Class 8 Model Activity Task 2022 History ( Part 1 January )

Class 8 Model Activity Task 2022 History ( Part 1 January )

পোস্টটি শেয়ার করুন

Class 8 Model Activity Task 2022 History ( Part 1 January ) | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 8 ইতিহাসের উত্তর জানুয়ারী ২০২২ পার্ট ১ | Model Activity Task Class 8 2022 History Part 1 ( January ) |

তোমরা যারা ক্লাস VIII এ পড়াশুনা করছো , তোমাদের জন্য এই বছর অর্থাৎ জানুয়ারী মাসে ইতিহাসের যে নতুন ( ২০২২ সাল ) Model Activity Task দেওয়া হয়েছে। তার সমস্ত উত্তর এখান থেকে দেখে নাও ।

Model Activity Task Class 8 2022 History Part 1 ( January )

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
অষ্টম শ্রেণী
ইতিহাস
পূর্ণমান – ২০

১ ) শূন্যস্থান পূরণ করো । 

ক ) ওরঙ্গজেব এর মৃত্যু হয় _________ খ্রিস্টাব্দে । 

উঃ – ১৭০৭ । 

খ ) পলাশীর যুদ্ধ হয় ________ খ্রিস্টাব্দে । 

উঃ – ১৭৫৭ । 

গ ) রাজাবলি বইটি লিখেছিলেন ________ । 

উঃ – মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার । 

২ ) ঠিক বা ভুল নির্ণয় করো । 

ক ) উইলিয়াম ওয়েডারবার্ন এর জীবনী লিখেছেন অ্যালান অক্টোভিয়ান হিউম ।  

উঃ – ভুল । 

খ ) ১৯৩৮ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করেছিলেন । 

উঃ –  ভুল । 

গ ) আধুনিক ইতিহাসের অন্যতম উপাদান ফটোগ্রাফ । 

উঃ – ঠিক । 

আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে –

Class 8 Geography Task Answer 2022

Class 8 Bengali Task Answer 2022

৩ ) স্তম্ভ মেলাও । 

বাংলার নবাবসিরাজউদ্দৌলা
দিল্লির সুলতানরাজিয়া
মোগল সম্রাটআকবর

৪ ) অতি সংক্ষেপে উত্তর দাও ( একটি দুটি বাক্যে )  

ক ) সাম্রাজ্যবাদ কাকে বলে ? 

উঃ – সাম্রাজ্যবাদ হল একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি শক্তিমান দেশ অথবা রাষ্ট্র আরেকটির তুলনায় দুর্বল দেশ অথবা রাষ্ট্রের ওপর প্রভুত্ব কায়েম করে তাকে নিজের দখলে আনে এবং দুর্বল দেশটির অথবা রাষ্ট্রের জনগণ, সম্পদ সবকিছুকেই শক্তিমান দেশ অথবা রাষ্ট্রটি নিজের প্রয়োজনমতো পরিচালনা করে । 

খ ) সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ । 

উঃ – সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম হল সিধু ও কানু । 

গ ) জেমস মিল ভারতের ইতিহাসকে কোন তিনটি ভাগে ভাগ করেছেন ? 

উঃ – জেমস মিল ভারতের ইতিহাসকে যে তিনটি ভাগে ভাগ করেছেন সেগুলো হলো – হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ । 

৫ ) নিজের ভাষায় লেখ ( তিন চারটি বাক্যে ) 

প্রশ্ন – ‘ History of British India ‘ কে, কবে লিখেছিলেন ? বইটি লেখার উদ্দেশ্য কি ছিল ? 

উত্তর – ‘ History of British India ‘ জেমস মিল ১৮১৭ খ্রিস্টাব্দে লিখেছিলেন । 

বইটি লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথা কে এক জায়গায় জড়ো করা । যাতে সেটা পরে ভারত বর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে নিযুক্ত বিদেশীরা । কারণ যে দেশ ও দেশের মানুষকে শাসন করতে হবে সেই দেশের ইতিহাসটাও জানতে হবে । 

আরও দেখো ক্লিক করে –

Class 8 Poribesh Task Answer 2022

Class 8 All Subject 2022 [ January ]Answer Pdf

Class 8 History Task 2022 | Class 8 History Task Part 1 2022 | Class 8 History Task January 2022 |


তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো।  আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।  

Class 8 Model Activity Task 2022 History ( Part 1 January ) | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 8 ইতিহাসের উত্তর জানুয়ারী ২০২২ পার্ট ১ | Model Activity Task Class 8 2022 History Part 1 ( January ) |

আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে। 

এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *