Class 5 Bengali Question Answer wbbse | Class 5 Bengali Question Answer in Bengali | Class 5 Bengali Important Question Answer |
Class 5 Bengali Important Question Answer
১ ) ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ।
১.১ ) ‘ বুনোহাঁস ‘ গল্পের ঘটনাস্থল
উঃ – খ ) ভারতের লাডাক ।
১.২ ) বাড়ির জন্য মন কেমন করত
উঃ – খ ) জোয়ানদের ।
১.৩ ) বুনোহাঁসদের খাদ্য তালিকায় যেটি ছিল না –
উঃ – খ ) মাংস ।
২ ) নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও ।
২.১ ) ‘ এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো ‘ – কি দেখা যাবে ?
উঃ – এখন আকাশের দিকে তাকালে দেখা যাবে দলে দলে বুনোহাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলছে ।
২.২ ) বরফ পড়তে শুরু করতেই জওয়ানরা কি করলো ?
উঃ – বরফ পড়তে শুরু করতেই জওয়ানরা গিয়ে জখম হওয়ায় হাঁসটিকে তাঁবুতে নিয়ে এলো ।
২.৩ ) একদিন সকালের কাজ সেরে এসে জওয়ানরা কি দেখলো ?
উঃ – একদিন জওয়ানেরা সকালের কাজ ছেরে এসে দেখল হাঁস দুটি উড়ে চলে গেছে ।
৩ ) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ।
৩.১ ) ‘ একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পরল । ‘ – তারপর কি ঘটলো ?
উঃ – ‘ বুনোহাঁস ‘ গল্পে দেখা যায় একদিন একটা বুনো হাঁসের ডানা জখম হওয়ায় সে দল ছেড়ে নিচে একটা ঝোপের ওপর নেমে পড়ে । এরপর আর একটা বুনোহাঁস এটার চারিদিকে উড়তে থাকে । বরফ পড়তে শুরু করায় জওয়ানরা আহত হাঁস দুটিকে তাঁবুতে নিয়ে এলে অন্য হাঁসটিও তাবুতে চলে আসে । হাঁসদুটি জওয়ানদের মুরগি রাখার খালি জায়গায় থাকে।
৩.২ ) ‘ …. জওয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো । ‘ – তাদের আনন্দের কাজটি কি ?
উঃ – ‘ বুনোহাঁস ‘ গল্পে ডানা জখম হওয়া হাঁস ও তার সঙ্গী হাঁসটিকে জওয়ানরা তাদের তাঁবুতে মুরগি রাখার খালি জায়গায় আশ্রয় দিয়েছিল এবং টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি ইত্যাদি খেতে দিত । এই হাঁস দুটোর দেখাশোনা করা জওয়ানদের কাছে একটা আনন্দের কাজ হয়ে দাঁড়িয়েছিল ।
৩.৩ ) একটি আহত হাঁসের প্রতি তাঁর দলের আরেকটি হাঁসের অনুভূতি বুনোহাঁস গল্পে কিভাবে প্রকাশ পেয়েছে ?
উঃ – জখম বুনোহাঁসটি যখন ঝোপের ওপর নেমে কাঁপতে থাকে তখন আরেকটি বুনোহাঁস নিচে নেমে এসে তার চারিদিকে উড়ে বেড়াতে থাকে । আহত হাঁসটিকে জওয়ানরা তাঁবুতে নিয়ে এলে অন্য হাঁসটি প্রথমে তেড়ে এলোও পরে সে নিজেও তাঁবুতে ঢোকে । তারা আহত সঙ্গী সুস্থ না হওয়া পর্যন্ত সেও জওয়ানদের মুরগি রাখায় খালি জায়গায় থেকে যায় । এরপর শীতের শেষে জখম হাঁসটি যখন পুরোপুরি সুস্থ হয়ে গেলে তারা একসঙ্গে উড়ে যায় । এভাবেই একটা আহত হাঁসের প্রতি তাঁর দলের আরেকটি হাঁসের অনুভূতি ‘ বুনোহাঁস ‘ গল্পে প্রকাশ পেয়েছে ।
৪ ) নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখ ।
প্রশ্ন – ‘ এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল । ‘ – শীত কেটে যাওয়ায় প্রকৃতিতে কি কি পরিবর্তন দেখা গেল ?
উত্তর – লীলা মজুমদারের লেখা ‘ বুনোহাঁস ‘ গল্পে দেখা যায় শীত কেটে যাওয়ার পর নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করে । আবার সবুজ ঝোপঝাপ দেখা যায় । ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরে । আর যেসব পাখিরা শীতের সময় দক্ষিণ দিকে উড়ে গিয়েছিল, তারা আবার উত্তর দিকে নিজেদের দেশে ফিরতে লাগলো।
আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে-
Class 5 Bengali Question Answer wbbse | Class 5 Bengali Question Answer in Bengali | Class 5 Bengali Important Question Answer |
Class 5 Bengali ( Part 2 )
১ ) ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ।
১.১ ) ‘ গল্পবুড়ো ‘ কবিতায় গল্পবুড়ো এসেছেন –
উঃ – খ ) শীতকালে ।
১.২ ) ‘ দেখবি যদি জলদি আয় । ‘ – জলদি শব্দের অর্থ –
উঃ – খ ) তাড়াতাড়ি।
১.৩ ) ‘ প্রখর প্রত্যুষে ‘ । প্রখর শব্দের অর্থ –
উঃ – গ ) তীব্র ।
২ ) নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও ।
২.১ ) গল্পবুড়ো তল্পিটা কোথায় রয়েছে ?
উঃ – গল্পবুড়োর তল্পিটা তার কাঁধে রয়েছে ।
২.২ ) গল্প বুড়োর ঝোলায় কোন পাহাড়ের গল্প আছে ?
উঃ – গল্প বুড়োর ঝোলায় কড়ির পাহাড়ের গল্প আছে ।
২.৩ ) ‘ এই থলেতে বন্দিনী । ‘ – থলেতে কে ‘ বন্দিনী ‘ অবস্থায় আছে ?
উঃ – থলেতে কেশবতী নন্দিনী ‘ বন্দিনী ‘ অবস্থায় আছে ।
৩ ) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ।
৩.১ ) গল্পবুড়ো দিনের কোন সময়ে গল্প শোনাতে আসেন ?
উঃ – শীতের ভোরে যখন উত্তরে হাওয়া বইতে থাকে তখন গল্পবুড়ো গল্প শোনাতে আসে ।
৩.২ ) গল্পবুড়োর মুখে ব্যথা হয়েছে কেন ?
উঃ – ছোটদের গল্প শোনানোর জন্য গল্পবুড়ো কবিতা উত্তরের হাওয়াকে পরোয়া না করে গল্পেরঝুরি কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে এবং ‘ রূপকথা চাই, রূপকথা ‘ বলে বারবার চিৎকার করতে থাকে । বারবার এই চিৎকার করার কারণেই গল্প বুড়োর মুখে ব্যথা হয়েছে ।
৩.৩ ) ‘ বলবো নাকো রূপকথা । ‘ – গল্পবুড়ো কাদের রূপকথা শোনাবে না ?
উঃ – গল্পবুড়ো বলেছে যারা শীতকালের ভোরে তার ডাক শুনে ঘুম থেকে উঠে দ্রুত তার কাছে রূপকথার গল্প শুনতে আসবে না, তারা সব মূর্খ । তাদের গল্পবুড়ো রূপকথা শোনাবে না ।
৪ ) নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখ ।
প্রশ্ন – গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতিসহ আলোচনা করো ।
উত্তর – গল্পবুড়োর কাঁধের ঝোলা বা তল্পিটাই অনেক মন ভোলানো গল্প ভরা আছে। যার মধ্যে দৈত্য দানব, যক্ষীরাজ, রাজপুত্তর এর কথা এবং পক্ষীরাজ ও মন পবনের দাঁড়ের আজকবি সব কারখানার কাহিনী ভর্তি আছে । এছাড়াও ছিল কড়ির সারবাধা পাহাড়, হিরে, মানিক, সোনার কাঠি, তেপান্তরের মাঠ ও কেশবতী নন্দিনীর গল্প ।
Class 5 Bengali Question Answer wbbse | Class 5 Bengali Question Answer in Bengali | Class 5 Bengali Important Question Answer |
আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে।
এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।
It’s helpful