Class 5 Model Activity Task 2022 Amader Poribesh

Class 5 Model Activity Task 2022 Amader Poribesh Part 2 ( February )

পোস্টটি শেয়ার করুন

Class 5 Model Activity Task 2022 Amader Poribesh Part 2 ( February ) | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 আমাদের পরিবেশ উত্তর জানুয়ারী ২০২২ পার্ট ১ পার্ট ২ | Model Activity Task Class 5 Amader Poribesh Part 1 Part 2 January 2022 Answer|

জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে Class 5 আমাদের পরিবেশের যে নতুন ( ২০২২ সাল ) Model Activity Task দেওয়া হয়েছে। তার উত্তর এখান থেকে দেখে নাও ।

Class 5 All Subject JanuaryAnswer Pdf

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ( ২০২২ )
পঞ্চম শ্রেণী
আমাদের পরিবেশ ( ফেব্রুয়ারী )
পূর্ণমান – ১৫

Model Activity Task Class 5 Amader Poribesh Part 2 February 2022

১ ) ঠিক উত্তরটি নির্বাচন করো ।

১.১ ) মাটির একটি স্বাভাবিক উপাদান হলো –

উঃ – ঘ ) ঘাসের টুকরো ।

১.২ ) নিচের যেটির জল ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি সেটি হল –

উঃ – ক ) এঁটেল মাটি ।

১.৩ ) নিচের যেটির সাহায্যে মাটির নমুনাকে পরীক্ষা করা যায় সেটি হল –

উঃ – গ ) আতশকাচ ।

২ ) একটি বাক্যে উত্তর দাও ।

২.১ ) একটি রাসায়নিক পদার্থের নাম লেখ যা জল শোধন এ ব্যবহার করা হয় ।

উঃ – পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো এমন একটি রাসায়নিক পদার্থ যা জল শোধনে ব্যবহার করা হয় ।

২.২ ) তোমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়ার কথা লেখ ।

উঃ – আমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়া হলো – দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায় ।

২.৩ ) বৃষ্টির জল ধরে সেই দিয়ে করা যাবে এমন একটি কাজের কথা লেখ ।

উঃ – বৃষ্টির জল ধরে আমরা স্নানের কাজে লাগাতে পারবো।

আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে –

Class 5 Bengali Task 2022

৩ ) একটি বা দুটি বাক্যে উত্তর দাও ।

৩.১ ) পলিথিনের টুকরো কিভাবে মাটির ক্ষতি করে ?

উঃ – পলিথিনের টুকরো মাটিকে আলো-হাওয়া পেতে দেয় না এবং গাছের শিকড়গুলোকে মাটিতে ঢোকার সময় বাধা দেয় । এই ভাবেই পলিথিনের টুকরো মাটির ক্ষতি করে ।

৩.২ ) কি কি উপায়ে মাটির উর্বরতা বাড়ানো যায় ?

উঃ – মাটির উর্বরতা বাড়ানোর উপায় গুলি হল –

i ) মাটিতে নাইট্রোজেন সার, ফসফেট সার, কম্পোস্ট সার ও জৈব সার দিলে মাটি উর্বর হয় ।

ii ) মাটির সজীব উপাদান ( যেমন কেঁচো ) এবং এমন আরও ছোট ছোট জীব ও জীবাণুদের সংখ্যা মাটিতে ঠিকমতো বজায় রাখতে হবে ।

৩.৩ ) কি ধরনের মাটি ধান চাষের পক্ষে ভালো ?

উঃ – যে মাটি সহজে কাদা করা যায় তাতেই সহজে জল জমে । সেখানে ধান রোয়া যায় । সেই মাটিই ধান চাষের পক্ষে ভালো । যেমন এঁটেল ও দো-আঁশ মাটিতে ধান চাষ ভালো হয় ।

৪ ) দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও ।

৪.১ ) পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত ?

উঃ – পুকুরের জল পরিষ্কার রাখতে যে যে নিষেধাজ্ঞা জারি করা উচিত তা হল –

i ) পুকুরে কাপড়কাচা, বাসন মাজা, গবাদি পশু দের স্নান করানো যাবে না ।

ii ) পুকুরে বাড়ির নোংরা আবর্জনা, পলিথিন ক্ষতিকর পদার্থ ফেলা যাবে না।

iii ) পুকুরে মলমূত্র ত্যাগ করা যাবে না।

Class 5 Amader Poribesh Part 2 February 2022 | Class 5 Amader Poribesh 2022 | Class V Amader Poribesh Part 2 Task Answer 2022 | Class 5 Amader Poribesh Task Part 2 February 2022

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পঞ্চম শ্রেণী
আমাদের পরিবেশ ( জানুয়ারী )
পূর্ণমান – ১৫

Model Activity Task Class 5 Amader Poribesh Part 1 January 2022

১ ) ঠিক বাক্যের পাশে চিহ্ন ( রাইট ) আর ভুল বাক্যের পাশে ( ক্রস ) চিহ্ন দাও । 

১.১ ) ত্বকে রোদ লাগলে ভিটামিন-সি তৈরি হয় । 

উঃ – ভুল । 

১.২ ) নার্ভ, পেশি, শিরা ও ধমনীকে রক্ষা করে চামড়া । 

উঃ – ঠিক । 

১.৩ ) একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে ৩০০০ টি হাড় থাকে । 

উঃ – ভুল ।

২ ) বাম স্তম্ভের সঙ্গে ডানে স্তম্ভের মিল করে লেখ । 

২.১ ) মেলানিনগ ) ত্বক
২.২ ) হিউমেরাসক ) হাতের হাড়
২.৩ ) ফিমারঘ ) পায়ের হাড়

৩ ) একটি বা দুটি বাক্যে উত্তর দাও । 

৩.১ ) মানুষের শরীরে কুনই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম লেখ । 

উঃ – মানুষের শরীরে কুনই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম হল আলনা ও রেডিয়াস । 

৩.২ ) পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যে কোনো দুটো কাজের উল্লেখ করো । 

উঃ – পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তা হল – 

১ ) দেখার জন্য ও পড়ার জন্য চোখের পেশি কাজ করে । 

২ ) চলাহাঁটা ও দৌড়ানোর ক্ষেত্রে পায়ের পেশি কাজ করে । 

৩ ) হাতে কোন কিছু কাজ করার জন্য হাতের পেশি কাজ করে ।  

৩.৩ ) আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কি ? 

উঃ – রক্ত আমাদের শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় । এছাড়া রক্তে থাকা বিভিন্ন উপাদান জীবাণু ধ্বংস করতে সাহায্য করে । আবার ওষুধ খেলে রক্তের মধ্যে ওষুধ গুলে যায় এবং রক্তের মাধ্যমে সেই ওষুধ ক্ষতস্থানে পৌঁছে যায় ।

৪ ) দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও । 

প্রশ্ন – হাড়ের জোড় না থাকলে আমাদের কি কি অসুবিধা হতো ? 

উত্তর – হাড়ের জোড় না থাকলে আমাদের যে সব জিনিস করতে অসুবিধা হতো তা হল – 

১ ) আমরা সঠিকভাবে দেও সঞ্চালন ও চলন গমন করতে পারতাম না । 

২ ) হাত মুঠো করতে, মাথা ঘাড় ঘোরাতে, হাত পা ভাঁজ করতে সমস্যা হতো । 

Class 5 Amader Poribesh Part 1 January 2022 | Class 5 Amader Poribesh 2022 | Class V Amader Poribesh Part 1 Task Answer 2022 | Class 5 Amader Poribesh Task Part 1 January 2022


তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো।  আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।  

Class 5 Model Activity Task 2022 Amader Poribesh Part 2 ( February ) | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 আমাদের পরিবেশ উত্তর জানুয়ারী ২০২২ পার্ট ১ পার্ট ২ | Model Activity Task Class 5 Amader Poribesh Part 1 Part 2 January 2022 Answer|

আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে। 

এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *