হারানো মোবাইল খুঁজে পাওয়ার উপায়

হারানো মোবাইল খুঁজে পাওয়ার উপায়

পোস্টটি শেয়ার করুন

হারানো মোবাইল খুঁজে পাওয়ার উপায় সম্পর্কে টিপস

মোবাইল খুব দরকারি জিনিস । মোবাইল এর মধ্যে আমাদের অনেক দরকারি জিনিস থাকে। তাই মোবাইল হারিয়ে গেলে আমরা খুব চিন্তিত হয়ে যাই।

আমার এই পোস্টটি হারানো মোবাইল খুঁজে পাওয়ার উপায় সম্পর্কে । আশা করি এই পোস্টটি আপনার উপকারে আসবে ।

আমাদের ফোন হারিয়ে গেলে আমরা অনলাইনে বিভিন্ন প্রশ্নের সার্চ করি যেমন – হারানো মোবাইল খুঁজে পাওয়ার উপায়, স্মার্টফোন হারিয়ে গেলে, ফোন চুরি হলে করণীয়, মোবাইল চুরি হলে করনীয়, ফোন হারিয়ে গেলে করণীয় ইত্যাদি ।

পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল ।

হারানো মোবাইল খুঁজে পাওয়ার উপায়, স্মার্টফোন হারিয়ে গেলে, ফোন চুরি হলে করণীয়,

মোবাইল চুরি বা খোয়া যাওয়া মানে শুধু আর্থিক ক্ষতি নয়। বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের পথকে প্রশস্ত করেছে এই ঘটনা। তবে এবার ফোন হারালেও চিন্তা করবেন না।

কারণ আপনার হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে সাহায্য করবে খোদ সরকার। খোয়া যাওয়া মোবাইল ফিরিয়ে দিতে এবার নড়েচড়ে বসল ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ( ডট )। 

তারা একটি নতুন পোর্টাল এনেছে। যার মাধ্যমে হারানো বা চুরি যাওয়া মোবাইল ট্রেস করা অনেকটা সহজ হবে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘ সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার ‘ ( সিইআইয়ার )।

ডট বলছে, এই প্রকারের লক্ষ্য হবে, মোবাইল নেটওয়ার্কের সাহায্যে হারানো বা চুরি যাওয়া মোবাইল খুঁজে বের করা। একইসঙ্গে মোবাইলটি কোন জায়গায় রয়েছে, তাও জানানো। সিইআইয়ার প্রকল্প এক্ষেত্রে কাজে লাগাবে সেই ফোনের আইএমআই নম্বরকে।

 অনেকেই জানেন না, সব মোবাইলেই ১৫ ডিজিটের একটি আইএমআই  ( ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি ) নম্বর আছে। সেই নম্বর প্রতিটি মোবাইলের ক্ষেত্রে আলাদা হয়।

কিছু দুষ্কৃতী আইএমআই নম্বর রিপ্রোগ্রাম করতে পারে, তৈরি করা যায় একটি নকল আইএমআই নম্বর। ডট জানিয়েছে , এভাবে যদি আইএমআই নম্বর ব্লক করে দেওয়া হয়, তাহলে প্রকৃত গ্রাহকরা সমস্যাই পড়তে পারেন। তবে তাদের এই নতুন প্রোগ্রামকে খুবই উপযুক্ত বলে দাবি করেছে ডট। 

সিইআইয়ার প্রোজেক্ট অনুযায়ী সবার আগে পুলিশে ফোন হারানোর অভিযোগ দায়ের করতে হবে।

তারপর ১৪৪২২ এই ফোন নম্বরে ঘটনাটি সম্পর্কে জানাতে হবে ডটকে। ডট ডিভাইসটি কালো তালিকাভুক্ত করবে।

 ফলে যদি কেউ ওই মোবাইলের ডিভাইসে নতুন কোনও সিম ব্যবহার করে, সার্ভিস প্রোভাইডার সেই নতুন নম্বরটি জানতে পারবেন। তারপর সেই নম্বর তুলে দেবেন পুলিশের হাতে।

আরও পড়ুন – ফেসবুকের নতুন নিয়ম 

আরও পড়ুন – বিশ্বের আশ্চর্য খবর

উপসংহার – আশা করি হারানো মোবাইল খুঁজে পাওয়ার উপায় সম্পর্কে ডট এর এই উদ্যোক্তা কে আপনার ভালো লেগেছে। পরে আরও নতুন কিছু আপডেট এলে আপনাদের কাছে পৌঁছে দব।

আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

উপকারে আসলে পোস্টটি শেয়ার করতে পারেন ।


পোস্টটি শেয়ার করুন

Similar Posts

One Comment

  1. অসংখ্য ধন্যবান আপনাকে,জরুরী একটা টিপস আমাদেরকে দেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *