তোমার জীবনের লক্ষ্য রচনা ( Free Pdf )

পোস্টটি শেয়ার করুন

তোমার জীবনের লক্ষ্য রচনা | আমার জীবনের লক্ষ্য রচনা | Tomar Jiboner Lokkho Rachana |

আপনি কি অনলাইনে তোমার জীবনের লক্ষ্য রচনা, আমার জীবনের লক্ষ্য প্রবন্ধ রচনা, Tomar Jiboner Lokkho Rachana খুঁজছেন,

যদি তাই হয়, 

আপনি সঠিক পোস্টে এসেছেন।

আমার এই পোস্টটি তোমার জীবনের লক্ষ্য রচনার দারুন নোট।  আপনি পরীক্ষায় যদি এই রচনাটি লিখতে পারেন তাহলে আপনি ফুল মার্কস পাবেন।

আমার জীবনের লক্ষ্য প্রবন্ধ রচনার পোস্টটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ার অনুরোধ রইল।

আমার জীবনের লক্ষ্য প্রবন্ধ রচনা
আমার জীবনের লক্ষ্য প্রবন্ধ রচনা 

আমার জীবনের লক্ষ্য রচনা ( Free Pdf Download )

ভূমিকা –

সকল মানুষের জীবনে থাকে একটি নির্দিষ্ট লক্ষ্য।

জীবনে সফল হওয়ার দারে পৌঁছতে হলে আমাদের শিশুরা থেকে একটা লক্ষ্য থাকা অবশ্যই দরকার। তাই লক্ষ্য হলো মানুষের জীবনের নিত্য সঙ্গী।

যে ব্যক্তি জীবনে কোনো লক্ষ্য নেয় সে বিশৃংখলার মধ্যে পড়ে যায় ফলে পরিণামে পায় ব্যর্থতার অশ্রু।

স্বামী বিবেকানন্দ বলেছেন ” Who Sows Must Reap ” লক্ষ্য তাই জীবন। এরকম বীজ বপন করা। ফসল তোলা হলো জীবনের সাফল্য।

আমাদের জীবনের বিভিন্ন লক্ষ্য

প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন রকমের লক্ষ্য থাকে। প্রত্যেকটি মানুষের তার নিজস্ব প্রকৃতি ও যোগ্যতা অনুযায়ী লক্ষ্য হয়।

কেউ চাই ইঞ্জিনিয়ারিং হতে, কেউ চায় ডাক্তার হতে, কেউ চায় শিক্ষকতা করতে, কেউ চায় ব্যবসা করতে, কেউ চায় চাষবাস করতে ইত্যাদি।

বর্তমান সমাজ এখন কর্ম নির্দেশক শিক্ষা। তাই আগে থেকে ঠিক করে নিতে হবে আমাদের ” আমি কি হতে চাই “।

আরও পড়ুন ক্লিক করে – বাংলা অনুচ্ছেদ লেখার নিয়ম 

আরও পড়ুন ক্লিক করে – ইংরেজি রচনা লেখার নিয়ম

তোমার জীবনের লক্ষ্য রচনা | আমার জীবনের লক্ষ্য রচনা | Tomar Jiboner Lokkho Rachana |

ডাউনলোড ফ্রী পিডিএফ

আমার লক্ষ্য নির্বাচনে সমস্যা ও লক্ষ্য স্থির

এখন আমি একজন মাধ্যমিক পরীক্ষার্থী। সবে ষোলো বছরে পা দিয়েছি।

তাই আমার নিজস্ব জ্ঞান ও নিজস্ব অভিজ্ঞতা খুব কম। এছাড়া দৃষ্টিভঙ্গিও ব্যাপক আকারের নয় এ সময়ে সঠিক লক্ষ্য ঠিক করা আমার পক্ষে এখন সম্ভব নয়।

এ ব্যাপারে আমার বাবা মা আমার ওপরে কোন কিছু চাপিয়ে দিতে তারা আগ্রহী নয়।

তাই আমাকে অনেক চিন্তাভাবনা করে আমি আমার নিজস্ব দক্ষতা ও যোগ্যতার ওপর দাঁড়িয়ে নিজের মনে মনে একটা জিনিস ঠিক করেছি যে আমি কম্পিউটারের স্বাধীন ব্যবসায়ী নিজেকে নিয়োজিত করব।

এই স্বাধীন জীবিকাই হল আমার জীবনের এখন লক্ষ্য আর আমার স্বপ্ন।

আমার জীবনের লক্ষ্য

আমি অফিস-আদালত, যেকোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান, কলকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে কোনো কর্তৃপক্ষের অধীনে পেশা গ্রহণ করতে ইচ্ছুক নয়।

এছাড়া আইন নিয়ে পড়াশোনা অর্থাত উকিল হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ারিং হওয়া তেমন আমার ঠিক পছন্দ নয়।

বর্তমান যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যে গতানুগতিক পেশা আছে তা পরিহার করে আমি কম্পিউটারের স্বাধীন ব্যবসায় নিজেকে নিয়োজিত করতে ইচ্ছুক এই স্বাধীন জীবিকায় আমার জীবনের লক্ষ্য ও স্বপ্ন।

লক্ষ্য স্থির করার কারণ

প্রথমেই বলব আমি স্বাধীনভাবে অর্থ উপার্জন করতে চাই যা যুগের চাহিদার দিকে লক্ষ্য রেখেই আমি এই পেশাকে নির্বাচন করেছি।

বর্তমান যুগে কম্পিউটারের চাহিদা প্রচুর। দিনের পর দিন কম্পিউটারের চাহিদা বেড়েই চলেছে।

এখন বর্তমানে যেকোনো অফিস-আদালত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত জায়গায় কম্পিউটারের ব্যবহার আবশ্যিক হয়ে পড়েছে।

একটি নির্দিষ্ট স্বাধীন ব্যবসার মধ্যে নিজস্ব পরিকল্পনা কে কাজে লাগিয়ে কোন কিছু করার প্রয়াস এর মধ্যে রয়েছে এক গভীর আনন্দের উপলব্ধি যা আমি পছন্দ করি।

লক্ষ্য পূরণে আমি কি করবো

প্রত্যেকটি মানুষের লক্ষ্য পূরণে কোন নির্দিষ্ট পরিকল্পনা থাকে তেমনি আমারও লক্ষ্য পূরণে আমার একটি নির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে।

মাধ্যমিক পাশ করবার পর আমি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়বো বলে ঠিক করেছি।

তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পর আমি কম্পিউটার বিজ্ঞানসহ বিজ্ঞানে স্নাতক হবার পর এই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার চেষ্টা করব।

পরবর্তীতে আমি স্বাধীনভাবে কম্পিউটার বিজনেসে নিজেকে নিয়োজিত করবো আর এটাই হবে আমার জীবনের নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য।

চরম লক্ষ্য

আমি কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে যে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করেছি এবং পরবর্তীতে নিজের স্বাধীন ব্যবসা মাধ্যমে প্রচুর টাকা উপার্জন করে আমি ভোগবিলাসে জীবন কাটাতে ইচ্ছুক নয়।

কারণ আমি চাই কম্পিউটার ব্যবসা করে দেশের মানুষকে এ বিষয়ে সচেতন করে তুলবো দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যাব অর্থাৎ দেশকে আরো উন্নত করে তোলার চেষ্টা করব।

উপসংহার

কারোর জীবনের নির্দিষ্ট লক্ষ্য হয়ত সকল মানুষের কাছে পছন্দ নাও হতে পারে হয়তো আবার কারো জীবনের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কেউ উপহাস করতে পারে আবার হয়তো কেউ তার লক্ষ্য কে সমর্থন করতে পারে।

প্রত্যেকটি মানুষ তার যেকোনো পেশাতেই জীবনে উন্নতি করতে পারে।

আমার নিজের দেশ সেবার আদর্শ নিয়ে কম্পিউটারের ব্যবস্থা করতে চাই এটাই আমার লক্ষ্য এটাই আমার স্বপ্ন।

সর্বশেষে একটা কথা বলতে চাই ভবিষ্যতে যদি আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে তাহলে আমি এই কম্পিউটার ব্যবসা করে দেশের সেবা করব।


আরও পড়ুন ক্লিক করে –

বন্যা ও তার প্রতিকার রচনা 

প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ রচনা

সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা


তোমার জীবনের লক্ষ্য রচনা | আমার জীবনের লক্ষ্য রচনা | Tomar Jiboner Lokkho Rachana |

আশা করি তোমার জীবনের লক্ষ্য অনুচ্ছেদ রচনার এই পোস্টটি আপনার অনেক উপকারে এসেছে।

আপনাকে জানাই অনেক ধন্যবাদ রচনার এই পোস্টটি পড়ার জন্য।

এই পোস্টটি আপনার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

Leave a Comment