Model Activity Task Class 8 2022 Geography January Part 1

Model Activity Task Class 8 2022 Geography January Part 1

পোস্টটি শেয়ার করুন

Model Activity Task Class 8 2022 Geography January Part 1| মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 8 ভূগোলের উত্তর জানুয়ারী ২০২২ পার্ট ১ | Class 8 Model Activity Task 2022 Geography ( Part 1 January ) |

তোমরা যারা ক্লাস VIII এ পড়াশুনা করছো , তোমাদের জন্য এই বছর অর্থাৎ জানুয়ারী মাসে ভূগোলের যে নতুন ( ২০২২ সাল ) Model Activity Task দেওয়া হয়েছে। তার সমস্ত উত্তর এখান থেকে দেখে নাও ।

Class 8 Model Activity Task 2022 Geography ( Part 1 January )

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
অষ্টম শ্রেণী
ভূগোল
পূর্ণমান – ২০

১ ) বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখ । 

১.১ ) শিলামন্ডলের নিচে গুরুমন্ডল এর উপরের স্তর হল – 

উঃ – খ ) অ্যাস্থেনোস্ফিয়ার । 

১.২ ) নিচের ছবিতে তীর চিহ্ন দ্বারা নির্দেশিত বিযুক্তিরেখার নাম হল – 

উঃ – ঘ ) লেহম্যান । 

২.১ ) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো । 

২.১.১ ) ‘ S ‘ তরঙ্গ ______ মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না । 

উঃ – তরল বা অর্ধতরল ।

২.১.২ ) পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব _______ । 

উঃ – বেশি । 

২.১.৩ ) ভূত্বক ও গুরুমন্ডল এর উপরের অংশ নিয়ে গঠিত হয়েছে ______ । 

উঃ – শিলামন্ডল । 

আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে –

Class 8 Bengali Task 2022

Class 8 History Task 2022

২.২ ) বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখ । 

২.২.১ ) P তরঙ্গ ভূ-অভ্যন্তরের তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয় । 

উঃ – ঠিক । 

২.২.২ ) কেন্দ্রমন্ডলের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন । 

উঃ – ভুল । 

২.২.৩ ) সিমা অপেক্ষাকৃত ভারী হওয়ায় সিয়ালের নিচে অবস্থান করে । 

উঃ – ঠিক ।

৩ ) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও । 

৩.১ ) ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করো । 

ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস, বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে । ভূগর্ভের গলিত, উত্তপ্ত, অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে ।
ম্যাগমা ভূগর্ভে অবস্থান করে । লাভা ভূপৃষ্ঠের উপরিভাগে অবস্থান করে । 
ম্যাগমার তাপমাত্রা লাভা অপেক্ষা বেশি । লাভার তাপমাত্রা ম্যাগমা অপেক্ষা কম ।

৩.২ ) ক্রফেসিমা ও নিফসীমার মধ্যে পার্থক্য নিরূপণ করো । 

ক্রফেসিমা হল গুরুমন্ডল এর উপরের অংশ । নিফেসিমা হল গুরুমন্ডল এর নিচের অংশ । 
গুরুমন্ডলের ৩০ – ৭০০ কিমি পর্যন্ত অংশে বিস্তৃত । গুরুমন্ডলের ৭০০ – ২৯০০ কিমি পর্যন্ত অংশে বিস্তৃত ।
ক্রফেসিমায় ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেশিয়ামের প্রাধান্য দেখা যায় । নিফেসিমায় নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেশিয়ামের আধিক্য দেখা যায় । 

৪ ) নিচের প্রশ্নটির উত্তর দাও।  

প্রশ্ন – ভূ-অভ্যন্তরের পরিচলন স্রোত এর ভূমিকা উল্লেখ করো।  

উত্তর – ভূগর্ভের তাপে সান্দ্র অবস্থায় থাকা পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয় । আবার উপরের ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায় । এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয় । পৃথিবীর অভ্যন্তরে গুরুমন্ডলে এই স্রোত বাহিত হয়ে ভূমির পরিবর্তন ঘটায় । পরিচলন স্রোত ভূগর্ভের তাপকে ওপরের দিকে বয়ে নিয়ে আসে । পাতের সঞ্চালনেও পরিচলন স্রোত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । 

৫ ) নিচের প্রশ্নটির উত্তর দাও।  

প্রশ্ন – পৃথিবীর অভ্যন্তর ভাগের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো।  

উত্তর – পৃথিবীর অভ্যন্তরে প্রধান তিনটি স্তর আছে । সেগুলি হল – ভূত্বক, গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল । 

ভূত্বক – মহাসাগরের নিচে ভূত্বক গড়ে ৫ কিমি ও মহাদেশের নীচের গড়ে ৬০ কিমি গভীর, এর গড়  গভীরতা ৩০ কিমি । সিয়াল ও সীমা স্তরের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা । 

গুরুমন্ডল – শিলামন্ডল ও কেন্দ্রমন্ডলের মধ্যবর্তী অংশকে গুরুমন্ডল বলে । গুরুমন্ডল লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও সিলিকন উপাদান দ্বারা গঠিত । 

কেন্দ্রমন্ডল – পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত । কেন্দ্রমন্ডল ঘন ও ভারী খনিজ অর্ধ তরল পদার্থ দ্বারা গঠিত ।

Class 8 All Subject 2022 [ January ]Answer Pdf

আরও দেখো ক্লিক করে –

Class 8 Poribesh Task 2022

Class 8 Geography Task 2022 | Class 8 Geography Task Part 1 2022 | Class 8 Geography Task January 2022 |


তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো।  আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।  

Model Activity Task Class 8 2022 Geography January Part 1| মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 8 ভূগোলের উত্তর জানুয়ারী ২০২২ পার্ট ১ | Class 8 Model Activity Task 2022 Geography ( Part 1 January ) |

আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে। 

এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *