ওয়েস্ট বেঙ্গল শিশু সংসদ গঠন

পোস্টটি শেয়ার করুন

ওয়েস্ট বেঙ্গল শিশু সংসদ গঠন | শিশু সংসদ গঠন | ওয়েস্ট বেঙ্গল নতুন কর্মসূচী | শিশু সংসদের নয় দফা গাইডলাইন |

মধ্যশিক্ষা পর্ষদ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মতো স্কুলে স্কুলে শিশু সংসদ চালু করতে চলেছে ।

এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শিশু সংসদ সম্পর্কে বিস্তারিত জেনে নিন ।

শিশু সংসদ গঠন

শিশু সংসদের জন্য নয় দফা গাইডলাইন দেওয়া হয়েছে।

পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা এই শিশু সংসদে যোগদান করতে পারবে।

এই শিশু সংসদের সভাপতি পদের দায়িত্বে থাকবেন স্কুলের প্রধান শিক্ষক কিংবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ।

যে সকল ছাত্র-ছাত্রীরা এই শিশু সংসদে যোগদান করবে তাদের মধ্যে পদাধিকারের দায়িত্বে কারা থাকবে তা ঠিক করবে স্কুলের প্রধান শিক্ষক কিংবা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

শিশু সংসদের নয় দফা গাইডলাইন

নয় দফা গাইডলাইন গুলি হল

১ ) পার্থনা সভার আয়োজনের ব্যবস্থা ও ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেওয়া হবে। 

২ ) মিড ডে মিল ছাত্র-ছাত্রীদেরকে সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা তা নজর রাখা হবে।

৩ ) স্কুলের ছাত্র-ছাত্রীদের অ্যাক্টিভিটির ওপর নিউজ লেটার প্রকাশ করা।

৪ ) বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা প্রকাশ করা।

৫ ) ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে মানসিক বিকাশের জন্য বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিতর্ক সভা আয়োজন করা ।

৬ ) আলোচনা সভা, সেমিনারের মধ্যে বিভিন্ন বিষয়ে রাখা যা ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ বাড়িয়ে তুলবে।

৭ ) ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত বা উৎসাহ দেওয়ার জন্য বিদ্যালয়ের মধ্যে আর্ট বা বিজ্ঞান মিউজিয়াম গড়ে তোলা।

৮ ) এই শিশু সংসদ স্কুলের প্রয়োজনীয়তার দিকে নজর রাখবে।

৯ ) বিদ্যালয়ে যারা পরিদর্শক হিসেবে আসবেন তাদেরকে এই শিশু সংসদ বিদ্যালয় ঘুরে দেখাবে।

আরও পড়ুন –

নতুন রেশন কার্ডে রজন্য আবেদন

ঘুম না হলে কি করা উচিত


ওয়েস্ট বেঙ্গল শিশু সংসদ গঠন | শিশু সংসদ গঠন | ওয়েস্ট বেঙ্গল নতুন কর্মসূচী | শিশু সংসদের নয় দফা গাইডলাইন |

আশা করি এই পোস্টটি আপনার অনেক উপকারে এসেছে ।

পোস্টটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে জানার সুযোগ করে দিন ।


পোস্টটি শেয়ার করুন

Leave a Comment