Class 7 Model Activity Task 2022 Poribesh O Biggan Part 1 ( January )
Class 7 Model Activity Task 2022 Poribesh O Biggan Part 1 ( January ) | Class 7 মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান উত্তর জানুয়ারী পাট 1 2022 | Model Activity Task Class 7 Poribesh O Biggan Answer 2022 Part 1 |
জানুয়ারী মাসে ক্লাস ৭ পরিবেশের যে নতুন ( ২০২২ সাল ) Model Activity Task দেওয়া হয়েছে। তার সমস্ত উত্তর এখান থেকে দেখে নাও ।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
সপ্তম শ্রেণী
পরিবেশ ও বিজ্ঞান ( জানুয়ারী ২০২২ )
পূর্ণমান – ২০
Model Activity Task Class 7 Poribesh O Biggan Part 1 January 2022
১ ) ঠিক উত্তর নির্বাচন করো ।
১.১ ) ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক যথাক্রমে –
উঃ – গ ) 212 ডিগ্রি 32 ডিগ্রি ।
১.২ ) সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ককে ধরা হয় –
উঃ – ঘ ) 0 ডিগ্রি 32 ডিগ্রি ।
১.৩ ) তরল থেকে বাস্পে পরিবর্তিত হওয়াকে বলা হয় –
উঃ – ঘ ) ঘনীভবন ।
১.৪ ) জলের বাষ্পীভবনের লীন তাপ 540 cal / গ্রাম কথার অর্থ হল –
উঃ – ক ) 1 গ্রাম জল সম উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত হতে হলে পরিবেশ থেকে 540 cal তাপ গ্রহণ করবে ।
২ ) ঠিক বাক্যের পাশে ( রাইট ) আর ভুল বাক্যের পাশে ( ক্রস ) চিহ্ন দাও ।
২.১ ) তাপ কোন বস্তু নয়, তাপ হল শক্তি ।
উঃ – ঠিক ।
২.২ ) সব উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উষ্ণতা পৃথক হবে ।
উঃ – ভুল ।
২.৩ ) SI পদ্ধতিতে তাপের একক হল ক্যালরি।
উঃ – ভুল ।
২.৪ ) সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এর মান আলাদা হলেও তা একই ভৌত ঘটনার সাপেক্ষে ধরা হয়েছে ।
উঃ – ঠিক ।
আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে –
Class 7 Bengali Task Answer 2022
Class 7 History Task Answer 2022
৩ ) একটি বা দুটি বাক্যে উত্তর দাও ।
৩.১ ) কোন থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জরালে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন ?
উঃ – কোন থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জরালে থার্মোমিটারের গায়ের উষ্ণতা কমে যায় ফলে কুণ্ডের মধ্যে থাকা পারদ এর আয়তন কমে এবং থার্মোমিটারের পাঠ কমে যায় ।
৩.২ ) গরমকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন ?
উঃ – মাটির কলসির গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণে জল কলসির বাইরে বেরিয়ে আসে এবং তার বাষ্পীভবন ঘটে । বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ কলসির ভেতর থেকে সংগ্রহীত হয় । ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা থাকে ।
৩.৩ ) মাটির চেযে জলের আপেক্ষিক তাপের মান বেশি । একটি নির্দিষ্ট পরিমাণের জল ও মাটিতে সম পরিমান তাপ দিলে কোনটির উষ্ণতা বেশি হবে ? ধরে নাও দুটি ক্ষেত্রেই প্রাথমিক উষ্ণতা একই আছে ।
উঃ – দুটি ভিন্ন বস্তুতে সম পরিমান তাপ দিলে যে বস্তুর আপেক্ষিক তাপ বেশি তার উষ্ণতা বৃদ্ধি অন্যটা তুলনায় কম হয় । এখানে জলের আপেক্ষিক তাপ মাটির আপেক্ষিক তাপ অপেক্ষা বেশি । তাই নির্দিষ্ট পরিমাণ মাটি ও জল কে সম পরিমান তাপ দিলে জল অপেক্ষা মাটির উষ্ণতা বেশি হবে ।
৪ ) তিন চারটি বাক্যে উত্তর দাও ।
৪.১ ) – 40 ডিগ্রি F কত ডিগ্রী সেলসিয়াস এর সঙ্গে সমান তা নির্ণয় করো ।
উঃ – নিচের ছবি দেখে উত্তরটি দেখে নাও।
৪.২ ) উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো নিচের কথাটি কেন সবসময় ঠিক নয় – ‘ কোন পদার্থের তাপ প্রয়োগ করলে সবসময়ই তার উষ্ণতা বৃদ্ধি পাবে । ‘
উঃ – 0 ডিগ্রি C উষ্ণতার এক টুকরো বরফ কে ঘরের উষ্ণতায় একটি গ্লাসে রেখে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে গ্লাস কিছু তাপ হারিয়েছে এবং সেই তাপ গ্রহণ করে বরফ গলে জলে পরিণত হয়েছে । গলনের সময় থার্মোমিটার দিয়ে উষ্ণতা পরিমাপ করলে দেখা যাবে বরফের উষ্ণতা 0 ডিগ্রি C রয়েছে । অর্থাৎ বরফের গ্রহণ করা তাপ বরফের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায়নি । সুতরাং কোন পদার্থের তাপ প্রয়োগ করলে সবসময়ই তার উষ্ণতা বৃদ্ধি পাবে এই কথাটি সব সময় ঠিক নয় ।
আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে –
Class 7 Geography Task Answer 2022
Class 7 All Subject Part 1 [ January 2022 ] | উত্তর দেখো |
Class 7 Poribesh Task Answer Part 1 | Class 7 Poribesh Task Part 1 January Answer 2022 | Class 7 Poribesh Task January Answer 2022 |
Class 7 Model Activity Task Poribesh Pdf Download 2022
Polish | Download Pdf |
তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো। আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।
Class 7 Model Activity Task 2022 Poribesh O Biggan Part 1 ( January ) | Class 7 মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান উত্তর জানুয়ারী পাট 1 2022 | Model Activity Task Class 7 Poribesh O Biggan Answer 2022 Part 1 |
আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে।
এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।