Model Activity Task Class 4 2022 All Subject

Model Activity Task Class 4 2022 Part 2 ( February ) All Subject

পোস্টটি শেয়ার করুন

Model Activity Task Class 4 2022 Part 2 ( February ) All Subject Full Marks 15 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 বাংলা পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 আমাদের পরিবেশ পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 স্বাস্থ্য ও শারীরশিক্ষা পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | Class 4 Model Activity Task 2022 ( January, February )

প্রিয় ছাত্র – ছাত্রীরা তোমরা জানুয়ারী মাসের নতুন টাস্কের উত্তর এখান থেকে দেখে নাও ।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ( ফেব্রুয়ারী )
চতুর্থ শ্রেণি
বাংলা
পূর্ণমান – ১৫

Class 4 Model Activity Task Bengali 2022 Part 2 ( February )

১ ) ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ।

১.১ ) বনের ধারে আছে মস্ত –

উঃ – খ ) পাহাড় ।

১.২ ) ছাগল ছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো –

উঃ – ঘ ) ষাঁড় ।

১.৩ ) শিয়াল ও রাক্ষস ভেবেছে –

উঃ – খ ) ছাগলছানাকে ।

২ ) নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও ।

২.১ ) ছাগলছানা কোথায় থাকতো ?

উঃ – যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেই খানের একটা গর্তের ভিতরে ছাগলছানা থাকতো।

২.২ ) গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মা তাকে কি বলতো ?

উঃ – গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মা তাকে বলতো ‘ যাসনে ! ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে ।

২.৩ ) ‘ তুমি যাও আমি কাল যাব । ‘ – ছাগলছানা কেন এ কথা বলেছিল ?

উঃ – বনের ভেতর চমৎকার ঘাস খেয়ে ছাগল ছানার পেট এমন ভারি হয়ে পড়েছিল যে, সে আর চলতে পারছিল না । তাই সে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছিল ।

পরবর্তী মাসের টাক্সের উত্তর জানার জন্য ( আমাদের ইউটিউব চ্যানেল Online Shikkha Site ) সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল আইকনে ক্লিক করে রাখো )

৩ ) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ।

৩.১ ) গর্তের ভিতর কে ও ? – এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কি বলেছিল ?

উঃ – এই প্রশ্নের উত্তরে ছাগলছানা বলেছিল –
লম্বা লম্বা দাড়ি
ঘন ঘন নাড়ি
সিংহের মামা আমি নরহরি দাস
পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস !

৩.২ ) ‘ শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে ।’ – বাঘ ভয় পেয়েছে কেন ?

উঃ – বাঘ শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পায় । তাদের দেখে ছাগলছানা বুদ্ধি করে শিয়ালকে বলে –

” দূর হতভাগা তোকে দিলুম দশভাগের কড়ি  এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি !”
এই কথা শুনে বাঘ ভয় পেয়ে যায় । কারণ সে ভেবেছিল শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্যই তাকে নিয়ে এসেছে ।

৩.৩ ) বাঘের উপর শিয়ালের রাগ হয়েছিল কেন ?

উঃ – নরহরি দাসের ( ছাগল ছানার ) কথা শুনে ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল । ফলে সে পঁচিশ হাত লম্বা এক এক লাফ দিয়ে তার লেজে বাধা শিয়ালকে নিয়ে দৌড়াতে থাকে । সেই কারণে শিয়াল মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে প্রায় আধ মরা হয়ে পড়েছিল । বাঘ মামার এই ব্যবহারের ফলে শিয়ালের যায় যায় অবস্থা হয়ে গিয়েছিল বলেই বাঘের উপর শিয়ালের রাগ হয়েছিল।

৪ ) নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখ ।

প্রশ্ন – নরহরি দাস গল্পে ছাগলছানার বুদ্ধির পরিচয় কিভাবে ফুটে উঠেছে ?

উত্তর – উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পে দেখা যায় বনের ভিতর বেশি পরিমাণে ঘাস খেয়ে ছাগলছানাটি আর চলতে না পারায় একটি শিয়ালের গর্তে আশ্রয় নেয় । গর্তের ভিতর থেকে সে শিয়ালকে দেখেও ভয় না পেয়ে নিজেকে সিংহের মামা নরহরি দাস বলে পরিচয় দেয় । কোনো চেনা জন্তুর নাম উচ্চারণ করলে শিয়াল তার মিথ্যা ধরে ফেলত । তাই সে নরহরি দাসের নাম নিয়ে শিয়ালের মনে আতঙ্ক তৈরি করেছিল । সেই সঙ্গে এক গ্রাসে পঞ্চাশটা বাঘ খেতে পারে বলে শিয়ালের ভয় আরো বাড়িয়ে দিয়েছিল । একইভাবে বাঘের সামনে এসে শিয়ালকে উদ্দেশ্য করে বলে যে তাকে দশ ভাগের কড়ি দিলেও সে মাত্র একটি বাঘ নিয়ে এসেছে । এই কথায় বাঘও ভয় পেয়ে পালায় । এইভাবে ছাগল ছানার বুদ্ধির পরিচয় ফুটে উঠেছে নরহরি দাস গল্পে।

Class 4 Bengali Task Part 2 Full Marks 15 | Class 4 Bengali Task February 2022 Full Marks 15 | Model Activity Task Class 4 Bengali Part 2 February 2022 |

আরও দেখো –

Class 4 English Task Answer ( February 2022 )

Class 4 All Subject Answer 2022Click Here

মডেল অ্যাক্টিভিটি টাস্ক (ফেব্রুয়ারী )
চতুর্থ শ্রেণি
আমাদের পরিবেশ
পূর্ণমান – ১৫

Class 4 Model Activity Task Amader Poribesh 2022 Part 2 ( February )

১ ) ঠিক উত্তর নির্বাচন করো।

১.১ ) দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোন বস্তুর যা মাপা হয় তা হল –

উঃ – খ ) ভর ।

১.২ ) কঠিন থেকে তরলে বস্তুর অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ হল –

উঃ – ঘ ) বরফ থেকে জল হওয়া ।

১.৩ ) পেরেক সাধারণত যে পদার্থ দিয়ে তৈরি তা হল –

উঃ – খ ) লোহা ।

২ ) একটি বাক্যে উত্তর দাও ।

২.১ ) চাল থেকে কাঁকড় কিভাবে আলাদা করবে ?

উঃ – চাল থেকে কাঁকর আলাদা করার জন্য কুলোয় নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকর গুলো বেছে ফেলে দিতে হবে ।

২.২ ) কঠিন, তরল আর গ্যাস এদের মধ্যে কোনটির নিজস্ব আকার আছে ?

উঃ – কঠিন, তরল আর গ্যাস এদের মধ্যে কঠিনেরে নিজস্ব আকার আছে ।

২.৩ ) ” গ্যাস ছড়িয়ে পড়ে ” – একটি উদাহরণ দাও ।

উঃ – মশা মারা বা তাড়ানোর জন্য ধোঁয়া দিলে সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে । গ্যাস ছড়িয়ে পড়ার এটি একটি উদাহরণ।

৩ ) একটি বা দুটি বাক্যে উত্তর দাও।

৩.১ ) নুন জল থেকে নুনকে আলাদা করবে কি করে ?

উঃ – কোন পাত্রে নুনজল দুপুরের রোদে রেখে দিলে জলটা উঠে যাবে । আর নুনটা পাত্রে পড়ে থাকবে । এভাবেই নুন জল থেকে নুনকে আলাদা করা যাবে।

৩.২ ) ” গ্যাসেরও ভর আছে ” – একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও ।

উঃ – গ্যাস সিলিন্ডার থেকে পাইপ এর মধ্য দিয়ে গ্যাস উনুনে আসে এবং তা জ্বালালে জ্বলতে থাকে । রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে । এর জন্যই যিনি গ্যাস সিলিন্ডার বাড়িতে দিয়ে যান তাঁর ওটা আনতে কষ্ট হয় কিন্তু নিয়ে যাবার সময় সহজেই নিয়ে চলে যায় । এর থেকে বোঝা যায় যে গ্যাসেরও নিজস্ব ভর আছে।

৩.৩ ) পদার্থ বলতে কী বোঝো ?

উঃ – যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয় তাকে আমরা পদার্থ বলি । কঠিন, তরল আর গ্যাস হল পদার্থের তিনটি অবস্থা ।

৪ ) দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও ।

৪.১ ) মেঘ কিভাবে তৈরি হয়?

উঃ – সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্প হয় । সেই বাষ্প বাতাসে ধূলিকণার সঙ্গে মিশে উপরে উঠে যায় । ওপরে তা ঠাণ্ডা হয়ে জলের ফোঁটা তৈরী করে । তা দিয়েই মেঘ তৈরি হয়।

Class 4 Amader Poribesh Task Part 2 Full Marks 15 | Class 4 Amader Poribesh Task February 2022 Full Marks 15| Model Activity Task Class 4 Amader Poribesh Part 2 February 2022 |

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ( ফেব্রুয়ারী )
চতুর্থ শ্রেণি
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পূর্ণমান – ১৫

Class 4 Model Activity Task 2022 Sasto O Sarir Sikha

১ ) বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে (রাইট ) চিহ্ন দাও ।

ক ) কোনটি চোখের রোগ ?

উঃ – iv ) আঞ্জনি ।

খ ) চোখের রোগ থেকে বাঁচতে প্রতিদিন কি খেতে হবে ?

উঃ – ii ) লাল নটে শাক, গাজর, আম, পেঁপে ।

গ ) শিশুদের কৃমি হলে কি ক্ষতি হয় ?

উঃ – ii ) রক্তাল্পতা ।

ঘ ) চোখ থেকে কত দূরত্বে বই রেখে পড়া উচিত ?

উঃ – i ) ১ ফুট ।

ঙ ) ছোট শিশুদের হাতের কাছ থেকে কোন কোন জিনিস দূরে রাখা উচিত ?

উঃ – iii ) তির ধনুক, ছুরি, কাঁচি, বঁটি ।

চ ) পাইরিয়া রোগটি কোন অঙ্গের রোগ ?

উঃ – ii ) দাঁতের মাড়ি ।

ছ ) কি ঘটলে কানের পর্দা ফেটে যেতে পারে ?

উঃ – iv ) সব কয়টি ক্ষেত্রে ।

২ ) নিচের প্রশ্নগুলির যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও ।

ক ) দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতি গুলি বর্ণনা করো ।

উঃ – ১ ) সকালে প্রতিদিন ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে প্রতিদিন মাজন দিয়ে দাঁত মাজতে হবে ।

২) দুধ ডিম শাকসবজি খেতে হবে ।

৩ ) নিয়মিত দাঁতের পরিচর্যা করতে হবে ।

৪ ) যেকোনো খাবার খাওয়ার পরে জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিতে হবে

৫ ) ছাই বা গুড়াকু দিয়ে দাঁত মাজা উচিত নয় ।

খ ) ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতি গুলি তালিকাভুক্ত করো ।

উঃ – এই প্রশ্নের উত্তরটি করার জন্য তোমাদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইয়ে দেখে নাও ।

গ ) চোখের যত্ন নেওয়ার পদ্ধতি গুলি তালিকাভুক্ত করো ।

উঃ – ১ ) দিনে অন্তত চার থেকে পাঁচবার পরিষ্কার জল দিয়ে চোখ পরিষ্কার করা উচিত ।

২ ) অন্যের ব্যবহার করা রুমাল বা তোয়ালে ব্যবহার করা উচিত নয় ।

৩ ) চোখের ভিতরে কোন ময়লা বা ধুলো পড়লে পরিষ্কার জল বা কাপড় দিয়ে পরিষ্কার করা উচিত

৪ ) রাতে পড়ার সময় বইয়ের ওপর পিছন থেকে কাঁধের ওপর দিয়ে যাতে যথেষ্ট আলো সেদিকে দৃষ্টি দিতে হবে ।

৫ ) চোখ থেকে অন্তত এক ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত ।

৬ ) অন্যের চশমা ব্যবহার করা উচিত নয় ।

৭ ) টিভির পর্দা থেকে অন্তত তিন হাত দূরে বসে ছবি দেখা উচিত

৮ ) চোখ ভালো রাখার জন্য মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, শাক, গাজর, আম, কমলালেবু, পেঁপে প্রভৃতি খাওয়া উচিত ।

Class 4 Sasto O Sarir Sikha Task Part 2 Full Marks 15 | Class 4 Sasto O Sarir Sikha Task February 2022 Full Marks 15 | Model Activity Task Class 4 Sasto O Sarir Sikha Part 2 February 2022

Model Activity Task Class 4 2022 Part 2 ( February ) All Subject Full Marks 15 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 বাংলা পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 আমাদের পরিবেশ পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 স্বাস্থ্য ও শারীরশিক্ষা পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | Class 4 Model Activity Task 2022 ( January, February )

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ( জানুয়ারী )
চতুর্থ শ্রেণি
বাংলা
পূর্ণমান – ১৫

Model Activity Task Class 4 Bengali 2022 Part 1 ( January)

১ ) ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো । 

১.১ ) কবি ‘ দিলখোলা ‘ হয়েছেন যার উপদেশে – 

উঃ – ঘ ) খোলা মাঠ । 

১.২ ) আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে – 

উঃ – গ ) সূর্য । 

১.৩ ) কবি পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন – 

উঃ – গ ) কঠোর হাতে । 

২ ) নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও । 

২.১ ) ‘ আমায় দিল ভিক্ষা ‘। – কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন ? 

উঃ – কবি সবুজ বন জঙ্গলের কাছ থেকে যে সরসতা ভিক্ষা পেয়েছেন তার কথাই এখানে বলেছেন । 

২.২ ) ‘ মৌন ‘ শব্দের অর্থ কি ? 

উঃ –  ‘ মৌন ‘ শব্দের অর্থ চুপ করে থাকা । 

২.৩ ) কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন ? 

উঃ – কবি কাদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষালাপ করেছেন । 

৩ ) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও । 

৩.১ ) ‘ সবার আমি ছাত্র ‘ কবিতায় কবি বায়ুর থেকে কোন মন্ত্র লাভ করেছেন ? 

উঃ –  ‘ সবার আমি ছাত্র ‘ কবিতায় কবি সুনির্মল বসু বায়ুর কাছ থেকে কর্মী হবার মন্ত্র লাভ করেছেন । 

৩.২ ) সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছে ? 

উঃ – শিক্ষা ও জ্ঞানে নিজের অন্তরকে ভরিয়ে তোলার শিক্ষা সাগর কবিকে ইঙ্গিতে দিয়েছেন । 

৩.৩ ) ) ‘ সন্দেহ নেই মাত্র ‘ – কোন বিষয়ে কবির বিন্দুমাত্র সন্দেহ নেই ?

উঃ – কবি এই পৃথিবীর বিরাট খাতার পাঠ্য বিষয় থেকে নতুন নতুন জিনিস শিখছেন, তাতে তার সন্দেহ নেই ।  

৪ ) নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখ । 

প্রশ্ন – ‘ বিশ্বজোড়া পাঠশালা মোর, / সবার আমি ছাত্র ‘ – ‘ সবার আমি ছাত্র ‘ কবিতায় সমগ্র বিশ্ব কিভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে তা আলোচনা করো । 

উত্তর – কবি সুনির্মল বসু সবার আমি ছাত্র কবিতায় সমগ্র বিশ্বকে একটি পাঠশালা হিসেবে তুলে ধরেছেন । তিনি বলেছেন এই প্রকৃতির আকাশ, বাতাস, পাহাড়, চন্দ্র, সূর্য, সাগর, নদী, মাটি, পাথর, ঝরনা, বনভূমি প্রত্যেকের থেকেই আমাদের কিছু না কিছু শেখার আছে । আমরা পাঠশালায় যেভাবে জ্ঞান লাভ করে থাকি ঠিক সেভাবেই এই গোটা বিশ্ব প্রকৃতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি । তাই কবি বিশ্বপ্রকৃতির এই শিক্ষালয় থেকে প্রতিনিয়ত জ্ঞান আহরণ করে চলেছেন । আরে এভাবেই সমগ্র বিশ্ব কবির কাছে পাঠশালা হয়ে উঠেছে । 

Class 4 Bengali Task Part 1 Full Marks 15 | Class IV Bengali Task January 2022 Full Marks 15 | Model Activity Task Class 4 Bengali Part 1 January 2022 |

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ( জানুয়ারী )
চতুর্থ শ্রেণি
আমাদের পরিবেশ
পূর্ণমান – ১৫

Model Activity Task Class 4 Amader Poribesh 2022 Part 1 ( January)

১ ) শূন্যস্থান পূরণ করো । 

১.১ ) সাপ ______ খায় । 

উঃ – ব্যাংঙ । 

১.২ ) গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হল ________ । 

উঃ – গিরগিটি । 

১.৩ ) মাছের সারা গায়ে _________ থাকে । 

উঃ – আঁশ । 

২ ) ঠিক বাক্যের পাশে ( রাইট ) আর ভুল বাক্যের পাশে ( ক্রস ) চিহ্ন দাও । 

২.১ ) পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখা যায় । 

উঃ –  ঠিক । 

২.২ ) ঘুড়ি আকাশে ওড়ে, তাই ঘুড়ি হল জীব । 

উঃ – ভুল । 

২.৩ ) শামুকের শরীর নরম । 

উঃ – ঠিক । 

৩ ) একটি বা দুটি বাক্যে উত্তর দাও । 

৩.১ ) পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখ ।  

উঃ – পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণী হল রয়েল বেঙ্গল টাইগার ও একশিঙ্গ গন্ডার । 

৩.২ ) প্রজাপতি আর পাখির মধ্যে একটি মিল ও একটি অমিল লেখ । 

উঃ – মিল – প্রজাপতি ও পাখি উভয়ের ডানা আছে । তাই দুজনে উড়তে পারে । 

অমিল – প্রজাপতির শুঁড় আছে কিন্তু পাখির শুঁড় নেই । 

৩.৩ ) মাছের দুটি বৈশিষ্ট্য লেখ । 

উঃ – মাছের দুটি বৈশিষ্ট্য হলো – 

১ ) মাছের সারা শরীর আঁশে ঢাকা থাকে । 

২ ) জলে সাঁতার কাটার জন্য মাছের শরীরে নানা রকমের পাখনা আছে । 

৪ ) দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও । 

প্রশ্ন – জীবের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো । 

উত্তর – জীবের তিনটি বৈশিষ্ট্য হলো – 

১ ) জীবের জন্ম ও মৃত্যু আছে । 

২ ) জীব বংশবিস্তার করতে পারে । 

৩ ) জীব চলাফেরা করতে পারে । 

Class 4 Amader Poribesh Task Part 1 Full Marks 15 | Class IV Amader Poribesh Task January 2022 Full Marks 15| Model Activity Task Class 4 Amader Poribesh Part 1 January 2022 |

মডেল অ্যাক্টিভিটি টাস্ক – জানুয়ারী ২০২২
চতুর্থ শ্রেণি
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পূর্ণমান – ১৫

Model Activity Task Class 4 Health and Physical Education 2022 Part 1 ( January)

১ ) সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো । 

ক ) উত্তর – এড়াতে । 

খ )  উত্তর – পেটের । 

গ ) উত্তর – চোখের । 

ঘ ) উত্তর – নুন । 

ঙ ) উত্তর – সাবধানেতে । 

চ ) উত্তর – ও আর এস । 

ছ ) উত্তর – ডাক্তারকে । 

জ ) উত্তর – মশারিটা । 

ঝ ) উত্তর – রঙ । 

ঞ ) উত্তর – রাতকানা । 

ট ) উত্তর – প্রোটিনও । 

ঠ ) উত্তর – হজম শক্তি । 

ড ) উত্তর – স্বাস্থ্য । 

ঢ ) উত্তর – খাবার । 

ণ ) উত্তর – জলাভাব । 

Class 4 Health and Physical Education Task Part 1 Full Marks 15 | Class IV Health and Physical Education Task January 2022 Full Marks 15 | Model Activity Task Class 4 Health and Physical Education Part 1 January 2022 |


তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো।  আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।  

Model Activity Task Class 4 2022 Part 2 ( February ) All Subject Full Marks 15 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 বাংলা পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 আমাদের পরিবেশ পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 স্বাস্থ্য ও শারীরশিক্ষা পার্ট 1 পার্ট 2 উত্তর ২০২২ | Class 4 Model Activity Task 2022 ( January, February )

আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে। 

এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *