Class 10 Model Activity Task 2022 Geography Part 1 ( January )

পোস্টটি শেয়ার করুন

Class 10 Model Activity Task 2022 Geography Part 1 ( January ) | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 10 ভূগোল উত্তর জানুয়ারী পার্ট ১ | Model Activity Task Class 10 2022 Geography Part 1 Answer ( January ) |

তোমরা যারা ক্লাস 10 এ পড়াশুনা করছো , তোমাদের জন্য এই বছর অর্থাৎ জানুয়ারী মাসে যে নতুন ( ২০২২ সাল ) Model Activity Task দেওয়া হয়েছে। তার সমস্ত উত্তর এখান থেকে দেখে নাও ।

Class 10 All Subject 2022 [ January ]Answer Pdf

Model Activity Task Class 10 2022 Geography Part 1 Answer ( January )

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দশম শ্রেণী
ভূগোল
পূর্ণমান – ২০

১ ) বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখ ।

১.১ ) নিচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হল –

উঃ – গ ) অগ্ন্যুদগম ।

১.২ ) যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখন্ডের পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙ্গে গিয়ে নুড়ি, বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে –

উঃ – ঘ ) ঘর্ষণ ক্ষয় ।

১.৩ ) ঠিক জোড়াটি নির্বাচন করো ।

উঃ – গ ) নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলার অবস্থান জলপ্রপাত ।

২.১ ) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ।

২.১.১ ) মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্ট এর সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হল _____ ।

উঃ – বাজাদা ।

২.১.২ ) নদীর ক্ষয় কার্যের ফলে নদী খাতে সৃষ্ট গর্ত হলো ______ ।

উঃ – মন্থকূপ ।

২.২ ) ‘ ক ‘ স্তম্ভের সঙ্গে ‘ খ ‘ স্তম্ভ মেলাও ।

২.২.১ ) নদীর ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ৩ ) অশ্বখুরাকৃতি হ্রদ
২.২.২ ) হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ১ ) এরিটি
২.২.৩ ) বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত২ ) ব্লো আউট

আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে –

Class 10 History Answer 2022

Class 10 Bengali Answer 2022

৩ ) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ।

৩.১ ) মরুদ্দ্যান কিভাবে সৃষ্টি হয় ?

উঃ – মরু অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে কোন একটি অঞ্চলের বালিরাশি অপসারিত হতে থাকলে অঞ্চলটি ক্রমশ অবনমিত হয়ে পরতে পরতে একসময় ভৌম জলস্তর উন্মুক্ত হয়ে পড়ে । ফলে ওই স্থানে জলাশয় সৃষ্টি হয় এবং ক্রমশ উদ্ভিদ জন্মে অঞ্চলটিতে মনোরম পরিবেশ তৈরি হয় শুষ্ক মরু অঞ্চলের মধ্যে এভাবেই মরুদ্দ্যান সৃষ্টি হয় ।

৩.২ ) ‘ উঁচু পর্বত উপত্যাকায় ক্রেভাস এর উপস্থিতি পর্বতারোহীদের সমস্যার অন্যতম কারণ ।’ – সংক্ষেপে এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো ।

উঃ – উচ্চ পার্বত্য উপত্যকায় ক্রেভাস উপস্থিতি পর্বতারোহীদের সমস্যার কারণ গুলি হল –

i ) ক্রেভাস গুলিতে পর্বতারোহীরা পড়ে গেলে সীমিত অক্সিজেনের জন্য তাদের উদ্ধারকাজের দুই দিনের বেশি সময় লাগে তারা মারা যায় ।

ii ) অনেক সময় ছোট ছোট ক্রেভাসগুলি শুষ্ক বরফের চাপা পড়ে যায় । ফলে তা পর্বতারোহীদের চোখে পড়ে না । ফলে অজান্তের মধ্যে পড়ে গিয়ে অনেকেরই মৃত্যু হয় ।

iii ) যখন ভূমিকম্প বা হিমানী সম্প্রপাত ঘটে তখন ক্রেভাস গুলি বিশালায়তনের হয় । এই সময়ে এগুলি অতিক্রম করা পর্বতারোহীদের পক্ষে দুরূহ হয়ে দাঁড়ায় ।

৪ ) নিচের প্রশ্নটির উত্তর দাও ।

প্রশ্ন – মরু সম্প্রসারন রোধের তিনটি উপায় উল্লেখ করো ।

উওর – মরু সম্প্রসারন রোগের তিনটি উপায় –

i ) বন সৃজন – মরুভূমি প্রান্ত বরাবর নিবিড় ভাবে বনভূমি গড়ে তুলতে হবে । গাছ মরু সম্প্রসারন রোধ করে । এমন উদ্ভিদ রোপণ করতে হবে যা মরু জলবায়ুর উপযুক্ত অর্থাৎ খরা সহনশীল ।

ii )  জ্বালানি কাঠের ব্যবহার নিয়ন্ত্রণ – মরুভূমির উদ্ভিদ সমূহকে সুরক্ষিত রাখার জন্য আলাদাভাবে জ্বালানি কাঠের চাষ তথা উৎপাদন ছাড়াও বিকল্প জ্বালানির উৎস গুলি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে ।

iii ) জল সংরক্ষণ – রেন ওয়াটার হারভেস্টিং এবং অধিক সংখ্যায় পুকুর খননের মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ ও ভৌম জলকে রিচার্জ করা, জলের অপচয় বন্ধ করা, জলের বহুমুখী ও বিজ্ঞানসম্মত ব্যবহার বাড়ানো প্রভৃতির মাধ্যমে মরুভূমির প্রসার রোধ করা যায় ।

৫ ) নিচের প্রশ্নটির উত্তর দাও ।

প্রশ্ন – ঝুলন্ত উপত্যকা ও রসে মতানে সৃষ্টির প্রক্রিয়ার সচিত্র বিবরন দাও ।

 ঝুলন্ত উপত্যকা সৃষ্টির প্রক্রিয়া – প্রধান নদীতে যেমন উপনদী মেশে তেমনি প্রধান হিমাবাহ এর সাথে ছোট ছোট হিমবাহ এসে মিলিত হয় । ছোট হিমবাহের উপত্যাকা অপেক্ষা প্রধান হিমবাহের উপত্যাকা অনেক বৃহৎ ও সুগভীর হয় । এরূপ অবস্থায় মনে হয় ছোট হিমবাহ উপত্যকা প্রধান হিমবাহ উপত্যকার ওপর ঝুলে রয়েছে । একেই বলে ঝুলন্ত উপত্যকা ।

উদাহরণ – বদ্রীনাথ এর নিকট ঋষি গঙ্গা ।

রসে মতানে সৃষ্টির প্রক্রিয়া – হিমবাহ প্রবাহ পথে কোনো উঁচু টিবি বা ঢিলা থাকলে টিলার হিমবাহ প্রবাহের দিকের অংশ অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হয় এবং বিপরীত অংশে উৎপাদন প্রক্রিয়ায় অসমতল, এবড়োখেবড়ো ও ফাটল যুক্ত হয় । এরূপ ভূমিরূপ হল রসে মতানে ।

উদাহরণ – কাশ্মীর উপত্যকায় ঝিলামে উপনদী লিডার নদীর উপত্যকায় রসেমতানে দেখা যায় ।

আরও দেখো নিচের লিঙ্কে ক্লিক করে –

Class 10 Life Science Answer 2022

Class 10 Physical Science Answer 2022

Class 10 Geography 2022 Part 1 Answer | Class 10 Geography January Answer | Class 10 Model Activity Task Geography 2022 | Class 10 Geography January 2022 |


তোমরা সকলে বাড়িতে মন দিয়ে পড়াশুনা করো।  আর রাজ্য সরকারের নিয়মকানুন মেনে চলো।  

Class 10 Model Activity Task 2022 Geography Part 1 ( January ) | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 10 ভূগোল উত্তর জানুয়ারী পার্ট ১ | Model Activity Task Class 10 2022 Geography Part 1 Answer ( January ) |

আশা করি এই পোস্টটি তোমার অনেক উপকারে এসেছে। 

এই পোস্টটি তোমার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।


পোস্টটি শেয়ার করুন

Leave a Comment