দুই যমজ ভাইয়ের জীবন কাহিনী ( যা শুনে সকলে আশ্চর্য হয়ে গেছে )

পোস্টটি শেয়ার করুন

দুই যমজ ভাইয়ের জীবন কাহিনী ( যা শুনে সকলে আশ্চর্য হয়ে গেছে ) । সোহন ও মোহন দুই জমজ ভাইয়ের জীবন কাহিনী ।

এই পোস্টটিতে আমি দুই যমজ ভাইয়ের জীবন কাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা করব । এই দুই যমজ ভাইয়ের কলম পত্রিকায় দেওয়া তাঁদের জীবনী পড়ে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম । 

আশা করি এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে আপনিও দুই যমজ ভাইয়ের জীবন কাহিনী শুনে আশ্চর্য হবেন ।

তাই অনুরোধ করবো পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন । 

সোহন ও মোহন দুই যমজ ভাই

সোহন ও মোহন দুই জমজ ভাই । এই দুই যমজ ভাইয়ের জন্ম হয়েছিল দিল্লির সুচেতা কৃপালনি হাসপাতলে । তখন সময়টা ছিল ২০০৩ । এই দুই যমজ ভাইয়ের জন্ম হওয়ার পর চিকিৎসকরা চিন্তায় পড়ে যায় এইজন্য দিল্লির সুচেতা কৃপালনি হাসপাতালের চিকিৎসকরা দুই যমজ ভাইকে দিল্লির এমস হাসপাতালে পাঠিয়ে দেয় । 

তারপর দিল্লির এমস হাসপাতালের চিকিৎসকরা সোহন ও মোহন এই দুই যমজ ভাইয়ের দুটি দেহকে আলাদা করার জন্য প্রচুর প্রচেষ্টা চালায় । অবশেষে দিল্লির এমস হাসপাতালে চিকিৎসকরা দুটি দেহ একসঙ্গে রাখার সিদ্ধান্ত নেয় । 

দিনের পর দিন এই দুই জমজ ভাই একসঙ্গে বেড়ে ওঠে । তাদের শৈশবকাল কাটে অল ইন্ডিয়া পিঙ্গলওয়ারা চ্যারিটেবল সোসাইটিতে । সোহন ও মোহন বর্তমানে প্রাপ্তবয়স্ক । 

তাঁদের ভোটার তালিকায় নাম তোলা নিয়ে পাঞ্জাবের অমৃতসরের প্রশাসনিক কর্তারা চিন্তায় পড়ে গিয়েছিল । পরে প্রশাসনিক কর্তারা সিদ্ধান্ত নেয় তাদের দুইজনকে ভোট দিতে অগ্রাধিকার দেওয়া । 

দুই যমজ ভাইয়ের আশ্চর্যের বিষয়

দুই যমজ ভাইয়ের মস্তিষ্ক ও শরীর আলাদা এবং হাতও আলাদা ।

সবথেকে আশ্চর্যের বিষয় হলো দুই যমজ ভাইয়ের পাকস্থলী, লিভার, গল ব্লাডার এবং প্লীহা একটি করে । এই দুই যমজ ভাইয়ের শরীরে দুটি করে চারটি হাত আছে কিন্তু পা একজোড়া । আর দুই যমজ ভাইয়ের হার্ট, মস্তিষ্ক, মেরুদন্ড এবং কিডনি আলাদা আলাদা । 

বর্তমানে দুই যমজ ভাইয়ের অবস্থা

বর্তমানের সোহন ও মোহনের বয়স ১৯ বছর । এক জোড়া পা নিয়ে তারা দুজনে চলাফেরা করে । 

দুই জমজ ভাই শিক্ষা অর্জন করেছে । দুজনে ইলেকট্রিক্যাল আইটিআই ডিপ্লোমা ডিগ্রিধারী কোর্স করেছে ।

কংগ্রেস চালিত পাঞ্জাবের সরকার এই বছরে এই দুই যমজ ভাইকে পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডে চাকরি দিয়েছে । কিন্তু চাকরির মাসিক বেতন কে তুলবে এই নিয়ে সমস্যার সৃষ্টি হয় । শেষ পর্যন্ত কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যেহুত চার হাত একই কাজ করলেও সোহনই প্রতিমাসে বেতন তুলবে ।

বর্তমানে এই দুই যমজ ভাইয়ের চাকরির বেতন মাসিক কুড়ি হাজার করে । 


দুই যমজ ভাইয়ের জীবন কাহিনী ( যা শুনে সকলে আশ্চর্য হয়ে গেছে ) । সোহন ও মোহন দুই জমজ ভাইয়ের জীবন কাহিনী ।

আশা করি এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে আপনি এই দুই যমজ ভাইয়ের জীবনী সম্পর্কে জানতে পেরেছেন । 

পোস্টটি ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল । নিচে শেয়ার বাটন এ ক্লিক করে পোস্টটি শেয়ার করুন । 


পোস্টটি শেয়ার করুন

Leave a Comment