ইংরেজি রচনা লেখার নিয়ম | ইংরেজিতে অনুচ্ছেদ কিভাবে লিখতে হয় | ইংরেজিতে প্রবন্ধ লেখার নিয়ম |ইংরেজি রচনা লেখার সহজ উপায় |
আপনি কি ইংরেজি রচনা লেখার নিয়ম, কৌশল সম্পর্কে জানতে চান
যদি তাই হয়,
আপনি সঠিক পোস্টে এসে পৌঁছেছেন।
আমি এই পোস্টটিতে আপনাদের সাথে শেয়ার করছি – ইংরেজি রচনা লেখার নিয়ম, ইংরেজি রচনা লেখার কৌশল ও ইংরেজি রচনা লেখার সহজ উপায়।
এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ার অনুরোধ রইলো।
ইংরেজি রচনা লেখার ক্ষেত্রে , আপনি যে বিষয়ে রচনা লিখতে যাচ্ছেন সে বিষয়ে অবশ্যই জ্ঞান থাকা প্রয়োজন।
সেই সঙ্গে নিজস্ব ভাবনা চিন্তার মাধ্যমে প্রাসঙ্গিক বিষয়ে জ্ঞানকে আত্মস্থ করতে হবে।
ভার, চিন্তাশক্তি এবং জ্ঞান এই তিনটি বিষয় মিলেই রচনার প্রাণবন্ত হয়।
এছাড়া উপযোগী ভাষা ব্যবহারের মধ্য দিয়ে ইংরেজি রচনাকে একটি ভালো রূপ প্রদান করতে হয়।
ইংরেজিতে প্রবন্ধ লেখার নিয়ম
প্রথম পর্যায়
সূচনা বা Introduction অংশে সাধারণ আলোচনা করতে হয়। যার উপস্থাপনার উপর নির্ভর করে থাকে ইংরেজি রচনা বা Essay র গুরত্ব।
দ্বিতীয় পর্যায়
রচনার দ্বিতীয় পর্যায়ে মূল বিষয়ের আলোচনা থাকে। আলোচনার সুবিধার জন্য সাধারণত রচনাটিকে কয়েকটি Point বা অংশে বিভক্ত করে আলাদা আলাদা Paragraph বা অনুচ্ছেদ আলোচনা করতে হয়।
তৃতীয় পর্যায়
শেষ পর্যায়ে থাকে উপসংহার বা Conclusion। সূচনা বা Introduction এর মতোই উপসংহার অংশটিতে সুন্দর ভাবে লিখতে হয়। কারণ এই অংশটিতে রচনা লেখকের নিজস্ব চিন্তা এবং ভাবনা ব্যক্ত হয়।
ইংরেজিতে রচনা লেখার ছকটি হল এইরকম
ইংরেজিতে রচনা লেখার নিয়মাবলী – সহজ উপায়
১. রচনার ভাষা সরল ও সাবলীল হওয়া।
২. শব্দ, বাক্য এবং বাগভঙ্গির ব্যবহার সুন্দর হওয়া প্রয়োজন।
৩. স্বল্প পরিসরের মধ্যে অধিক বক্তব্য ও বিষয়ের উপস্থাপনা দরকার।
৪. ইংরেজি রচনা লেখার সময় রচনার দৈর্ঘ্য সম্পর্কে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন।
৫. বক্তব্য বা বিষয়কে স্পষ্ট করে তোলার জন্য আলাদা আলাদা Paragraph বা অনুচ্ছেদ লিখতে হয়। প্রতিটি বিষয়কে নির্দেশ করার জন্য কেউ পাশে বিষয় বা Point উল্লেখ করেন। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার যে নির্দেশ না দেওয়া থাকলে এটা অবশ্য করণীয় নয়। সংকেতে সূত্র দেওয়া থাকলে তবেই আলোচনা প্রয়োজন।
৬. রচনাতে উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অতি অবশ্যই উদ্ধৃতির সূত্র উল্লেখ করা প্রয়োজন।
৭. মৌলিক রচনা সর্বসময়ে প্রশংসা যোগ্য।
৮. রচনার বানান সম্বন্ধে সর্বদা সতর্ক বা দৃষ্টি রাখা প্রয়োজন।
আরও পড়ুন ক্লিক করে – বাংলা অনুচ্ছেদ লেখার নিয়ম
আরও পড়ুন – পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনা
ইংরেজি রচনা লেখার নিয়ম | ইংরেজিতে অনুচ্ছেদ কিভাবে লিখতে হয় | ইংরেজিতে প্রবন্ধ লেখার নিয়ম |ইংরেজি রচনা লেখার সহজ উপায় |
আশা করি ইংরেজি রচনার পোস্টটি আপনার অনেক উপকারে এসেছে।
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ওয়েবসাইটে এসে পোস্টটি পড়ার জন্য।
উপকারে আসলে পোস্টটি বন্ধু – বান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইলো।