Model Activity Task Class 7 2022 History Part 1 ( January )
Model Activity Task Class 7 2022 History Part 1 ( January ) | Class 7 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস জানুয়ারী উত্তর পাট 1 2022 |
জানুয়ারী মাসে ক্লাস ৭ ইতিহাসের যে নতুন ( ২০২২ সাল ) Model Activity Task দেওয়া হয়েছে। তার সমস্ত উত্তর এখান থেকে দেখে নাও ।
( January ) Class 7 Model Activity Task 2022 History Part 1
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
সপ্তম শ্রেণী
ইতিহাস ( জানুয়ারী ২০২২ )
পূর্ণমান – ২০
১ ) শূন্যস্থান পূরণ করো ।
ক ) ‘ ইন্ডিয়া ‘ নামটি প্রথম ব্যবহার করেছিলেন _________ ।
উঃ – গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ।
খ ) তাজমহল বানিয়েছেন সম্রাট _________ ।
উঃ – শাহজাহান ।
গ ) বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্যের একটি _______ মাত্র ।
উঃ – জেলা ।
২ ) ঠিক বা ভুল নির্ণয় করো ।
ক ) ‘ হিন্দুস্থান ‘ শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হতো ।
উঃ – ঠিক ।
খ ) পর্তুগীজদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয় ।
উঃ – ঠিক ।
গ ) সাসানিউদের শাসন ছিল ইরানে ।
উঃ – ঠিক ।
৩ ) অতি সংক্ষেপে উত্তর দাও ( একটি দুটি বাক্যে )
ক ) ইতিহাসের সময়কে কয়টি যুগে ভাগ করা হয় ? কি কি ?
উঃ – ইতিহাসের সময়কে তিনটি যুগে ভাগ করা হয় । যথা – প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ ।
খ ) কোন সময় কালকে আদি মধ্যযুগ বলা হয় ?
উঃ – ভারতের ইতিহাসে একটি বড় সময় ছিল, যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর মধ্যযুগও পুরোপুরি শুরু হয়নি । ঐতিহাসিকরা সেই সময় টিকে বলেন আদি মধ্যযুগ ।
৪ ) নিজের ভাষায় লেখ ( তিন চারটি বাক্যে )
ক ) ইতিহাসের উপাদান কি ? উপাদান এর বিভিন্ন ভাগ গুলি উল্লেখ করো ।
উঃ – পুরনো দিনের যেসব জিনিস অতীতের কথা জানতে সাহায্য করে, সেগুলোকে বলা হয় ইতিহাসের উপাদান ।
ইতিহাসের সব উপাদান একরকম নয় । একটি পুরনো মূর্তি, পুরনো মুদ্রা বা পুরনো বই এক জিনিস নয় । তাই ইতিহাস এর উপাদান গুলিকেও নানা ভাগে ভাগ করা হয় । যেমন – লেখ, মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য ও লিখিত উপাদান ।
পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কথা জানা যায় । সেগুলিকে বলে লেখ ।
তামার পাতে লেখা হলে তা হয় তাম্রলেখ । আবার পাথরের ওপর লেখা হলে তা হয় শিলালেখ । আর কাগজে লেখা গুলিকে বলা হয় লিখিত উপাদান ।
খ ) মধ্যযুগের ভারত কেমন ছিল ?
উঃ – ঐতিহাসিক দের লেখা থেকে জানা যায় মধ্যযুগে জীবনের নানান দিকে অনেক কিছুরই উন্নতি করেছিল ভারতের মানুষ ।
একদিকে ছিল নানান নতুন যন্ত্রপাতি ও কৌশল এর ব্যবহার, কুয়ো থেকে জল তোলা, তাঁত বোনা বা যুদ্ধের অস্ত্র বিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছিল অনেক কিছুই । অনেক নতুন খাবার ও পানীয়ের কথা এই সময় জানতে পারে ভারতের মানুষ । পর্তুগীজদের হাত ধরে এদেশে রান্নায় আলু খাওয়ার চল শুরু হয় ।
দেশ শাসনে আর রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা গিয়েছিল । শুধু রাজ্যবিস্তার নয় জনগণের ভালো-মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল । অর্থনীতিতে একদিকে ছিল কৃষি, অন্যদিকে ব্যবসা-বাণিজ্য । তৈরি হয়েছিল নতুন নতুন শহর । বন কেটে চাষবাস করার অনেক উদাহরণ পাওয়া যায় । কিন্তু শিল্প হোক বা সাহিত্য সবকিছুতেই সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি ছিল না । বেশিরভাগই ছিল শাসকের গুনুগান এর কথা ।
আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে –
ক্লাস ৭ ইতিহাস জানুয়ারী টাস্ক উত্তর | Class 7 History Task Part 1 Answer 2022 | Class 7 History Task 2022 Part 1 ( January ) |
Class 7 All Subject 2022 [ January ] | Answer Pdf |
Model Activity Task Class 7 2022 History Part 1 ( January ) | Class 7 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস জানুয়ারী উত্তর পাট 1 2022 |
আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে।
এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।