Swasthya Ingit | স্বাস্থ্য ইঙ্গিত | টেলিমেডিসিন পরিষেবা

পোস্টটি শেয়ার করুন

Swasthya Ingit | স্বাস্থ্য ইঙ্গিত | টেলিমেডিসিন পরিষেবা | West Bengal Telemedicine Poriseba | West Bengal Telemedicine Line | West Bengal Health Poriseba |

2 রা আগস্ট 2021 সাল সোমবার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই রাজ্যের সকল মানুষের সুযোগ সুবিধার জন্য চালু করলেন টেলিমেডিসিন পরিষেবা স্বাস্থ্য ইঙ্গিত। 

এই West Bengal Swasthya Ingit পরিষেবা সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়তে হবে। 

 টেলিমেডিসিন পরিষেবা

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ইঙ্গিত পরিষেবা

গরিব মধ্যবিত্ত সাধারণ মানুষের কোন রোগ হলে চিকিৎসার খরচ চালাতে অনেক সমস্যার সম্মুখীন হয়।

আর চিন্তার কোন কারণ নেই

আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের কথা মাথায় রেখে স্বাস্থ্য ইঙ্গিত পরিষেবা চালু করলেন। সাধারণ মানুষ এবার থেকে টেলিফোনে রোগ সম্পর্কে ডাক্তারবাবুকে জানিয়ে বিনা পয়সায় সঠিক চিকিৎসা পরিষেবা নিতে পারবে বাড়িতে বসে। 

করোনার সময়ে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য যাতে চিন্তা-ভাবনা করতে হয় কোন সমস্যায় যাতে না পড়তে হয় তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্যে Swasthya Ingit | স্বাস্থ্য ইঙ্গিত | টেলিমেডিসিন পরিষেবা পরিষেবা চালু হলো। 

এই পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষের হয়রানি যেমন কমবে, তেমনি চিকিৎসা সংক্রান্ত ব্যয় অনেক কমবে। এছাড়া এই পরিষেবা মাধ্যমে সাধারণ মানুষ চিকিৎসকের সাহায্য নিয়ে দ্রুত রোগ নির্ণয় করতে সক্ষম হবে। 

আরও পড়ুন নিচের লিঙ্কে ক্লিক করে –

লক্ষীর ভান্ডার প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানুন

চলুন দেখে নিই স্বাস্থ্য ইঙ্গিত পরিষেবার সকল সুযোগ সুবিধা – 

স্বাস্থ্য ইঙ্গিত

WB Swasthya Ingit এর বিভিন্ন সুযোগ-সুবিধা

  • চিকিৎসার পরামর্শ বিনামূল্যে। 
  • দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসা সহজ হবে। 
  • প্রথম ধাপে রাজ্যের ২৩১৩ টি সুস্বাস্থ্য কেন্দ্রকে ‘ ই – ক্লিনিকে ‘ পরিণত করা হবে। যার মাধ্যমে সাধারণ মানুষ পরিষেবা পাবে। 
  • মোবাইল নাম্বারটি পরে এখানে জানিয়ে দেওয়া হবে ।
  • West Bengal Health Department – Visit

এই পোস্টটি ফেসবুকে শেয়ার করে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত মানুষকে জানার সুযোগ করে দিন। 

নিচে শেয়ার বটনে ক্লিক করে পোস্টটি শেয়ার করুন। 

আরও পড়ুন –

চোখের রোগ সুমুহ

হাত ধোয়ার প্রয়োজনীতা

Swasthya Ingit | স্বাস্থ্য ইঙ্গিত | টেলিমেডিসিন পরিষেবা | West Bengal Telemedicine Poriseba | West Bengal Telemedicine Line | West Bengal Health Poriseba |

আশা করি এই পোস্টটি আপনার অনেক উপকারে এসেছে। 

আপনাকে অনেক ধন্যবাদ এই পোস্টটি পড়ার জন্য। 


পোস্টটি শেয়ার করুন

Leave a Comment