক উপকার হয় । যেমন – আমাদের মন সুস্থ ও সবল থাকে, আমাদের শরীরের সমস্ত অঙ্গ পতঙ্গ সবল থাকে, এছাড়া মানসিক ও সামাজিক বিকাশ ঘটে।

ণ ) আমাদের কি কি খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় তা তালিকাভুক্ত করো ।

আমাদের শরীর ভালো রাখতে গেলে যে সমস্ত খাবার খাওয়া প্রয়োজন তাহলো –

মাছ, মাংস, ডিম, দুধ প্রভৃতি।

শাক সবজির মধ্যে – বিট, গাজর, ফুলকপি, বাঁধাকপি, লাউ, কুমড়ো ।

ফলের মধ্যে – আম, কলা, পেয়ারা, লেবু, আপেল, শসা প্রভৃতি ফল ।

Class 3 Sasto O Sarir Sikha Task Part 2 Full Marks 15 | Class 3 Sasto O Sarir Sikha Task February 2022 Full Marks 15 | Model Activity Task Class 3 Sasto O Sarir Sikha Part 2 February 2022

Model Activity Task Class 3 2022 Part 2 ( February ) All Subject | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3 বাংলা পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3 আমাদের পরিবেশ পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3 স্বাস্থ্য ও শারীরশিক্ষা পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | Class 3 Model Activity Task 2022 ( January, February )

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ( জানুয়ারী )
তৃতীয় শ্রেণি
বাংলা
পূর্ণমান – ১৫

Model Activity Task Class 3 Bengali 2022 Part 1 ( January)

১ ) ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো । 

১.১ ) ‘ সত্যি সোনা ‘ গল্পে বুড়ো চাষী তার ছেলেকে ডেকে বলেছিলেন – 

উঃ – খ ) মাটির নিচে পুঁতে রাখা সোনার কথা । 

১.২ ) চাষির ছেলেটি ছিল – 

উঃ – গ ) অত্যন্ত অলস । 

১.৩ ) ‘ তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা । ‘ একথা বলেছিল – 

উঃ – গ ) বুড়ো চাষীর ছেলের বউ । 

২ ) নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও । 

২.১ ) ‘ অথচ টাকা পয়সার লোভ তার ষোল আনা ‘ । – ‘ ষোল আনা ‘ শব্দের অর্থ কি ? 

উঃ –  ‘ ষোল আনা ‘ শব্দের অর্থ পুরোপুরি । 

২.২ ) ‘ ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে ‘ । – ছেলের মনে কিসের লোভ ?  

উঃ – ছেলের মনে সোনা পাওয়ার লোভ ছিল । 

২.৩ ) ‘ এই তার স্বামীর প্রথম রোজগার ‘ । – স্বামী কিভাবে রোজগার করেছিল ? 

উঃ – বুড়ো চাষীর ছেলে জমিতে ধান চাষ করে তারপর সেই ফসল কেটে হাটে বিক্রি করে । সেই ফসল হাটে বিক্রি করে এক থলি টাকা পেয়েছিল । এইভাবেই তার স্বামী প্রথম রোজগার করেছিল । 

৩ ) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও । 

৩.১ ) ‘ সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় । ‘ – বক্তা কে ? তিনি কোন কথা বলবেন ? 

উঃ – বক্তা হলেন বুড়ো চাষী । 

বুড়ো চাষী তার ছেলেকে বলবেন সোনা কোথায় লুকানো আছে, সেই কথা । 

৩.২ ) বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষীর ছেলে কি করেছিল ? 

উঃ – বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষীর ছেলে দুজন মজুর ডেকে এনে জমি খুঁড়তে লাগিয়ে দেয় । 

৩.৩ ) ‘ মিছিমিছি আমায় খাটিয়ে মারলে ‘ । – কেন কথকের এমনটি মনে হয়েছে ? 

উঃ – ‘ সত্যি সোনা ‘ গল্পে বুড়ো চাষীর ছেলে সোনা পাওয়ার লোভে তার বাবার কথা শুনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি খোঁড়াখুঁড়ি করে । কিন্তু জমি খুঁড়ে বুড়ো চাষীর ছেলে কোন সোনা পায়নি । তাই সে বিরক্ত হয়ে তার মনে হয়েছিল যে তাকে মিছিমিছি খাটিয়ে মারা হয়েছে । 

৪ ) নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখ ।  

৪.১ ) ‘ সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে ‘ । – মাঠ কিভাবে সত্যি সোনায় ভরে উঠেছিল, তা ‘ সত্যি সোনা ‘ গল্প অনুসরণে আলোচনা করো । 

উঃ – বুড়ো চাষীর ছেলে সোনা পাওয়ার লোভে জমি খুঁড়তে শুরু করে কিন্তু সোনা না পেয়ে চাষির ছেলে তার বউয়ের কথায় জমিতে ধান চাষ করে । সে বছর ভালো বৃষ্টি হওয়ায় সারা মাঠ শস্যতে ভরে ওঠে । সোনার রং এর সঙ্গে পাকা ধানের মিল থাকায় মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হয়েছিল মাঠ যেন সত্যি সোনায় ভরে উঠেছে । 

আরও দেখো –

Class 3 English Task Answer ( January 2022 )

Class 3 All Subject Answer 2022Click Here

Class 3 Bengali Task Part 1 Full Marks 15 | Class 3 Bengali Task January 2022 Full Marks 15 | Model Activity Task Class 3 Bengali Part 1 January 2022 |

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ( জানুয়ারী )
তৃতীয় শ্রেণি
আমাদের পরিবেশ
পূর্ণমান – ১৫

Model Activity Task Class 3 Amader Poribesh 2022 Part 1 ( January)

১ ) ঠিক উত্তর নির্বাচন করো । 

১.১ ) তোমরা নানা রকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো সেটি হল – 

উঃ – খ ) জিভ । 

১.২ ) ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় – 

উঃ – খ ) পায়ের । 

১.৩ ) পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে পরে না – 

উঃ -গ ) নখ । 

২ ) শূন্যস্থান পূরণ করো । 

২.১ ) মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ ______ উপস্থিতি । 

উঃ – বুদ্ধির । 

২.২) লোহিত কণিকা কমে গেলে _______ হয় । 

উঃ – রক্তাল্পতা । 

২.৩ ) শিং আছে এমন একটি প্রাণী হল _________ । 

উঃ – গোরু । 

৩ ) একটি বা দুটি বাক্যে উত্তর দাও । 

৩.১ ) স্কিপিং এর সময় শরীরের কোন কোন অংশের কাজ হয় ? 

উঃ – স্কিপিং করার সময় শরীরের বিভিন্ন অংশের কাজ হয় যেমন – আঙুল, কব্জি, কনুই, কাঁধ, কোমর এছাড়া পায়ের কাজও হয় । 

৩.২ ) কি কারণে কানে শোনার অসুবিধে হয় ? 

উঃ – কানে ময়লা জমলে শোনার অসুবিধে হয় । 

৩.৩ ) ব্যায়াম কেন উপকারী ?  

উঃ – ব্যায়াম আমাদের শরীরে খুব উপকারী । কারণ – 

নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীরের সমস্ত অঙ্গ ঠিকঠাক থাকে । 

নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীর ও মন সুস্থ থাকে । 

নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীরে রক্ত চলাচল ঠিক থাকে । 

নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীরের হাড়ের জয়েন্ট গুলি সচল থাকে । 

৪ ) দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও । 

৪.১ ) দাঁত মাজার নিয়ম কি? 

উঃ – দাঁত মাজার নিয়ম হলো – নিচের দাঁতে তলা থেকে উপরে ব্রাশ টানতে হয় । আর উপরের দাঁতে  উপর থেকে নিচে ব্রাশ টানতে হয় । 

Class 3 Amader Poribesh Task Part 1 Full Marks 15 | Class 3 Amader Poribesh Task January 2022 Full Marks 15| Model Activity Task Class 3 Amader Poribesh Part 1 January 2022 |

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ( জানুয়ারী )
তৃতীয় শ্রেণি
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পূর্ণমান – ১৫

Model Activity Task Class 3 Health and Physical Education 2022 Part 1 ( January)

১ ) শব্দ ঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো । 

ক ) উত্তর – স্বাস্থ্য বিধান । 

খ ) উত্তর – ভালবাসতে । 

গ ) উত্তর – সু অভ্যাস । 

ঘ ) উত্তর – জরুরী । 

ঙ ) উত্তর – যোগাসন । 

চ ) উত্তর – ভুজঙ্গাসন । 

ছ ) উত্তর – শেখার । 

জ ) উত্তর – গুরুজন । 

ঝ ) উত্তর – হেঁটে । 

ঞ ) উত্তর – কঠিন । 

ট ) উত্তর – সাফাই । 

ঠ ) উত্তর – ভিটামিন । 

ড ) উত্তর – পেয়ারা । 

ঢ ) উত্তর – আগে । 

ণ ) উত্তর – থুতু । 

Class 3 Health and Physical Education Task Part 1 Full Marks 15 | Class 3 Health and Physical Education Task January 2022 Full Marks 15 | Model Activity Task Class 3 Health and Physical Education Part 1 January 2022 |


তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো।  আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।  

Model Activity Task Class 3 2022 Part 2 ( February ) All Subject | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3 বাংলা পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3 আমাদের পরিবেশ পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 3 স্বাস্থ্য ও শারীরশিক্ষা পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | Class 3 Model Activity Task 2022 ( January, February )

আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে।

এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *