চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা প্রবন্ধ রচনা ( Pdf )

পোস্টটি শেয়ার করুন

চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা প্রবন্ধ রচনা pdf | চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা | শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলা প্রবন্ধ রচনা | ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা প্রবন্ধ রচনা |

আপনি কি অনলাইনে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা প্রবন্ধ রচনা, Chorirtro Gothon Rachana খুঁজছেন,

যদি তাই হয় আপনি সঠিক আর্টিকেলে এসেছেন।

আমার এই পোস্টটি শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলা প্রবন্ধ রচনার দারুন নোট আপনি পরীক্ষায় যদি এই রচনাটি লিখতে পারেন, তাহলে আপনি ফুল মার্কস পাবেন।

পোস্টটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ার অনুরোধ রইল।

চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা
চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা

শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলা প্রবন্ধ রচনা

ভূমিকা

মানব চরিত্রের পূর্ণবিকাশ হয় দেহ ও মনের যথার্থ বিকাশের মধ্য দিয়ে। দেহ ও মনের যথার্থ বিকাশ ঘটাতে গেলে মানুষের মনের জমি থেকে আলস্য ক্লান্তি ও জনতার আগাছাকে নির্মূল করতে হবে। আর তা নির্মূল করতে গেলে খেলাধুলার কোন বিকল্প নেই।  

শিশু-কিশোর-কিশোরী বেড়ে ওঠার পথে জ্ঞানচর্চা ও খেলা পরস্পরের পরিপূরক ভূমিকা পালন করলে মানবমন সুন্দর ভাবে বিকশিত হয়। পরিপূর্ণ দৈহিক ও মানসিক বিকাশের মধ্য দিয়েই মানুষের পূর্ণাঙ্গ চরিত্র গঠন সম্ভব।

ডাউনলোড পিডিএফ

চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা প্রবন্ধ রচনা pdf | চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা | শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলা প্রবন্ধ রচনা | ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা প্রবন্ধ রচনা |

আরও পড়ুন ক্লিক করে – বাংলা অনুচ্ছেদ লেখার নিয়ম 

প্রাচীন যুগে খেলাধুলা

প্রাচীনকালে বিভিন্ন রকমের খেলাধুলার প্রচলন ছিল যা আমরা প্রাচীন কাব্য ও পুরাণ থেকে জানতে পারি। প্রাচীন যুগে যে সমস্ত খেলার প্রচলন ছিল তার মধ্যে একটি হলো মল্লযুদ্ধ যা থেকে শারীরিক কসরত এর উল্লেখ পাওয়া যায় এছাড়াও কুষ্টি ও লাঠি খেলার প্রচলন ছিল প্রাচীন যুগে।

বর্তমান কালে খেলাধুলা 

খেলাধুলার প্রতি শিশুর যে আকর্ষণ তা সহজাত প্রক্রিয়া। জন্মের পর থেকেই হাত-পা ছোড়াছুড়ির মধ্য দিয়ে শিশু তার খেলাধুলা শুরু করে। আর এই খেলাধুলা পরবর্তীকালে তাকে বাইরে নিয়ে যায়। খেলাধুলার মাধ্যমে মানুষের চরিত্র উন্মুক্ত ও প্রসারিত হয়। তাই আধুনিক শিক্ষার অপরিহার্য অঙ্গ হল খেলাধুলা ও শরীরচর্চা।

স্কুলের পাঠক্রমে বাধ্যতামূলকভাবে উঠে এসেছে বিভিন্ন খেলা যেমন – দৌড় প্রতিযোগিতা, হাডুডু, জিবনাসটিক, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট প্রভৃতি খেলাগুলি নানান ধরনের ব্যক্তিগত ও দলগত খেলা। বর্তমানে পথচারীকে চরিত্র গঠনের অবলম্বন হিসেবে বিদ্যালয়ের পাঠক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন – সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা

চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা

আমাদের শরীরের সঙ্গে আমাদের মনকে আনন্দ দেওয়ার জন্য খেলাধুলা করা অত্যন্ত প্রয়োজন। 

খেলাধুলায় শুধু আমাদের শরীরের ব্যায়াম হয় না খেলাধুলার মাধ্যমে আমাদেরকে নিয়ম আমার নিয়মানুবর্তী হতে সহায়তা করে এবং সময় সম্পর্কে সচেতন হতে শেখায়।  খেলাধুলার মধ্যে যেমন আনন্দ আছে তেমনি খেলাধুলা মানুষের মধ্যে নিয়ে আসে শৃঙ্খলা ও ঐক্যবদ্ধের শিক্ষা।

খেলাধুলার মাধ্যমে অপরকে নেতৃত্ব দেয়ার শিক্ষা যেমন আমরা অর্জন করি তেমনি অন্যকে নেতৃত্ব দেয়াও শেখা যায় খেলাধুলার মাধ্যমে। 

খেলাধুলা কিশোর কিশোরীদের মনকে উদার করে তোলে।

জয়-পরাজয় কে স্বাভাবিক বলে মেনে নিতে শেখায়।

এছাড়াও বিপদকে জয় করার মতো শক্তি অর্জন করতে শেখায়। 

খেলাধুলার হাত ধরি কিশোর-কিশোরীরা আত্মবিশ্বাস হতে শেখে।

খেলাধুলার শৃঙ্খলা চারিত্রিক দৃঢ়তা ও মানসিক বৈশিষ্ট্যতার জন্ম দেয়।

খেলার সাফল্য ও ব্যর্থতা আমাদের জীবন সম্পর্কে গভীর প্রত্যয় করে তোলে। মানুষ খেলার মধ্য দিয়ে অর্জন করে বা লাভ করে ধৈর্য্য, সাহস, দক্ষতা, একাগ্রতা, সহ্যশক্তি, উদারতা ও মানুষকে ভালবাসার গভীর উপলব্ধি জন্মায় খেলার মধ্য দিয়ে। 

একজন মানুষ যদি সফল খেলোয়াড় হয়ে ওঠে তবে দেশবাসী তথা পৃথিবীবাসীর কাছে স্মরনীয় হয়ে থাকে। এই জন্য খেলাধুলা আমাদের জীবনের কাছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

উপসংহার 

পৃথিবীর প্রত্যেকটি দেশেতে জন্ম নেয়‌ অজস্র প্রতিভাসম্পূর্ণ খেলোয়াড়গন। তাই প্রত্যেকটি দেশের সরকারের লক্ষ্য রাখা উচিত এই সমস্ত প্রতিভা সম্পন্ন খেলোয়াড়গনদের ওপর। 

এছাড়া তাদের সার্বিক বিকাশের দায়িত্ব নেওয়া উচিত সরকারের তারা যেন খেলাধুলার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়। বর্তমানে খেলাধুলা ও একজন মানুষের জীবিকা হয়ে উঠছে তাই এ বিষয়ে সতর্ক নেওয়া উচিত। 

এদেশের ভবিষ্যত প্রজন্মকে যদি খেলাধুলার মাঠে যুক্ত করা যায় তবে এই প্রজন্ম ভবিষ্যতেও হয়ে উঠবে একজন সফল উদার সচল ও গতিশীল ক্রীড়াবিদ।


আরও পড়ুন ক্লিক করে – ইংরেজি রচনা লেখার নিয়ম

আরও পড়ুন – মাদার তেরেসার জীবনী বাংলাতে পড়ুন 

চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা প্রবন্ধ রচনা pdf | চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা | শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলা প্রবন্ধ রচনা | ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা প্রবন্ধ রচনা |

আশাকরি চরিত্র গঠনের রচনা আর এই পোস্টটি আপনার অনেক উপকারে এসেছে।

আপনাকে অনেক ধন্যবাদ এই রচনা পোস্টটি পড়ার জন্য।

চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকার পোস্টটি আপনার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

Leave a Comment