Class 5 Model Activity Task Answer 2021

5874
Class 5 Model Activity Task Answer 2021
সরকারি সুবিধা,সরকারি প্রকল্প, শিক্ষামূলক পোস্ট,সমস্ত ধরনের অফার,ইনকাম সম্পর্কিত পোস্ট (Online Shikkha Site টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন )Click Here

Class 5 Model Activity Task Answer 2021 [ All Part Pdf ] | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 সমস্ত বিষয়ের উত্তর | Model Activity Task Class 5 [ Part 7 October Answer Pdf 2021 ] | Class 5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা, আমাদের পরিবেশ, গণিত, স্বাস্থ্য ও শারীরশিক্ষা উত্তর |

তোমরা যারা ক্লাস V এ পড়াশুনা করছো , তোমাদের জন্য এই বছর অর্থাৎ অক্টোবর মাসে যে নতুন ( ২০২১ সাল ) Model Activity Task দেওয়া হয়েছে। তার সমস্ত উত্তর এখান থেকে Download করে নাও ।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 বাংলা পাট 7 উত্তর [ অক্টোবর ]

প্রিয় ছাত্র – ছাত্রীরা আমি তোমাদের সাথে মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class V বাংলা পাট 7 অক্টোবর টাস্কের উত্তর শেয়ার করছি ।

তুমি নিচের লিঙ্কে ( উত্তর দেখো ) তে ক্লিক করে Class 5 বাংলার সমস্ত উত্তর দেখে নাও ।

Class 5 বাংলা পাট 7উত্তর দেখো

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 আমাদের পরিবেশ পাট 7 উত্তর [ অক্টোবর ]

প্রিয় ছাত্র – ছাত্রীরা আমি তোমাদের সাথে মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class V আমাদের পরিবেশ পাট 7 অক্টোবর টাস্কের উত্তর শেয়ার করছি ।

তুমি নিচের লিঙ্কে ( উত্তর দেখো ) তে ক্লিক করে Class 5 আমাদের পরিবেশের সমস্ত উত্তর দেখে নাও ।

Class 5 আমাদের পরিবেশ পাট 7উত্তর দেখো

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 English পাট 7 উত্তর [ অক্টোবর ]

প্রিয় ছাত্র – ছাত্রীরা আমি তোমাদের সাথে মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class V English পাট 7 অক্টোবর টাস্কের উত্তরের পিডিএফ শেয়ার করছি ।

তুমি নিচের লিঙ্কে ( ডাউনলোড উত্তর ) তে ক্লিক করে Class 5 English এর সমস্ত উত্তর ডাউনলোড করে নাও ।

Class 5 English পাট 7ডাউনলোড উত্তর

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 গণিত পাট 7 উত্তর [ অক্টোবর ]

প্রিয় ছাত্র – ছাত্রীরা আমি তোমাদের সাথে মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class V গণিত পাট 7 অক্টোবর টাস্কের উত্তরের পিডিএফ শেয়ার করছি ।

তুমি নিচের লিঙ্কে ( ডাউনলোড উত্তর ) তে ক্লিক করে Class 5 গণিত এর সমস্ত উত্তর ডাউনলোড করে নাও ।

Class 5 গণিত পাট 7ডাউনলোড উত্তর

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 স্বাস্থ্য ও শারীরশিক্ষা পাট 7 উত্তর [ অক্টোবর ]

প্রিয় ছাত্র – ছাত্রীরা আমি তোমাদের সাথে মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class V স্বাস্থ্য ও শারীরশিক্ষা পাট 7 অক্টোবর টাস্কের উত্তরের পিডিএফ শেয়ার করছি ।

তুমি নিচের লিঙ্কে ( ডাউনলোড উত্তর ) তে ক্লিক করে Class 5 স্বাস্থ্য ও শারীরশিক্ষা এর সমস্ত উত্তর ডাউনলোড করে নাও ।

Class 5 স্বাস্থ্য ও শারীরশিক্ষা অক্টোবরডাউনলোড উত্তর

[ 3rd Part 2021 ] Model Activity Task Class 5 All Subject Part 6

উত্তর ডাউনলোড করার আগে পোস্টটি ফেসবুকে শেয়ার করতে হবে [ উপরে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করো ]

Class 5 Bengali Part 6ডাউনলোড উত্তর
Class 5 English Part 6ডাউনলোড উত্তর
Class 5 Amader Poribesh Part 6ডাউনলোড উত্তর
Class 5 গণিত Part 6ডাউনলোড উত্তর
Class 5 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Part 6ডাউনলোড উত্তর

Class 5 Bengali Part 6 | Class 5 English Part 6 | Class 5 Amader Poribesh Part 6 | Class 5 গণিত Part 6 | Class 5 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Part 6 |

Class 5 Model Activity Task Part 5 Answer Pdf

Class 5 Model Activity Task Answer [ All Part Pdf ] | Model Activity Task Class 5 Answer Pdf 2021 | Class 5 Model Activity Task Part 5 All Subject Answer Pdf | Class 5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা, আমাদের পরিবেশ, গণিত, স্বাস্থ্য ও শারীরশিক্ষা উত্তর |

Class 5 Bengali Part 5Answer Pdf
Class 5 English Part 5Answer Pdf
Class 5 Amader Poribesh Part 5Answer Pdf
Class 5 Mathematics Part 5Answer Pdf
Class 5 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Part 5Answer Pdf

Model Activity Task Class 5 Part 4

Class 5 Bengali Part 4Answer Pdf
Class 5 English Part 4Answer
Class 5 Amader Poribesh Part 4Answer Pdf
Class 5 Mathematics Part 4Answer Pdf
Class 5 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Part 4Answer Pdf

Model Activity Task Class 5 Bengali Answer ( Part -1 )

নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১ ) গল্পবুড়ো কেন ছোটদের ছুটে আসা ডাক দিয়েছেন ?

উত্তর – শীতের ভোরে যখন উত্তরে হাওয়া বইছে সেই সময় থুত্থুরে এক গল্পবুড়ো চেঁচিয়ে মুখ ব্যথা করে।  ছোট ছোট ছেলেমেয়েদের উদ্দেশ্যে রূপকথা চাই, রূপকথা চাই বলতে বলতে তাড়াতাড়ি হেঁটে চলেছে।  

গল্পবুড়োর কাঁধের ঝোলা বা তল্পিটাই অনেক মন ভোলানো গল্প ভরা আছে।  যার মধ্যে দত্যি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তর এর কথা এবং পক্ষীরাজ ও মনপবনের দাঁড়ের আজগুবি সব কারখানার কাহিনী ভর্তি আছে।  এগুলো দেখানোর জন্যই গল্পবুড়ো ছোটদের ছুটে আসা ডাক দিয়েছেন। 

২ ) লাডাকে জওয়ানদের ঘাঁটিতে বুনোহাঁসের কি করছিল ?

উত্তর – লাদাকের এক নির্জন স্থানে জওয়ানদের একটা ঘাঁটি ছিল।  শীতের শুরুতে দলে দলে হাঁস মাথার ওপর দিয়ে উড়ে দক্ষিণ দিকে যায়।  একদিন তারা দেখল দুটো হাঁস দল ছেড়ে নেমে এলো। পরে দেখা গেল একটা হাঁসের ডানা জখম হয়েছে। 

জওয়ানরা তাদের মুরগি রাখার খাঁচায় হাঁসটিকে রাখলো। আস্তে আস্তে হাঁসের ডানা সারলো।হাঁসটি জওয়ানদের দেওয়া ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খাবার খেয়ে সুস্থ হতে লাগলো। হাঁসটা সেরে উঠলো।  তারপর একদিন দেখল শীতের শেষে ফিরতি হাঁসদের সঙ্গে হাঁসটি উড়ে গেছে। 

৩ ) এতোয়া কিভাবে সারাদিন ঘুরে বেড়ায় ?

উত্তর – মহাশ্বেতা দেবীর এতোয়া মুন্ডার কাহিনী তে এতোয়া হল এই গদ্যাংশের প্রধান চরিত্র। রবিবারে জন্ম বলে তার নাম এতোয়া। এতোয়ার সাথে সব সময় একটা বস্তা থাকে। গরু চরাতে চরাতে আম, শুকনো কাঠ, মেটে আলু, পুকুর পাড় থেকে তোলা শাক সব নিজের বস্তায় ভোরে নেয়।  তারপর সুবর্ণরেখাতে বাঁশের বোনা জালটাকে পাতে।  আর মনে মনে নিজেকে রাজা ভাবতে থাকে। 

৪ ) বিমলার অভিমানের কারণ কি ?

উত্তর – বিমলার অভিমান করার কারণটি সঙ্গত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির যাবতীয় কাজকর্ম বিমলা করে। সকলের ফাই ফরমাশ খাটে।  কিন্তু বাড়িতে খাবার এলে পরিমাণে সে সবথেকে কম পায়।  তখন আর তার কথা কারোর মনে পড়েনা। তার দাদা বড় তাই বেশি খাবে, আর ভাই ছোট তাই বেশি খাবে।  সে মধ্যিখানে পরে যেন ছাইড়ের নুরো হয়ে গেছে। 

তাই তার অভিমান মূলত তার বাবা-মা এবং বাড়ির বড়দের ওপর।  তার এই অভিমানটি তার না খাওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে ফুটে উঠেছে। 

৫ ) শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কোথায় ?

উত্তর – শব্দ – অর্থবোধক ধনি বা ধনীগুচ্ছ কে শব্দ বলে। শব্দের সাথে বিভক্তি থাকে না। 

পদ – শব্দ যখন বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে।  পদের সাথে বিভক্তি থাকে। 

Model Activity Task Class 5 Bengali Answer ( Part -2 )

১ ) নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 

১.১ ) ” কি আছে মোর তল্পিটাই / দেখবি যদি জলদি আয় ” – গল্পবুড়োর তল্পিতে কি কি দেখতে পাওয়া যাবে ?

উত্তর – গল্পবুড়োর কাঁধের ঝোলা বা তল্পিটাই অনেক মন ভোলানো গল্প ভরা আছে।  যার মধ্যে দত্যি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তর এর কথা সার বাঁধা কাহির পাহাড়,  চোখ ধাঁধানো হীরা – মানিক, ঝলমলে সোনার কাঠি, ময়নামতির টলমলে জল এবং তেপান্তরের মাঠ ও হট্টমেলার হাট সহ গল্পবুড়োর তল্পিতে দেখতে পাওয়া যায়। 

১.২ ) ‘ এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল ‘ – ‘ বুনোহাঁস গল্প ‘ অনুসারে শীতকালটির বর্ণনা দাও। 

উত্তর – সাড়া শীতকাল বুনোহাঁস দুটি জওয়ানদের তাঁবুতে থেকে গেল। আস্তে আস্তে আহত বুনোহাঁসের ডানা সারলো। হাঁসটি একটু একটু করে উড়তে চেষ্টা করত।  তাঁবুর ছাদ পর্যন্ত উঠে আবার ধুপ করে পড়ে যেত। এভাবেই সারা শীতকাল কাটল।  তারপর একদিন জওয়ানরা সকালের কাজ সেরে ফিরে এসে দেখল যে হাঁস দুটি উড়ে চলে গেছে। 

১.৩ ) ‘ শুনেই হাবু বেজায় কাবু ‘ – কোন কথা শুনে হাবু কেন কাবু হয়ে পরলো ?

উত্তর – এই কবিতায় কবি একটি মজাদার ঘটনা বর্ণনা করেছেন।  হাবু নামের একটি ছেলে একদিন থানায় গিয়ে নালিশ জানায় যে তার চার ভাই একটা ঘরে থাকে। সেখানে তাঁর থাকতে খুব অসুবিধে হচ্ছে কারণ তার বড়দা ঘরের মধ্যে সাতটা বিড়াল পোষেন, মেজদা একটা কুকুর আর সেজদা একটু পাগল ঘরের মধ্যে দশটা ছাগল বেঁধে রাখে। 

তখন দারোগাবাবু পরামর্শ দেয় হাবু গন্ধ লাগলে ঘরের দরজা-জানালা খুলে দিতে। সেই পরামর্শমতো দরজা জানালা খুলে দিলে হাবুর নিজের দেড়শো পোষা পায়রা উড়ে যাবে। এইজন্য হাবু দারোগাবাবু কথা শুনে কাবু হয়ে যায়। 

১.৪ ) ‘ ঝড় বাদলের রাতে সব শোনা যায় ‘ –  কি শোনা যায় বলে বক্তার বিশ্বাস ?

উত্তর – ভজনভুক্তা  এতোয়াকে বলতো সুরভির এক আদিবাসী রাজা ছিল।  বাইরের মানুষ এসে যখন তার রাজ্যপাট কেড়ে নিল তখন আমার ঘন্টা আর তীর-ধনুক নিয়ে সে ডুলুং নদীতে ঝাঁপ দিল।  যদি কেউ ভক্তিভরে তাকে ডাকতে পারে রাজা তখনই ঘন্টা বাজাবে ঢং ঢং।তারপর হাতি চেপে ধনুক হাতে রাজা উঠে আসবে জল থেকে। বাঘের মত গর্জনে আকাশটা কাঁপিয়ে রাজা বলে আমার রাজ্য আমার হবে।ঝড় বাদলের রাতে এই ঘন্টার শব্দ শোনা যায়। 

১.৫ ) ‘ ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর ‘ – তার পরবর্তী পরিস্থিতির কথা ‘ পাখির কাছে ফুলের কাছে ‘ কবিতা অনুসরণে লেখো। 

উত্তর – কবি রাতের বেলা নারকেল গাছের লম্বা মাথার ওপর ডাবের মত ঠান্ডা গোলগাল চাঁদ দেখে ছিটকিনিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে পড়েন।  তখন ঝিম ধরা শহরটা থর থর করে কাঁপছিলো, মিনারটাকে দেখে মনে হয় যেন কেউ দাঁড়িয়ে আছে। 

পাথরঘাটার গির্জাটাকে মনে হয় যেন লাল পাথরের ঢেউ। দরগাতলা পেরোতেই এক পাহাড় কবিকে আয় বলে ডাক দেয়। সেখান থেকে এগোতেই তিনি দেখেন জোনাকিদের দরবার বসেছে লালদীঘির পারে। কবিকে দেখে দীঘির কালো জল ডাক দেয় আর বলে তার পকেট থেকে পদ্ম লেখার খাতা বার করতে।  অগত্যা কবি ছড়ার বই খুলে বসে পাখির কাছে ফুলের কাছে। 

১.৬ ) ‘ খাব না তো আমি ‘ – কথাটির ‘ বিমলার অভিমান ‘ কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে ? কথক  কেন বারবার কথাটি উচ্চারণ করেছে ?

উত্তর – সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির যাবতীয় কাজকর্ম বিমলা করে। সকলের ফাই ফরমাশ খাটে।  কিন্তু বাড়িতে খাবার এলে পরিমাণে সে সবথেকে কম পায়।  তখন আর তার কথা কারোর মনে পড়েনা। তার দাদা বড় তাই বেশি খাবে, আর ভাই ছোট তাই বেশি খাবে।  সে মধ্যিখানে পরে যেন ছাইড়ের নুরো হয়ে গেছে। 

তাই তার অভিমান মূলত তার বাবা-মা এবং বাড়ির বড়দের ওপর। কবিতায় বিমলার অভিমান কে কেন্দ্র করে তাই কথক বারবার খাব না তো আমি এই কথাটি উচ্চারণ করেছে। 

২ ) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ঃ 

২.১ ) ঠিক উত্তরটি হল –

উত্তর – 

উৎ + মেষ = উন্মেষ ( ঠিক )

পদ্ + ধতি = পদ্ধতি ( ভুল )

রাজ + নী = রাজ্ঞী ( ঠিক )

ষষ্ + ঠ = ষষ্ঠ ( ভুল )

২.২ ) গাঢ় নীল আকাশ মাথার উপর । – নিম্নরেখাঙ্কিত পদটি হল – 

উওর – বিশেষণের বিশেষণ।

২.৩ ) সন্ধি বিচ্ছেদ করো – পরিস্কার ।

উওর – পরি + কার। 

Model Activity Task Class 5 English

তোমরা নিজেরা আগে ইংলিশ এর আক্টিভিটি টাস্ক গুলো করার চেষ্টা করো। ইংলিশ তারপর নিচে দেওয়া লিংকে ক্লিক করে প্রশ্নসহ উত্তরগুলি দেখে নাও। 

Click Here


Class 5 Model Activity Task English 2021


Model Activity Task Class 5 Math

তোমরা নিজেরা আগে ম্যাথ এর আক্টিভিটি টাস্ক গুলো করার চেষ্টা করো।  আর যে অঙ্কটা বুঝতে পারবে না সেটা কিভাবে বুঝবে আমি বলে দিচ্ছি।  

আমি নিচে একটি ভিডিও দিয়েছি।  এই ভিডিওটি দেখে সমস্ত অঙ্ক বুঝে নাও আর মিলিয়ে নাও। 

ক্লাস ৫ এর গণিতের মডেল আক্টিভিটি টাস্ক এর উত্তরগুলো দেখো – CLICK HERE

Model Activity Task Class 5 Amader Poribesh ( Part 1 )

নিচের প্রশ্নগুলির উত্তর লেখো :

১ ) পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত ?

উত্তর – পুকুরের জল পরিষ্কার রাখতে যে সব নিষেধাজ্ঞা জারি করতে হবে তা হলো – 

প্রথমত – পুকুরে মলমূত্র পরিত্যাগ করতে হবে। 

দ্বিতীয়ত – বাড়ির আবর্জনা, পলিথিন ইত্যাদি ফেলা বন্ধ করতে হবে। 

তৃতীয়ত –  গবাদি পশুর স্নান করানো বন্ধ করতে হবে। 

চতুর্থ – জলে অক্সিজেন বিনষ্টকারী জৈব আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। 

২ ) কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় কেন ?

উত্তর – কম গভীর টিউবওয়েলের ওই স্তরে ওপর থেকে জল চুঁইয়ে যায়। পুকুরের জল ও নোংরা আবর্জনার জল চুঁইয়ে যায়।  তাই এই জল পান করলে আমাদের শরীরে বিভিন্ন রোগ হতে পারে। তাই আমাদের কমপক্ষে 150 ফুট গভীর টিউবওয়েলের জল পান করা উচিত।  

৩ ) কোন অঞ্চলে জীব বৈচিত্র কেন সংরক্ষন করা উচিত বলে তোমার মনে হয়। 

উত্তর – কোন অঞ্চলের জীব বৈচিত্র সংরক্ষণ করা উচিত কারণ –

প্রথমত – একক প্রজাতিগুলির সঙ্গে বাস্তুতন্ত্র গুলিও সংরক্ষিত করা যায়। 

দ্বিতীয়ত – জীব বৈচিত্র্য সংরক্ষণের দ্বারা সমগ্র বাসস্থান অঞ্চলটি সংরক্ষিত করা যায়। 

তৃতীয়ত –  জীব বৈচিত্র সংরক্ষণ এর মাধ্যমে ওই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা যায়। 

৪ ) ‘ পিঁপড়েরা হয়তো বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে ‘ – এর সত্যতা প্রমাণের একটি ঘটনা উল্লেখ করো। 

উত্তর – একদিন শামীম ঘরের ভিতরে বসে ছিল। তারপর সে লক্ষ্য করলো একদল পিঁপড়ে সারিবদ্ধ হয়ে মুখে করে কি একটা নিয়ে যাচ্ছে। সে কাছে এসে দেখলো যে মুখে করে তাদের ডিম নিয়ে যাচ্ছে। সেদিন বিকেলে বৃষ্টি হলো। 

এতে বোঝা গেলো যে পিঁপড়েরা আগে থেকে বৃষ্টির সম্ভবনার কথা বুঝতে পেরে সাবধান হয়। 

Model Activity Task Class 5 Amader Poribesh ( Part -2 )

নিচের প্রশ্নগুলির উত্তর লেখো :

১ ) ORS তৈরিতে কি কি উপাদান প্রয়োজন ?

উত্তর – ORS তৈরি করতে যে সমস্ত উপাদান প্রয়োজন তাহলো চিনি, লবণ ও বিশুদ্ধ জল। ভালো করে গরম করা এক লিটার জলে ৬ চা চামচ চিনি ও তার সঙ্গে আধ চা চামচ লবণ ভালোভাবে মিশিয়ে তৈরি করা হয় ORS .

২ ) কি কি কারনে ভূমিক্ষয় হয় ?

উত্তর – প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠে বিভিন্নভাবে ভূমিক্ষয় হয়।  বিভিন্ন প্রাকৃতিক কারণ যেমন বৃষ্টি, বাতাস, ঝড়, খরা, বন্যা এবং অপ্রাকৃতিক কারণ বৃক্ষ ছেদন, ঝুম চাষ ইত্যাদি এইসব কারণে ভূমিক্ষয় হয়। 

৩ ) মানবদেহের তিনটি বড় হাড়ের নাম লেখ ও সেগুলো কোথায় পাওয়া যায় তা লেখ। 

উত্তর – মানবদেহের তিনটি বড় হাড়ের নাম হল – ফিমার, টিবিয়া ও কশেরুকা। 

ফিমার – এটি আমাদের শরীরের সবচেয়ে বড় হার। এটি শ্রেণী অস্থির অ্যাসিটাবুলাম এ যুক্ত হয়ে নিতম্ব সন্ধি এবং ফিমারের দূরবর্তী অংশ টিবিয়া এবং প্যাটেলের সাথে যুক্ত হয়ে হাটু গঠন করে। 

টিবিয়া –  হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হারকে টিবিয়া বা ফিবুলা বলে। 

কশেরুকা – মানবদেহে মেরুদন্ড বরাবর কশেরুকার অবস্থান। 

৪ ) মাটির একটি উপকারী ও দুটি অপকারী উপাদানের নাম লেখ। 

উত্তর – মাটির একটি উপকারী  উপাদানের নাম হলো – কেঁচো। 

মাটির দুটি অপকারী উপাদানের নাম হলো – কঠিন আবর্জনা ও  প্লাস্টিক। 

৫ ) তোমার জানা তিনটি অমেরুদন্ডী প্রাণীর উদাহরণ দাও। 

উত্তর – কেঁচো, মৌমাছি ও প্রজাপতি। 


Class 5 Model Activity Task 2021 All Part PDF Download

তোমরা যদি ক্লাস 5 এর Model Activity Task টি নিজের মোবাইলে ডাউনলোড করতে চাও।  তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও। 

Bengali ( বাংলা ) Part 1 Download
Part 2 Download
English ( ইংরেজি ) Part 1 Download
Part 2 Download
Math ( গণিত ) Part 1 Download
Part 2 Download
Our Environment
( আমাদের পরিবেশ )
Part 1 Download
Part 2 Download

তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো।  আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।  

Class 5 Model Activity Task Answer 2021 [ All Part Pdf ] | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 সমস্ত বিষয়ের উত্তর | Model Activity Task Class 5 [ Part 7 October Answer Pdf 2021 ] | Class 5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা, আমাদের পরিবেশ, গণিত, স্বাস্থ্য ও শারীরশিক্ষা উত্তর |

আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে। 

এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here