Class 6 Model Activity Task 2022 History Part 1 Part 2
Class 6 Model Activity Task 2022 History Part 1 Part 2 ( January – February ) | [ জানুয়ারী, ফেব্রুয়ারী ২০২২ পার্ট ১ পার্ট ২ ] মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 ইতিহাস | Model Activity Task Class 6 History 2022 Part 1 Part 2 ( January – February ) |
জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে ইতিহাসের যে নতুন ( ২০২২ সাল ) Model Activity Task দেওয়া হয়েছে। তার সমস্ত উত্তর এখান থেকে দেখে নাও ।
Class 6 All Subject Answer 2022 | Click Here |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ষষ্ঠ শ্রেণী
ইতিহাস ( ফেব্রুয়ারী )
পূর্ণমান – ২০
Model Activity Task Class 6 History 2022 Part 2 February
১ ) শূন্যস্থান পূরণ করো ।
ক ) সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে _______ ।
উঃ – পূর্ব আফ্রিকাতে ।
খ ) পাথরের যুগকে সাধারণভাবে _____ পর্যায়ে ভাগ করা হয় ।
উঃ – তিনটি ।
গ ) আদিম মানুষ প্রথম কৃষি কাজ শেখে _____ যুগে ।
উঃ – নতুন পাথরের ।
২ ) ঠিক ভুল নির্ণয় করো ।
ক ) হাতিয়ার এর বিবর্তন আদিম মানুষের জীবনে পরিবর্তন ঘটেছিল ।
উঃ – ঠিক ।
খ ) আদমগড়ের মানুষ পশু পালন করতে শিখেছিল ।
উঃ – ঠিক ।
গ ) ভীমবেটকা গুহাগুলি উত্তরপ্রদেশে অবস্থিত ।
উঃ – ভুল ।
আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে –
৩ ) স্তম্ভ মেলাও ।
হোমো হাবিলিস | দক্ষ মানুষ |
হোমো ইরেকটাস | সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ |
হোমো স্যাপিয়েন্স | বুদ্ধিমান মানুষ |
৪ ) দুটি তিনটি বাক্যে উত্তর দাও ।
ক ) ভীমবেটকার গুহার দেওয়ালে কেমন ধরনের ছবি পাওয়া গেছে ?
উঃ – ভীমবেটকার গুহার দেওয়ালে আদিম মানুষের আঁকা বিভিন্ন ছবি পাওয়া গেছে । যার মধ্যে বেশির ভাগ রয়েছে বন্য পশুর ছবি। তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মত প্রাণীর ছবিও দেখা যায় । এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দলবেঁধে শিকার করছে । তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে-পায়ে গয়না। অনেক সময়ই মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায় । ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রং ।
খ ) পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল ?
উঃ – পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন এই রকম ছিল –
দলবদ্ধভাবে শিকার – পুরনো পাথরের যুগে আদিম মানুষ দলবদ্ধ ভাবে পশু শিকার ও ফলমূল সংগ্রহ করত এবং মিলেমিশে খাবার ভাগ করে খেত।
পোশাক-পরিচ্ছদ – প্রচণ্ড ঠাণ্ডার হাত থেকে বাঁচতে পুরনো পাথরের যুগে আদিম মানুষ পশুর চামড়া, গাছের ছাল ও লতাপাতা পোশাক রূপে ব্যবহার করত ।
খাদ্য – পুরনো পাথরের যুগে আদিম মানুষ শিকার করে পশুর মাংস ও বনের ফলমূল সংগ্রহ করে খেত ।
হাতিয়ার – ভারী এবং এবড়োখেবড়ো পাথরের হাতিয়ার এ যুগের মানুষ ব্যবহার করতো ।
গ ) আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল ?
উঃ – আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনযাত্রার ধরন অনেকটাই বদলে গিয়েছিল। যেমন –
আত্মরক্ষা – প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে আদিম মানুষ আগুন জ্বালিয়ে শরীর গরম করতো । হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা গুহার মুখে আগুন জ্বালিয়ে রাখতো।
খাদ্যাভাসের বদল – এসময় আদিম মানুষ কাঁচা মাংসের পরিবর্তে আগুনে ঝলসানো নরম মাংস খেতে শুরু করে ।
শারীরিক পরিবর্তন – আগুনে ঝলসানো নরম মাংস খেয়ে তাদের শরীরের গঠন ও বুদ্ধির পরিবর্তন হয়ে গেল ।
৫ ) আট দশটি বাক্যে উত্তর দাও ।
প্রশ্ন – যাযাবর মানুষে কীভাবে ধীরে ধীরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল ?
উত্তর – আদিম মানুষের ইতিহাসে নতুন পাথরের যুগ অনেকদিক থেকেই নতুন ছিল । পাথরের হাতিয়ার বানানোর কৌশল অনেক উন্নত হয়েছিল । নানান রকম পাথরের হাতিয়ার তৈরি করা শুরু হয় । পাশাপাশি ছোট পাথরের হাতিয়ার এ সময় ব্যবহার করা হতো । এই পর্যায়ে প্রথম আদিম মানুষ কৃষিকাজ শেখে । ফলে তারা নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন শুরু করে । নতুন পাথরের যুগে শিকার করতে বা পশু চরাতে ছেলেরা দল বেঁধে যেত । মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করতো । ফলমূল জোগাড় করতো । এইভাবে এক সময়ে গাছপালা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারল কিভাবে বীজ থেকে চারা গাছ, আর চারা গাছ থেকে কিভাবে বড় গাছ হয় । তখন শুধু খাবারের খোঁজ নয় খাবার তৈরি করতে শিখলো তারা । মানুষ শিখল কৃষিকাজ করা। কৃষি কাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলে স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করে মানুষ। চাষের সঙ্গে যুক্ত হয় বাস বা থাকা । চাষবাস কথাটা আজও ব্যবহার হয় । তার থেকে ক্ষেতের পাশে বসতি বানানোর গুরুত্ব বোঝা যায় । শিকার ও পশু পালনের জন্য মানুষকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হতো । কৃষি কাজ শুরু করার পরে সেই ঘোরাঘুরি বন্ধ হয় । তাছাড়া কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে। শিকারের মতো তা অনিশ্চিত নয়। ফলে যাযাবর মানুষ ধীরে ধীরে স্থায়ীভাবে বসবাস শুরু করে ।
আরও দেখো –
Class 6 History February Task 2022 | Class 6 History Task Part 2 2022 | Class 6 History February Task Answer 2022 |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ষষ্ঠ শ্রেণী
ইতিহাস ( জানুয়ারী )
পূর্ণমান – ২০
( January 2022 ) Model Activity Task Class 6 History Part 1
১ ) ঠিক ভুল নির্ণয় করো ।
ক ) বিন্ধ্য পর্বতের দক্ষিণভাগকে পলা হত দাক্ষিণাত্য ।
উঃ – ঠিক ।
খ ) হর্ষচরিত লিখেছিলেন হর্ষবর্ধন ।
উঃ -ভুল ।
গ ) জাদু ঘরে থাকা পুরনো দিনের নানা প্রত্নবস্তু ।
উঃ – ঠিক ।
২ ) স্তম্ভ মেলাও ।
শকাব্দ | কনিষ্ক |
গুপ্তাব্দ | প্রথম চন্দ্রগুপ্ত |
হর্ষাব্দ | হর্ষবর্ধন |
৩ ) অতি সংক্ষেপে উত্তর দাও ( একটি দুটি বাক্যে )
ক ) কোন অঞ্চলকে আর্যাবর্ত বলা হয় ?
উঃ – ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে বিন্ধ্য পর্বত । সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করতো বলে ওই অঞ্চলকে আর্যাবর্ত বলা হত ।
খ ) প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে ?
উঃ – যে সময়ের লেখা পাওয়া যায়, অথচ তা পড়া যায় না সেই সময়কে প্রায় ঐতিহাসিক যুগ বলা হয় ।
৪ ) নিজের ভাষায় লেখ ( তিন চারটি বাক্যে )
ক ) প্রশস্তি কি ? মুদ্রা কিভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে ?
উঃ – প্রাচীনকালে অনেক শাসকের গুনগানও লেখ হিসেবে খোদাই করা হতো । সেগুলোকে বলে প্রশস্তি । প্রশস্তি মানে গুনগান করা । এই প্রশস্তি লেখগুলি থেকেও ওই শাসকের বিষয়ে অনেক কিছু জানা যায় । যেমন – গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি ।
প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য মুদ্রা কাজে লাগে । মুদ্রায় শাসকের নাম, মূর্তি প্রভৃতি খোদাই করা থাকে । অব্দও পাওয়া যায় মুদ্রায় । এর ফলে মুদ্রা থেকে নানা রকম তথ্য জানতে পারা যায় । শক কুষাণদের ইতিহাস তো তাদের মুদ্রা থেকেই জানা যায় ।
খ ) সাহিত্য উপাদানের সমস্যাগুলি কি কি ?
উঃ – প্রাচীন ভারতের ইতিহাস লেখার ক্ষেত্রে অনেক রকম সাহিত্য উপাদান পাওয়া যায় । সে গুলোকে মোটামুটি দুই রকম ভাগে ভাগ করা যায় – দেশী ও বিদেশী লেখকদের রচনা । প্রাচীন ভারতের ইতিহাস লেখার জন্য তিন ধরনের বিদেশি বিবরণ খুব জরুরী । গ্রিক, রোমান ও চিনা দ্রুত ও পর্যটকদের বিবরণ । তবে বিদেশি সাহিত্য গুলির কয়েকটি সমস্যা আছে । বিদেশীরা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি বুঝতেন না । ফলে অনেক কিছুর মানে বুঝতে তাদের ভুল হয়েছিল । তাছাড়া অনেক লেখার মধ্যে পক্ষপাতিত্ব ছিল । দেশীয় সাহিত্যতে পক্ষপাতিত্বের উদাহরণ আছে । তাছাড়া কাব্য নাটকে সমাজের নিচু তলার মানুষের কথা বিশেষ জানা যায় না । অধিকাংশ সাহিত্যের বর্ণনা মন গড়া । তবুও প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাস জানার জন্য সাহিত্য উপাদানগুলোর গুরুত্ব রয়েছে ।
Class 6 History January Task 2022 | Class 6 History Task Part 1 2022 | Class 6 History January Task Answer 2022 |
তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো। আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।
Class 6 Model Activity Task 2022 History Part 1 Part 2 ( January – February ) | [ জানুয়ারী, ফেব্রুয়ারী ২০২২ পার্ট ১ পার্ট ২ ] মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 ইতিহাস | Model Activity Task Class 6 History 2022 Part 1 Part 2 ( January – February ) |
আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে।
এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।