পানিপথের প্রথম যুদ্ধের কারণ ও ফলাফল

পোস্টটি শেয়ার করুন

আপনি কি অনলাইনে পানিপথের প্রথম যুদ্ধের কারণ ও ফলাফল | পানিপথের প্রথম যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল |পানিপথের প্রথম যুদ্ধ কেন সংঘটিত হয়েছিল | পানিপথের প্রথম যুদ্ধ |( Panipather 1st war ) সম্পর্কে জানতে চাইছেন,

যদি তাই হয়, 

আপনি সঠিক পোস্টে এসেছেন।

আমার এই পোস্টটি পানিপথের প্রথম যুদ্ধ  ( ইতিহাসের ) দারুন নোট ( Free Pdf )।  আপনি পরীক্ষায় যদি এই নোটটি  লিখতে পারেন তাহলে আপনি ফুল মার্কস পাবেন।

পোস্টটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ার অনুরোধ রইল।

পানিপথের প্রথম যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল 

বাবর পাঞ্জাব জয় করে দিল্লির দিকে অগ্রসর হলে দিল্লির সুলতান ইব্রাহিম লোদি বাবরকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত হন। ১৫৩৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তরে উভয় পক্ষের যুদ্ধ হয়। এটি পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত।

১৫২৬ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়। পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদী পরাজিত হয় বাবর এর কাছে । 

আরও পড়ুন ক্লিক করে –

পানিপথের দ্বিতীয় যুদ্ধ

ডাউনলোড পিডিএফ

পানিপথের প্রথম যুদ্ধের পটভূমি

উত্তর ভারতের রাজনৈতিক অস্থিরতা, লোদি সর্দারদের অন্তর্বিরোধ এবং ভারতের ঐশ্বর্য ও ধনসম্পদের প্রলোভন বাবরকে ভারত আক্রমণে উৎসাহিত করে। ১৫১৯-২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত চারটি প্রাথমিক অভিযান চালিয়ে বাবর ভারতের সীমান্ত অঞ্চলে প্রবেশের পথ পরিষ্কার করেন।

দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁর বিরোধ দেখা দিলে দৌলত খাঁ ইব্রাহিমকে জব্দ করার জন্য বাবরকে ভারত আক্রমণের প্ররোচনা দেন। বাবর কালবিলম্ব না করে বিশাল বাহিনীসহ ভারত আক্রমণ করেন। বাবর তাঁর আত্মজীবনী ‘তুজুক ই-বাবরি’-তে বলেছেন যে, ১৫২৫ খ্রিস্টাব্দে তিনি হিন্দুস্তান বিজয়ের জন্য যাত্রা করেন। দৌলত খাঁ লোদি বাবরকে প্রতিহত করা অসম্ভব দেখে তাঁর বশ্যতা স্বীকার করেন।

পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল 

এখানে বাবরের সৈন্য ছিল মাত্র ১২ হাজার। অন্যদিকে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ। তবুও উন্নত রণকৌশল, আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও বাবরের কুশলী নেতৃত্বের ফলে ইব্রাহিম লোদি পরাজিত হন। ইব্রাহিমকে হত্যা করে দিল্লির সিংহাসন দখল করেন।

পানিপথের প্রথম যুদ্ধ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। পানিপথের জয়ের ফলে দিল্লির ও আগ্রার দরজা বাবরের কাছে খুলে যায়। ভারতে মোগল সাম্রাজ্যে প্রতিষ্ঠার প্রথম ধাপ স্থাপিত হয়। বাবরের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। পানিপথের জয় বাবরের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। বাবরের আর্থিক সংকট দূর হয়।” ভারত ইতিহাসে এক নতুন অধ্যায় মোগল যুগের সূচনা হয় ।

আরও পড়ুন ক্লিক করে –

বক্সারের যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য


আশা করি এই পোস্টটি থেকে আপনি –  পানিপথের প্রথম যুদ্ধের কারণ ও ফলাফল | পানিপথের প্রথম যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল |পানিপথের প্রথম যুদ্ধ কেন সংঘটিত হয়েছিল | পানিপথের প্রথম যুদ্ধ |( Panipather 1st war )| সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

আপনাকে জানাই অনেক ধন্যবাদ এই পোস্টটি পড়ার জন্য।

এই পোস্টটি আপনার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

Leave a Comment