ফেসবুকের নতুন নিয়ম

ফেসবুকের নতুন নিয়ম

পোস্টটি শেয়ার করুন

ফেসবুকের নতুন নিয়ম, ফেসবুকের নতুন খবর

ফেসবুকের নতুন নিয়ম – এবার থেকে ফেসবুকে লুকানো যাবে ‘ লাইকস’ এর সংখ্যা। এই পরিষেবা পরীক্ষামূলক ভাবে শুধুমাত্র অস্ট্রেলিয়ায় দেওয়া শুরু করেছে ফেসবুক। বিষয়টিতে সাফল্য পেলে পরবর্তীতে বিশ্বের অন্যান্য জায়গায় এই পরিষেবা চালু করা হবে। 

 ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারী তাদের কোনও পোস্টের লাইকস বা ভিডিয়োয় দর্শনার্থীদের সংখ্যা গোপন রাখতে চাইলে এই পরিষেবা থেকে উপকৃত হবেন। 

 তাঁর অ্যাকাউন্ট থেকে করা পোস্টের লাইকস ও ভিডিয়োতে দর্শনার্থীদের সংখ্যা, বন্ধু ও অন্যান্য মানুষের থেকে গোপন করতে পারবেন। 

 যদিও ব্যবহারকারীরা বন্ধুদের করা প্রতিক্রিয়াগুলি দেখতে পারবেন।

ফেসবুক অস্ট্রেলিয়ার পলিসি ডিরেক্টর মিয়া গার্লিক জানিয়েছেন, এটি শধুই সমীকরণের বাইরে থাকা কতগুলি সংখ্যা, পরিষেবাটি চালু হলে ব্যবহারকারীরা প্রতিক্রিয়ার সংখ্যার চেয়ে বেশি কনটেণ্টের গুণমানের দিকে মনোনিবেশ করতে পারবেন।

 তিনি আরও বলেন, ‘ আমরা চাই না যে ফেসবুক একটা প্রতিযোগিতার মঞ্চ হয়ে দাঁড়াক ‘। 

আরও পড়ুন – হারানো মোবাইল খুঁজে পাওয়ার উপায় 

 ফেসবুকের এই সিদ্ধান্তের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।

 সাইবার সাইকোলজির গবেষক জোসিলাইন ব্রিওয় ফেসবুকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাঁর মতে, ব্যবহারকারীদের মানসিক সুস্থতার জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত ফলপ্রদ হবে। 

কারণ ফেসবুকে লাইকের আশায় ব্যবহারকারীরা অনেক সময় প্রাণের ঝুঁকি নিয়ে ফেলেন। এতে একে অপরের মধ্যে অজানতে প্রতিযোগিতায় জড়িয়ে পড়েন। 

উল্লেখ্য, ২০০৯ সালে প্রথম ব্যবহারকারীদের জন্য ‘ লাইক ‘ বোতামটি আনে ফেসবুক। 

এরপর একে একে আরও প্রতিক্রিয়া বোতাম জুড়তে থাকে লাইকের সঙ্গে।

 সারা বিশ্বের প্রায় একশো কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। সেখানে অস্ট্রেলিয়াতেই ১ কোটি ৬০ লক্ষ মানুষ ব্যবহার করেন।

ফেসবুক যে নতুন নিয়ম চালু করতে চলেছে তা হল ফেসবুকে লাইকের সংখ্যা লুকানো বন্ধুবান্ধব ও অন্যান্য মানুষের কাছ থেকে।‌

আরও পড়ুন – বিশ্বের আশ্চর্য খবর 

এই নিয়ম নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।

আপনাকে অনেক ধন্যবাদ এই পোস্টটি পড়ার জন্য।

বন্ধু – বান্ধবের সাথে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।


পোস্টটি শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *