Wbbse Class 7 Model Activity Task Pdf Download

পোস্টটি শেয়ার করুন

Wbbse Class 7 Model Activity Task Pdf Download / Model Activity Task Class 7 Answer 2021

Model Activity Task Class 7 Geography ( Part 1 – Part 2 ) | Model Activity Task English Class 7 ( Part 1 – Part 2 ) | Model Activity Task Class 7 Math ( Part 1 – Part 2 ) | Model Activity Task Class 7 History ( Part 1 – Part 2 ) |

তোমরা যারা ক্লাস 7 এ পড়াশুনা করছো , তোমাদের জন্য এই বছর অর্থাৎ ( ২০২১ সাল ) জন্য Model Activity Task দেওয়া হয়েছে।  

তোমার ঘরে বসে এই Model Activity Task এর উত্তর গুলো তৈরি করো।  

বিঃদ্রঃ – অবশ্যই তোমরা আগে নিজেরা চেষ্টা করবে। কোনো প্রশ্ন যদি বুঝতে না পারো আমাদের কমেন্ট করে জানাতে পারো।  

Class 7 All Subject Part 4Answer Pdf

Class 7 Model Activity Task Geography

নিচের প্রশ্নগুলির উত্তর লেখো : 

১ ) চিত্রের সাহায্যে ঋতু পরিবর্তন কিভাবে সংঘটিত হয় তা সংক্ষেপে ব্যাখ্যা করো। 

উত্তর – ঋতু পরিবর্তন সংঘটিত হওয়ার কারণ – 

i ) পৃথিবীর মেরু রেখা কক্ষতলের সঙ্গে সর্বদা একই দিকে সারে ৬৬ ডিগ্রি কোণ করে হেলে থাকে। এইরূপ অবস্থানের ফলে দিন ও রাতের দৈর্ঘ্যর হ্রাস – বৃদ্ধি হয়। 

ii ) পৃথিবীর গোলাকৃতির জন্য ভূপৃষ্ঠে সূর্যরশ্মির পতন কোণের তারতম্যে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বছরের বিভিন্ন সময়ে উষ্ণতার তারতম্য হয়। 

iii ) পৃথিবীর আবর্তন গতির জন্য। 

iv )  পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের কারণে বিভিন্ন সময়ে যে উষ্ণতার তারতম্য হয় তার ফলে ঋতুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। 

২ ) একটি চিত্রের সাহায্যে কোন স্থানের অক্ষাংশ কিভাবে নির্ণয় করা হয়, তা ব্যাখ্যা করো। 

উত্তর – তোমরা নিজেরা করো।  

৩ ) বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। 

উত্তর – বায়ুর উচ্চচাপ – i ) পৃথিবীর শীতলতম অঞ্চলগুলোতে বায়ুর উচ্চচাপ দেখা যায়। 

ii ) উচ্চচাপে বায়ু শীতল হাওয়ায় সংকুচিত হয়। 

iii ) বায়ুর উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ-বৃষ্টি কিছুই হয় না, পরিষ্কার ও শান্ত আবহাওয়া থাকে। 

বায়ুর নিম্নচাপ – i ) পৃথিবীর উষ্ণ অঞ্চলগুলিতে বায়ুর নিম্নচাপ দেখা যায়। 

ii ) নিম্নচাপের বায়ু উষ্ণ হওয়ায় বায়ু প্রসারিত ও হালকা হয়। 

iii ) নিম্নচাপ অঞ্চলে মেঘ, বৃষ্টি, ঝড় ও অশান্ত আবহাওয়া দেখা যায়। 

৪ ) এশিয়ার উষ্ণমরু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 

উত্তর – ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য –

i ) এখানে গ্রীষ্ম কালে উষ্ণতা থাকে ২১ ডিগ্রি – ২৭ ডিগ্রি সেলসিয়াস। 

ii ) এখানে শীতকালে উষ্ণতা থাকে ৫ ডিগ্রি – ১০ ডিগ্রি সেলসিয়াস। 

iii ) পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়। 

iv ) এখানে বৃষ্টিপাতের পরিমাণ ৩০ – ৫০ সেমি। 

উষ্ণমরু জলবায়ুর বৈশিষ্ট্য –

i ) এখানে গ্রীষ্ম কালে উষ্ণতা থাকে ৩০ ডিগ্রি – ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

ii ) এখানে শীতকালে উষ্ণতা থাকে ১৫ ডিগ্রি – ২৫ ডিগ্রি সেলসিয়াস। 

iii ) এখানে বৃষ্টিপাতের পরিমাণ ১০ – ২৫ সেমি। 

Class 7 Model Activity Task Geography Part -2

নিচের প্রশ্নগুলির উত্তর লেখো : 

১ ) পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। 

উত্তর – এখানে চিত্র আঁকা অসম্ভব। তাই এটা তোমরা নিজেরা করে নাও। 

২ ) ভারতীয় স্থানীয় সময়ের গুরুত্ব নিরূপণ করো। 

উত্তর – যে কোন স্থান থেকে আকাশে সূর্যের সর্বোচ্চ অবস্থান দেখে যে সময় গণনা করা হয় তাকে বলে স্থানীয় সময়। 

স্থানীয় সময়ের গুরুত্ব : –

i ) স্থানীয় সময় অনুসারে দিনের অন্যান্য সময় গণনা করা হয়। 

ii ) স্থানীয় সময়ের ব্যবহার কম। 

iii ) একই দ্রাঘিমা বরাবর মোটামুটি স্থানীয় সময় একই হয়। 

৩ ) বায়ুচাপের তারতম্যে জলীয় বাষ্পের ভূমিকা ব্যাখ্যা করো। 

উত্তর – জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা। এই কারণে তার চাপও কম। এজন্য যেসব অঞ্চলের বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে, সেখানে বায়ুর চাপ কম হয়। অপরপক্ষে বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণ কম হলে বায়ু শুষ্ক হয় ও সেখানে উচ্চচাপ বিরাজ করে। নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হলেও মেরু অঞ্চলে জলীয়বাষ্পের অভাবে বায়ুচাপ অনেক বেশি হয়। 

৪ ) অক্ষাংশগত বিস্তৃতি ও সমুদ্র থেকে দূরত্ব কিভাবে এশিয়ার জলবায়ুকে প্রভাবিত করে ?

উত্তর – দক্ষিণে ১০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে উত্তরে ৭৮ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এশিয়া মহাদেশের  বিস্তৃত। এত বিরাট ব্যবধান এর জন্য সূর্য রশ্মির  পতন কোণের পার্থক্যের কারণে এশিয়ার বিভিন্ন অঞ্চলের মধ্যে উষ্ণতার যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। এশিয়ার দক্ষিণ প্রান্ত গ্রীষ্মমন্ডলে, মধ্য অংশ নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং উত্তরাংশ হিমমণ্ডলে অবস্থিত। 

বিশাল আয়তনের জন্য এশিয়ার মধ্যভাগের অঞ্চলগুলি সমুদ্র থেকে বহু দূরে অবস্থিত হওয়ায় সমুদ্রের কোনরকম প্রভাব এসব অঞ্চলে পড়ে না। তাই সেখানকার জলবায়ুতে শীত ও গ্রীস্মের চরমভাবে দেখা যায়। অন্যদিকে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলের জলবায়ু উষ্ণ ও আদ্র থাকে এবং এখানকার শীতকালও  মৃদুভাবাপন্ন হয়। 

Model Activity Task Class 7 English

তোমরা নিজেরা আগে ইংলিশ এর আক্টিভিটি টাস্ক গুলো করার চেষ্টা করো। ইংলিশ তারপর নিচে দেওয়া লিংকে ক্লিক করে প্রশ্নসহ উত্তরগুলি দেখে নাও। 


আরও দেখো –

Class 7 Model Activity Task English


Model Activity Task Class 7 Math

তোমরা নিজেরা আগে ম্যাথ এর আক্টিভিটি টাস্ক গুলো করার চেষ্টা করো।  আর যে অঙ্কটা বুঝতে পারবে না সেটা কিভাবে বুঝবে আমি বলে দিচ্ছি।  

আমি নিচে একটি ভিডিও দিয়েছি।  এই ভিডিওটি দেখে সমস্ত অঙ্ক বুঝে নাও আর মিলিয়ে নাও। 

ক্লাস ৭ এর গণিতের মডেল আক্টিভিটি টাস্ক এর উত্তরগুলো আমদের ইউটিউব ভিডিওতে দেখো – CLICK HERE

Class 7 Model Activity Task History

নিচের প্রশ্নগুলির উত্তর দাও :

১ ) সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল –  এই উক্তিটির স্বপক্ষে দুটি বা তিনটি বাক্য লেখ। 

উত্তর – পাল যুগের মত সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার ঘটেনি।  সেন রাজারা ব্রাহ্ম ধর্মকে প্রাধান্য দিতেন।  তাই বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার ঘটেনি। 

বৌদ্ধধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা আগেকার যুগের মত সুযোগ সুবিধা পেত না। 

সেন রাজা লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব, আর তার পূর্বসূরিরা ছিলেন শৈব। 

২ ) প্রাচীন বাংলার যে অঞ্চল ও নদী গুলির নাম তুমি দ্বিতীয় অধ্যায় পড়েছো তার একটি তালিকা তৈরি করো। 

উত্তর – বাংলার অঞ্চল  – পুন্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সঙ্গ,  গৌড়, সমতট, হরিকল। 

প্রাচীন বাংলার নদনদী – ভাগীরথি, পদ্দা, মেঘনা। 

৩ ) ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করো। সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতি কেন জরুরী ? দুটি অথবা তিনটি বাক্যে লেখ। 

উত্তর – ত্রিভুজটি নিচের দিকে চওড়া হয়েছে। তার মানে নিচে অনেক জনগণ, তাদের ওপর বেশ কিছু সামন্ত বা মাঝারি শাসক, মাঝারি শাসকদের ওপরে অল্পকিছু মহাসামন্ত, আর সবার ওপরে রাজা।  ( ছবিটা নিজে এঁকে নাও ) 

৪ ) পাল ও সেনযুগে কি কি ফসল চাষ হতো তার একটি তালিকা তৈরি করো।  সেই ফসলগুলির কোন  কোনটি এখনো চাষ করা হয় ?

উত্তর – পাল ও সেন যুগের প্রধান ফসল গুলি হল – ধান, সর্ষে এবং নানা রকমের ফল যেমন – আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল ইত্যাদি। 

এখনো যে ফসল গুলি চাষ হয়  – ধান, সর্ষে, আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর। 

Class 7 Model Activity Task History Part -2

নিচের প্রশ্নগুলির উত্তর লেখো : 

১ ) শশাঙ্ক বৌদ্ধবিদ্বেষী ছিলেন – এই উক্তিটি ঠিক না ভুল ? তোমার উত্তরের স্বপক্ষে দুটি অথবা তিনটি বাক্য লেখ। 

উত্তর – শশাঙ্কের ধর্মীয় বিশ্বাস ছিল শিবের উপাসক। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি বৌদ্ধ ভিক্ষুদের হত্যা এবং বৌদ্ধদের পবিত্র স্মারক ধ্বংস করেছিলেন। কিন্তু এই সমস্ত অভিযোগ যথার্থ নয় কারণ হিউ এন সাং শশাঙ্কের শাসনকালের কয়েকবছর পরে বৌদ্ধবিহারে চরম সমৃদ্ধি লক্ষ্য করেন। এ থেকেই প্রমাণিত হত যে শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে এভাবে বৌদ্ধ ধর্মের বিকাশ লাভ সম্ভব হতো না। শশাঙ্ক বৌদ্ধবিদ্বেষী ছিলেন না। 

২ ) সুলতান মামুদের ১৭ বার ভারত আক্রমণ এর পিছনে প্রকৃত কারণ কি ছিল বলে তোমার মনে হয় ?

উত্তর – ১০০০ খ্রি: থেকে ১০২৭ খ্রিস্টাব্দের মধ্যে সুলতান মামুদ ১৭ বার ভারত আক্রমণ করেন। এই বারংবার আক্রমণের উদ্দেশ্য ছিল ভারতীয় মন্দিরগুলির থেকে ধন সম্পদ লুট করা এবং সেই সম্পদ নিয়ে গজনীর নানা উন্নয়নমূলক কাজ করা। যেমন –

i ) তিনি তার রাজধানী গজনী ও পার্শ্ববর্তী অন্যান্য শহরগুলিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলেন। 

ii ) একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন এবং শিক্ষক ও ছাত্রদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। 

৩ ) নিচের শব্দগুলির জন্য দুটি করে বাক্য লেখ :

ক ) মাৎস্যন্যায়  – গৌড়রাজ শশাঙ্কের মৃত্যুর পর পাল বংশের উত্থান পর্যন্ত দীর্ঘ ১০০ বছর ধরে বাংলাদেশে চরম অরাজকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দুর্বলরা সর্বদাই সবলদের দ্বারা অত্যাচারিত হতো।  তাই বাংলার এই সময় কে মাৎস্যন্যায় বলা হয়। 

খ ) ব্রহ্মদেয় – কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাম্ভনদের অনেক সময় জমি দান করা হতো।  তারা অনাবাদি জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতো।ব্রাম্ভনদের কিছু জমি দেওয়া হতো, যার কর নেওয়া হতো না। এই জমি দানের ব্যবস্থাকে ব্যবস্থাকে ব্রহ্মদেয় বলা হত। 

গ ) খিলাফত  – হযরত মোহাম্মদ ( সা. ) ইন্তেকালের পর ইসলাম জগতের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে প্রশ্ন ওঠে। তখন হযরত মোহাম্মদের ( সা. ) চার সঙ্গী মুসলমানদের নেতা হিসাবে নির্বাচিত হন। এদের বলা হয় খলিফা। খলিফা শব্দটি আরবি শব্দ, যার মানে প্রতিনিধি।

Class 7 Model Activity Task 2021 All Part Pdf Download

তোমরা যদি ক্লাস 7 এর Model Activity Task টি নিজের মোবাইলে ডাউনলোড করতে চাও।  তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও।  

GeographyPart 1 Download
Part 2 Download
EnglishPart 1 Download
Part 2 Download
MathsPart 1 Download
Part 2 Download
HistoryPart 1 Download
Part 2 Download
Class 7 Model Activity Task 2021 All Part Pdf Download

আরও দেখো –

Class 7 Bengali, Poribesh Model Activity Task


তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো।  আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।  

আমি এই পোস্টটিতে তোমার সাথে শেয়ার করেছি – Wbbse Class 7 Model Activity Task Pdf Download / Model Activity Task Class 7 Answer 2021

Model Activity Task Class 7 Geography ( Part 1 – Part 2 ) | Model Activity Task English Class 7 ( Part 1 – Part 2 ) | Model Activity Task Class 7 Math ( Part 1 – Part 2 ) | Model Activity Task Class 7 History ( Part 1 – Part 2 ) |

আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে। 

এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

2 thoughts on “Wbbse Class 7 Model Activity Task Pdf Download”

  1. অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে তথ্য সহযোগে মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর গুলি পরিবেশন করবার জন্য 🙏🙏

    Reply

Leave a Comment