Class 8 Science Question Answer wbbse | Class 8 Poribesh o Biggan Question Answer | Class 8 Science Important Question Answer |
Class 8 Science Important Question Answer
১ ) ঠিক উত্তর নির্বাচন করো ।
১.১ ) স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয় তা হল –
উঃ – গ ) ওজন ।
১.২ ) ঘনত্বের SI এককটি হলো –
উঃ – ঘ ) কিলোগ্রাম / ঘনমিটার।
১.৩ ) নিউটন / বর্গমিটার যে রাশির একক তা হল –
উঃ – ঘ ) চাপ।
১.৪ ) প্লবতার একক হল –
উঃ – ক ) নিউটন ।
২ ) ঠিক বাক্যের পাশে ( রাইট ) আর ভুল বাক্যের পাশে ( ক্রস ) চিহ্ন দাও ।
২.১ ) চাপ নয়, বল দিয়েই কোন তরলের প্রবাহের দিক ঠিক হয় ।
উঃ – ভুল ।
২.২ ) কোন তরলের স্থিরভাবে ভাসমান বস্তুর ওজন ও প্লবতা সমান ।
উঃ – ঠিক ।
২.৩ ) লোহার পেরেক জলে ডুবে যাবে কিন্তু পারদে ভাসবে ।
উঃ – ঠিক ।
২.৪ ) কোন বস্তুকে টানলেও যখন তার সরণ ঘটছে না তখন ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীতমুখী ।
উঃ – ঠিক ।
আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে –
৩ ) একটি বা দুটি বাক্যে উত্তর দাও ।
৩.১ ) একটি স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে, কিন্তু একটি আলপিন জলে ডুবে যায় কেন ?
উঃ – একটি আলপিন যে পরিমান জল সরিয়ে দেয় সেই জলের ওজন আলপিনের চেয়ে কম । তাই আলপিন জলে ডুবে যায় । অন্যদিকে একটি স্টেনলেস স্টিলের বাটির আয়তন বেশি হওয়ায় সেটি বেশি আয়তনের জল সরিয়ে দেয় । সরিয়ে দেওয়া জলের ওজন ওই বাটিটির চেয়ে বেশি । তাই স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে।
৩.২ ) মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন ?
উঃ – মাটির কলসির গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র গুলো দিয়ে সামান্য পরিমাণে জল কলসির বাইরে বেরিয়ে আসে এবং তার বাষ্পীভবন ঘটে । বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ কলসির ভেতর থেকে সংগ্রহীত হয় । ফলে কলসি ও কলসির জল ঠান্ডা থাকে।
৩.৩ ) একটি সূচ অতি সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে কি কারনে তা ব্যাখ্যা করো ।
উঃ – যেহেতু সূচের অগ্রভাগ সুচালো তাই অগ্রভাগের ক্ষেত্রফল অনেক কম । ফলে অল্প বল প্রয়োগ করলেও চামড়ার ওপর বেশি চাপ পড়ে । তাই একটি সূচ অতি সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে।
৪ ) তিন চারটি বাক্যে উত্তর দাও ।
৪.১ ) পারদ এর ঘনত্ব 13.6 গ্রাম / ঘন সেমি হলে পাঁচ লিটার পারদের ভর কত গ্রাম হবে নির্ণয় করো ।
৪.২ ) দুটি তরলের ঘনত্বের অনুপাত 1 : 2 । একই উচ্চতার তরল স্তম্ভ একই রকমের পাত্রে রাখা হলো । কোন ক্ষেত্রে পাত্রের তলদেশে চাপ বেশি হবে ও কেন ?
উঃ – তরলের চাপ তার ঘনত্বের উপর নির্ভর করে । তরলের ঘনত্ব বেশি হলে তার চাপও বেশি হয় । এখানে যেহেতু দ্বিতীয় তরলটির ঘনত্ব প্রথম তরলটির ঘনত্ব অপেক্ষা বেশি, তাই একই উচ্চতায় একই রকম পাত্রে তরল দুটিকে রাখলে দ্বিতীয় তরলটির পাত্রের তলদেশে বেশি চাপ হবে।
আরও দেখো ক্লিক করে –
Class 8 Science Question Answer wbbse | Class 8 Poribesh o Biggan Question Answer | Class 8 Science Important Question Answer |
আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে।
এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।